নিউ দিল্লি: নিউজ ১৮ নেটওয়ার্ক এবং Poonawalla Fincorp Ltd 'Rising India' সামিট শুরু হতে চলেছে। দুই দিনব্যাপী এই কনক্লেভ আগামী ২৯ এবং ৩০ তারিখ নিউ দিল্লির তাজ প্যালেসে হতে চলেছে। এই ইভেন্টে ২০ জন ভারতীয় নাগরিককে 'রিয়েল হিরো' হিসাবে সম্মানিত করা হবে।
এই সম্মেলনে দেশের ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড়, অমিত শাহ, রাজনাথ সিং, এস জয়শঙ্কর, নিতীন গড়করি, পীযূষ গোয়েল, স্মৃতি ইরানি, অনুরাগ ঠাকুর-সহ অন্যান্যরা। শীর্ষ সম্মেলনে কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন সেক্টরের যেমন, শিল্প, ক্রীড়া, ব্যবসা-সহ বিভিন্ন সেক্টরের সম্মানিতদের আহবান জানানো হবে। এই ফোরামে এসে সেই সব ব্যক্তিত্বরা নিজেদের অভিজ্ঞতার কথা সবাইকে শোনাবেন।
'দ্য হিরোস অফ রাইজিং ইন্ডিয়া' থিম বিভিন্ন ক্ষেত্রকে আকর্ষিত করবে। এই মঞ্চেই যোগ দেবেন ২০ জন বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁদের স্বীকৃতি দেওয়া হবে। সমাজের প্রতি তাঁদের বিভিন্ন অবদানের কথাও তুলে ধরা হবে। এই অনুষ্ঠানে দেশের উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড় বক্তব্য রাখবেন। দেশের বিদেশমন্ত্রীর এস জয়শঙ্কর 'দেশের G20 মুহূর্ত' নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সবাইকে দেবেন। এর পাশাপাশি বিভিন্ন ক্ষেত্র থেকে প্রতিভাবান আরও বিভিন্ন ব্যক্তিত্ব এতে অংশ নেবেন। এই আলোচনা চত্রে থাকবেন ‘India Stack: Highway To Growth’, এই অনুষ্ঠানে থাকবেন দিলীপ আসবে (Dilip Asbe, NPCI), শশাঙ্ক কুমার (সহ-প্রতিষ্ঠাতা ও সিইও, DeHaat), বি.ভি.আর. সুব্রহ্মণ্যম (CEO, Niti Aayog) এবং কে. রাজারামন (Secretary, DoT)।
কর্পোরেট জগৎ থেকে থাকবেন বিবেক ত্যাগী (Chairperson of India Electronics and Semiconductor Association), শ্রীনাথ রবিচন্দ্রন (AgniCool Cosmos), আমান গুপ্ত (BOAT), তরুণ মেহতা (Ather) এবং অভয় ভুটাদাকে (Poonawalla Fincorp) অংশ নেবেন। ‘Made in India rising aspirations of young India’ এই বিষয়ে তাঁদের চিন্তাভাবনা শেয়ার করবেন।
এছাড়াও রাকুলপ্রীত সিং অংশ নেবেন ‘Women’s Era’-তে। পাশাপাশি থাকবেন, শিল্পা রাও, এবং বিনীতা সিং (Sugar Cosmetics), স্মৃতি ইরানি। ‘India’s Manufacturing Moment: Now or Never’- ইভেন্টে অংশ নেবেন আদর পুনাওয়ালা (Serum), সলিল গুপ্তা (Boeing), সুনীল ভাচানি (Dixon), সঞ্জীব শর্মা (ABB) এবং সন্তোষ আইয়ার (Mercedes-Benz)।
বলিউড থেকেও অনেকে অংশ নেবেন এই ইভেন্টে। 'One India - One Cinema'-তে অংশ নেবেন সিদ্ধার্থ আনন্দ, অয়ন মুখোপাধ্যায়, কাজল আগরওয়াল, মৃণাল ঠাকুর, অনুরাগ ঠাকুর। ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপের স্বর্ণপদক বিজয়ী নিখাত জারিন এবং অস্কার বিজয়ী গুনিত মঙ্গাও উপস্থিত থাকবেন।
আরও পড়ুন: ২২ তারিখ পর্যন্ত মেয়াদ, ২৩ এপ্রিল থেকে নতুন বাসস্থানে রাহুল! বাংলো ছাড়ার নির্দেশ
আরও পড়ুন, জট মুক্ত পঞ্চায়েত ভোট,দিন ঘোষণায় বাধা নেই!শুভেন্দুর মামলায় নির্দেশ হাইকোর্টের
পুনাওয়াল্লা ফিনকর্পের ম্যানেজিং ডিরেক্টর অভয় ভুটাদা এই উদ্যোগের বিষয়ে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নিয়েছেন এবং বলেছেন, ‘পুনাওয়ালা ফিনকর্পের আমরা সবাই রাইজিং ইন্ডিয়া সামিট ২০২৩-এর জন্য নেটওয়ার্ক ১৮-এর সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে আনন্দিত। এমন একটি প্ল্যাটফর্ম যা সাধারণ মানুষের অসাধারণ প্রাপ্তিগুলিকে উদযাপন করে হবে যা ভারতের বিকাশকে সাহায্য করেছে। আমাদের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বিভিন্ন মানুষকে তাঁদের স্বপ্ন এবং আকাঙ্খাগুলিকে পূরণ কর, আমাদের ক্ষমতায়নের বৃদ্ধি ঘটানো। কর্পোরেট লিডারদের এই শীর্ষ সম্মেলনে একত্রিত করে, একটি গঠনমূলক আলোচনার মাধমে ভারতের অগ্রগতিতে আমরা সাহায্য করব৷ আমরা এই দৃষ্টিভঙ্গিতে অবদান রাখতে এবং একটি শক্তিশালী, আরও সমৃদ্ধ ভারত গড়ার লক্ষ্যে একসঙ্গে কাজ করতে আগ্রহী।’
নেটওয়ার্ক ১৮-এর সিইও অবিনাশ কৌল বলেছেন, “নিউজ ১৮ নেটওয়ার্ক একটি সমৃদ্ধ দেশ হিসেবে ভারতের উত্থানের গর্বিত। আমরা প্রতি মাসে ৬৯ কোটির বেশি ভারতীয়দের সঙ্গে সংবাদ এবং কথোপকথনের মধ্যমে জড়িত যা একটি উজ্জ্বল ভবিষ্যতের পথ দেখাতে সাহায্য করতে পারে। News18-এর ফ্ল্যাগশিপ উদ্যোগ রাইজিং ইন্ডিয়া নিজেকে ভারতের সবচেয়ে প্রত্যাশিত চিন্তা নেতৃত্বের ফোরাম হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এটা ঘোষণা করা আমার সৌভাগ্যের বিষয় যে এই বছর, রাইজিং ইন্ডিয়া আরও বেশি বিশেষ হবে। আমরা ২০ জন ভারতীয়কে উদযাপন করব যারা তাঁদের আশেপাশের মানুষের জীবন উন্নত করার জন্য নিঃস্বার্থভাবে কাজ করে চলেছে। আমরা তাদের 'রিয়েল হিরো' বলে ডাকি। আমি আনন্দিত যে পুনাওয়ালা ফিনকর্প এই উদ্যোগের জন্য আমাদের সঙ্গে অংশীদারিত্ব করছে৷ আমি রোমাঞ্চিত যে আমাদের দর্শকরা কিছু উল্লেখ্য ভারতীয়দের যাত্রা প্রত্যক্ষ করবে এবং রাজনীতি, শিল্প, বিনোদন এবং খেলাধুলাতে শীর্ষস্থানে থাকা নেতাদের কাছ থেকে নিজেদের অভিজ্ঞতা কথা শুনবে।"
অনুষ্ঠানটির সম্পর্কে আরও জানতে ক্লিক করুন - https://www.news18.com/rising-india-summit/
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jagdeep Dhakhar, Summit