Budget Speech 2022: দেশের প্রতিটি পোস্ট অফিসেই এবার পাবেন 'এই' সুবিধা! বিরাট ঘোষণা অর্থমন্ত্রীর
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Budget Speech 2022: দেশের প্রত্যন্ত প্রান্তের মানুষকে ব্যাঙ্কিং পরিষেবা দিতে চলতি বছরেই দেশের প্রতিটি পোস্ট অফিসে কোর ব্যাঙ্কিং পরিষেবা চালু হবে ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
#নয়াদিল্লি: দেশে অর্থনীতির মন্দগতি, কর্মসংস্থানের সংকট, আর্থিক বৈষম্য বৃদ্ধির প্রেক্ষাপটে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাজেট পেশ অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman)। বাজেট ঘোষণার শুরুতেই এদিন তিনি বলেন (Budget Speech 2022), “বাজেটে থাকবে আগামী ২৫ বছরের ব্লু প্রিন্ট।” এ বারের বাজেটে (Union Budget 2022) পরিকাঠামো নির্মাণে ২০ হাজার কোটি টাকা, পরিষেবা খাতে ৫ লক্ষ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছেন নির্মলা। শুধু তাই নয়, দেশের প্রত্যন্ত প্রান্তের মানুষকে ব্যাঙ্কিং পরিষেবা দিতে চলতি বছরেই দেশের প্রতিটি পোস্ট অফিসে কোর ব্যাঙ্কিং পরিষেবা চালু হবে ঘোষণা করেন তিনি।
শুধু তাই নয়, ডিজিটাল ব্যাঙ্কিংয়ে উৎসাহে ৭৫ জেলায় ৭৫ টি ডিজিটাল ব্যাঙ্কিং শাখা খোলা হবে। তাঁর সংযোজন, ১০০ শতাংশ পোস্ট অফিসই কোর ব্যাঙ্কিংয়ের আওতায় আসবে। অনলাইনেই ব্যাঙ্ক থেকে পোস্ট অফিসে টাকা লেনদেন করা যাবে। সুবিধা মিলবে এটিএম, নেট ব্যাঙ্কিংয়েরও।
advertisement
advertisement
নির্মলার ঘোষণা, নারী ও শিশু কল্যাণে নতুন ৩ প্রকল্প চালু হবে। ডিজিটাল ইউনিভার্সিটি গড়া হবে। হসপিটালিটি সেক্টরের জন্য ৫ লক্ষ কোটি। জল জীবন মিশনে ৬০ লক্ষ কোটি। দু লক্ষ অঙ্গনওয়াড়ি তৈরি হবে। পিছিয়ে পড়া জেলাগুলোর উন্নয়নে বিশেষ নজর। ৫জি টেকনোলজি চালু হবে ২০২২-২০২৩ অর্থবর্ষে। বিপুল কর্মসংস্থানের সম্ভাবনা। ৫জি-র জন্য স্পেকট্রাম নিলাম করা হবে।
advertisement
শুধু তাই নয়, ৩ কোটি ৮০ লক্ষ পরিবারকে কলের জল পৌঁছে দিতে ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবারের বাজেটে। পার্বত্য অঞ্চলে জাতীয় রোপওয়ে তৈরি হবে। ৬০ কিমি দীর্ঘ ৮টি রোপওয়ে চালু হবে বলে ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তাঁর ঘোষণা, ২০২২-২৩ সালে ৫ জি পরিষেবার স্পেকট্রাম বণ্টনের দেশের সর্বত্র ব্রন্ডব্র্যান্ড পরিষেবায় জোর দেওয়া হবে। দেশের সব গ্রামে অপটিকাল ফাইবার বসানোর বরাত প্রদান করা হবে। পিপিই মডেলে হবে। ২০২৫ সালের মধ্যে সেই প্রকল্প শেষ হতে পারে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 01, 2022 12:04 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Budget Speech 2022: দেশের প্রতিটি পোস্ট অফিসেই এবার পাবেন 'এই' সুবিধা! বিরাট ঘোষণা অর্থমন্ত্রীর