Budget 2022: শীঘ্রই বিক্রি হবে এলআইসি-র শেয়ার! বাজেটের শুরুতেই ঘোষণা নির্মলার

Last Updated:

Budget 2022: এদিন নির্মলা সীতারমন বলেন, ''আত্মনির্ভর ভারতই আমাদের লক্ষ্য। এয়ার ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক ট্রান্সফার শেষ। শীঘ্রই বাজারে আসছে জীবনবিমা নিগমের আইপিও।''

বিক্রি হবে এলআইসি-র শেয়ার
বিক্রি হবে এলআইসি-র শেয়ার
#নয়াদিল্লি: লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার (LIC) স্লোগান হ'ল, 'জীবনের সঙ্গে, জীবনের পরেও'। কিন্তু কেন্দ্রীয় সরকার যখন সিদ্ধান্ত নিয়েছে এলআইসির অংশীদারিত্ব বিক্রি করার তখন স্বাভাবিকভাবেই উদ্বেগ আরও বেড়ে গিয়েছে পলিসি হোল্ডারদের। এই পরিস্থিতিতে এবারের বাজেট (Union Budget 2022) ঘোষণার শুরুতেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharama) ঘোষণা করলেন, শীঘ্রই এলআইসি-র শেয়ার বিক্রি করা হবে।
এদিন নির্মলা বলেন, ''আত্মনির্ভর ভারতই আমাদের লক্ষ্য। এয়ার ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক ট্রান্সফার শেষ। শীঘ্রই বাজারে আসছে জীবনবিমা নিগমের আইপিও।'' কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সংযোজন, ''ভারতের অর্থনীতি ধীর ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। আগামী পাঁচ বছরে ৬০ লক্ষ কর্মসংস্থান হবে। ৭৫ হাজার কিলোমিটার জাতীয় সড়ক (NHI) সম্প্রসারণ হবে।''
অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট পেশের সময় ২০২১-২২ অর্থবর্ষে সরকারি রাজস্ব পূরণ করতে ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা জোগাড় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে করেছেন। এর আওতায় এলআইসির কিছু অংশ বিক্রি করারও ঘোষণা করা হয়েছে। এবারের বাজেটে সেই বিষয়টি আরও স্পষ্ট করে দিলেন নির্মলা।
advertisement
advertisement
গত বছরই, সরকার এলআইসি, বিপিসিএল, এয়ার ইন্ডিয়ার মতো সংস্থাগুলির শেয়ার বিক্রির কথা ঘোষণা করা হয়েছিল। করোনার সঙ্কটের কারণে সেই পরিকল্পনাগুলির সবকটি কার্যকর করতে পারেনি সরকার। তবে, এয়ার ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক ট্রান্সফার সম্পূর্ণ হয়ে গিয়েছে। এবার এলআইসি নিয়েও ঘোষণা করে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
advertisement
এলআইসির ক্ষেত্রে বিষয়টি চিন্তা বাড়াচ্ছে। কারণ প্রতিটি গ্রামে এলআইসি এজেন্ট পাবেন। সকলেই LIC কে বিনিয়োগের সবচেয়ে নিরাপদ পদ্ধতি হিসাবে বিবেচনা করে। এমন পরিস্থিতিতে পলিসিধারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সরকারের এই উদ্যোগ ক্ষতি করবে না।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Budget 2022: শীঘ্রই বিক্রি হবে এলআইসি-র শেয়ার! বাজেটের শুরুতেই ঘোষণা নির্মলার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement