২২ তারিখ পর্যন্ত মেয়াদ, ২৩ এপ্রিল থেকে নতুন বাসস্থানে রাহুল! বাংলো ছাড়ার নির্দেশ
- Written by:Rajib Chakraborty
- news18 bangla
- Published by:Debalina Datta
Last Updated:
এবার সরকারি আবাসন ছাড়ার নোটিশ রাহুল গান্ধিকে
নয়াদিল্লি : সংসদ পদ খারিজ হয়ে যাওয়ার পর এবার সরকারি বাংলো খালি করতে বলা হয়েছে রাহুল গান্ধিকে। ২০০৫ থেকে নয়াদিল্লির তুঘলক লেনের যে বাড়িতে তিনি থাকতেন, সেটি খালি করতে বলা হয়েছে। আর তাতেই কেন্দ্রীয় সরকার এবং বিজেপির সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস। বিরোধীদের কণ্ঠরোধ করতে বিজেপি সব রকম চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছে কংগ্রেস।
রাহুল গান্ধির বাংলো খালি করার নির্দেশ নিয়ে কংগ্রেস নেতা নাসির হোসেন বলেন বলেন, " ওদের বোঝা উচিত রাহুল গান্ধির বিশেষ সুরক্ষা রয়েছে। বাড়ি খোঁজার জন্য কিছুটা সময় দিতে হবে। তিনি চিঠি লিখুন বা না লিখুন, পদক্ষেপ করার পরেই পরবর্তী ঘটনা জানা যাবে।" কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রমোদ তিওয়ারি বলেন, "এর থেকেই রাহুল গান্ধির প্রতি বিজেপির ঘৃণা প্রকাশ পায়। নোটিস দেওয়ার ৩০ দিন দিন পর্যন্ত তাঁর এই বাড়িতে থাকার অধিকার রয়েছে। ৩০ দিন পর বাজার দর অনুযায়ী ভাড়া দিয়ে তিনি সেই বাড়িতে থাকতে পারেন। রাহুল গান্ধির জেড প্লাস নিরাপত্তা বলয় রয়েছে।"
advertisement
আরও পড়ুন - Tulsi Gach: যদি বাড়িতে তুলসী গাছ থাকে তাহলে নবরাত্রিতে করুন এই কাজ, নাহলেই সংসারে উথাল-পাথাল
advertisement
advertisement
আগামী মাসের অর্থাৎ এপ্রিলের ২২ তারিখ পর্যন্ত সময় পাবেন রাহুল গান্ধি ৷ ২৩ তারিখ থেকে তাঁর জন্য নির্ধারিত বাসস্থান আর তাঁর জন্য থাকবে না৷ এর আগে মোদি সমাজ নিয়ে আপত্তিকর বক্তব্য রাখার জন্য তাঁকে দু’বছরের কারাদণ্ডের সাজা দিয়েছিল সুরাতের আদালত৷ সেই নির্দেশ মেনে দিন-তিনেক আগে রাহুল গান্ধির সদস্যপদ বাতিল করা হয় সংসদ থেকে৷ তিনি জামিন পেলেও জনপ্রতিনিধি আইন অনুসারে তাঁর সদস্যপদ বাতিল করে আইনসভা৷ তা নিয়ে উত্তাল হয় দেশের রাজনীতি৷
advertisement
রাহুল গান্ধি নিজেও বলেন, তিনি এর পরেও সমালোচনা করা ছাড়বেন না৷ তাঁকে গ্রেফতার করা হলেও তিনি সরকারের সমালোচনা সমান তালেই চালিয়ে যাবেন৷ বিজেপি বিরোধী দলগুলিও এক স্বরে এই সিদ্ধান্তের বিরোধিতা করে৷ দেশ জুড়ে কংগ্রেসের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়৷ কিন্তু তাতেও সিদ্ধান্তে কোনও বদল আসেনি৷
RAJIB CHAKRABORTY
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 28, 2023 7:02 AM IST









