Panchayat Election: জট কাটল পঞ্চায়েত ভোটের, হস্তক্ষেপ করল না হাইকোর্ট! শুভেন্দুর অভিযোগকে মান্যতা দিয়েও নির্দেশ

Last Updated:

পঞ্চায়েত নির্বাচনে আসন সংরক্ষণের ক্ষেত্রে শুধুমাত্র ওবিসি সম্প্রদায়ভুক্ত ব্যক্তিবর্গের গণনার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দুর মামলায় নির্দেশ হাইকোর্টের।
শুভেন্দুর মামলায় নির্দেশ হাইকোর্টের।
কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে রাজি হল না কলকাতা হাইকোর্ট। এ দিন এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। ফলে এই মুহূর্তে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করতে রাজ্য নির্বাচন কমিশনের কোনও বাধা থাকল না৷
পঞ্চায়েত নির্বাচনে আসন সংরক্ষণের ক্ষেত্রে শুধুমাত্র ওবিসি সম্প্রদায়ভুক্ত ব্যক্তিবর্গের গণনার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই অভিযোগকে অবশ্য মান্যতা দিয়েছে আদালত৷
advertisement
শুধুমাত্র ওবিসি সম্প্রদায়ভুক্ত ব্যক্তিবর্গের গণনার যে সিদ্ধান্ত রাজ্য নিয়েছিল, তা গ্রহণযোগ্য নয় বলে জানিয়ে দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আলাদা আলাদা সম্প্রদায় ভুক্ত ব্যক্তিবর্গের গণনার জন্য আলাদা আলাদা নিয়ম থাকতে পারে না বলেই এ দিন পর্যবেক্ষণে জানিয়েছেন প্রধান বিচারপতি৷ গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে তিনি জানিয়েছেন, 'হাইকোর্ট প্রত্যাশা রাখে নিয়ম মেনে আসন সংরক্ষণের বিষয়টি বিবেচনা করবে রাজ্য নির্বাচন কমিশন৷'
advertisement
হাইকোর্ট আরও জানিয়েছে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট, বিচারবিভাগীয় নজরদারিতে ভোট সহ অন্য আবেদনগুলির জন্য নতুন করে আবেদন জানাতে পারবেন শুভেন্দু অধিকারী।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Panchayat Election: জট কাটল পঞ্চায়েত ভোটের, হস্তক্ষেপ করল না হাইকোর্ট! শুভেন্দুর অভিযোগকে মান্যতা দিয়েও নির্দেশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement