মানবিক পরিষেবায় নতুন পথের হদিশ দিয়েছেন যাঁরা তাঁদের সম্মান জানাতে অভিনব উদ্যোগ
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
প্রচারবিমুখ এই হিরোরা যে অসাধারণ কাজ করছেন তার উদযাপন, সম্মান জানানো এবং পরিচিতি প্রদানের উদ্দেশ্যে, ২০২২ সালের ১৬ই ডিসেম্বর একটি গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানের আয়োজন ৷
#কলকাতা : আমরাই পরিবর্তন করব, এটি হল Network18 এবং AU Small Finance Bank দ্বারা গৃহীত একটি অভিনব উদ্যোগ, যেখানে কুড়ি জন সামাজিক পরিবর্তনপন্থী মানুষের যাত্রা তুলে ধরা হবে, যাঁরা মানবিক পরিষেবার ক্ষেত্রে নতুন পথের হদিশ দিয়েছেন এবং ভারতে বসবাসকারী ব্যক্তি ও সম্প্রদায়ের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে এসেছেন।
ছয় মাসের মধ্যে, টিমগুলি দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে এই সামাজিক পরিবর্তনপন্থীদের কাহিনী কভার করেছেন যাঁরা সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষদের জীবন উন্নত করার লক্ষ্যে দিনরাত কাজ করে চলেছেন। শিক্ষা থেকে শুরু করে চাকরি; দাতব্য চিকিৎসা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের ক্ষমতায়ন করা, যাতে তাঁরা নিজেদের জন্য কিছু উদ্যোগ নিতে পারেন, এই প্রচারের মাধ্যমে এই প্রান্তিক শ্রেণীর বেশ কিছু জটিল সামাজিক সমস্যার উপরে আলোকপাত করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: Kolkata Gold Price: বৃহস্পতির পরে শুক্রবারেও বড় খবর! কলকাতায় ২২-২৪ ক্যারাট সোনার দামে ধস
advertisement
প্রচারবিমুখ এই হিরোরা যে অসাধারণ কাজ করছেন তার উদযাপন, সম্মান জানানো এবং পরিচিতি প্রদানের উদ্দেশ্যে, ২০২২ সালের ১৬ই ডিসেম্বর একটি গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বিকেসি মুম্বইয়ের ট্রাইডেন্ট-এ। সারা ভারতের বহু রাজনৈতিক, ব্যবসা এবং সামাজিক স্তরের গণমান্য ব্যক্তিরা এই আনন্দ উৎসবে যোগদান করতে চলেছেন, যেমন মহারাষ্ট্রের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী একনাথ শিন্ডে, মহারাষ্ট্র সরকারের ট্যুরিজম, স্কিল ও অন্ত্রেপ্রেনরশিপ এবং মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের মাননীয় মন্ত্রী শ্রী মঙ্গল প্রভাত লোধা, Infosys (ইনফোসিস)-এর প্রতিষ্ঠাতা শ্রী নারায়ণ কে. মূর্তি, গণমান্য সমাজকর্মী এবং নোবেলজয়ী শ্রী কৈলাস সত্যার্থী, অভিনেত্রী দিয়া মির্জা প্রমুখ।
advertisement
একটি দীর্ঘমেয়াদী এবং অন্তর্ভুক্তিমূলক সম্প্রদায় গড়ে তোলার লক্ষ্যে যাঁরা অবিরাম অক্লান্ত পরিশ্রম করে চলছেন, এই ফিনালের লক্ষ্য হল সেই সামাজিক পরিবর্তনপন্থী মানুষদের উৎসাহ এবং অনুপ্রেরণা প্রদান করা, যাতে তাঁরা আরও অনুপ্রাণিত হয়ে এই কাজ করতে থাকেন।
আরও পড়ুন: Business Opportunity: নতুন বছরে এই ব্যবসায় মাসে কোটি কোটি রোজগার করে কোটিপতি হওয়ার বাম্পার সুযোগ
advertisement
চূড়ান্ত পর্বের আগে এই প্রসঙ্গে নিজের ভাবনা জানাতে গিয়ে AU Small Finance Bank-এর এক্সিকিউটিভ ডিরেক্টর শ্রী উত্তম তিব্রেওয়াল জানালেন, “AU Small Finance Bank এর প্রধান আদর্শ হল আমাদের দেশে যে পদ্ধতিতে ব্যাঙ্কিং পরিচালনা করা হয় তা পরিবর্তন করা। সারা দেশের ৩৩ লক্ষ কাস্টোমারকে আমাদের প্রোডাক্ট, সার্ভিস এবং পরিষেবা দেওয়ার মাধ্যমে আমরা এই প্রতিশ্রুতি পালন করে চলেছি। সেই দর্শনেরই বর্ধিত রূপ হল আমাদের এই উদ্যোগ, যার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে এই সামাজিক পরিবর্তনপন্থী মানুষদের। এখন এই রকম মানুষদের চিহ্নিত করা এবং তাঁদের উদ্যোগগুলি উদযাপিত করার সময় চলে এসেছে, যাঁরা সমাজের শক্তিশালী, ইতিবাচক এবং কার্যকর প্রভাব ফেলতে সক্ষম হয়েছে।” এই অংশীদারিত্বে অংশগ্রহণ করার এবং এই উদ্যোগে সহযোগিতা করার জন্য শ্রী উত্তম তিব্রেওয়াল Network18 এর প্রতি তাঁর সম্মান প্রদর্শন করেন।
advertisement
Network 18 এর ব্র্যান্ডেড কন্টেন্ট, সিওও, শ্রী এস শিবকুমার এই প্রচার সম্পর্কে নিজের ভাবনা জানাতে গিয়ে বলেন, "Network18 এমন একটি উদ্যোগের অংশ হতে পেরে গর্বিত যেখানে ভারতের গ্রামীণ এলাকায় গিয়ে অবিরাম কাজ করে চলা সামাজিক পরিবর্তনপন্থী মানুষদের কাহিনী এবং সেখানকার সামাজিক সমস্যাগুলি সকলের সামনে তুলে ধরা হবে। আমরা সব সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সচেতনতা ছড়ানোর পাশাপাশি অনুপ্রেরণা জোগানোর মতো কাজের উপরে জোর দিয়েছি। আমাদের লক্ষ্য হল এই সামাজিক পরিবর্তনপন্থী মানুষদের স্বীকৃতি প্রদানের মাধ্যমে তাঁদের উৎসাহ এবং অনুপ্রেরণা প্রদান করা, যাতে ছোট ছোট কাজের প্রভাব কতটা বড় হতে পারে- তা সকলের সামনে তুলে ধরা যায়।"
advertisement
এই অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং দেখতে পারেন ১৬ই ডিসেম্বর, ২০২২ এ সন্ধ্যা সাড়ে ৬টার সময়ে সোশ্যাল মিডিয়া চ্যানেলে এবং তার সাথে শপথ করতে পারেন যে সর্বদা দরিদ্র মানুষদের পাশে দাঁড়াবেন ও সমাজে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসার এই যাত্রায় অবদান রাখবেন।
AU Small Finance Bank সম্পর্কে:
AU Small Finance Bank Limited (AU SFB) হল একটি শিডিউল্ড কমার্সিয়াল ব্যাঙ্ক, একটি ফর্চুন ইন্ডিয়া ৫০০ কোম্পানী এবং দেশের বৃহত্তম স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (SFB)। রাজস্থানের প্রত্যন্ত এলাকা থেকে যাত্রা শুরু করে, আজ AU SFB হয়ে উঠেছে দেশের বৃহত্তম স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, যাদের দেশের গ্রামীণ ও অর্ধ-গ্রামীণ মার্কেট সম্পর্কে গভীর জ্ঞান রয়েছে, যা একে বৃদ্ধির পাশাপাশি একটি মজবুত ব্যবসায়িক মডেল গড়ে তুলতে সাহায্য করেছে। ২৭ বছরের বেশি সময় ধরে রিটেল-ফোকাসড এবং গ্রাহক-কেন্দ্রিক প্রতিষ্ঠান হওয়ার সুনাম বজায় রাখার পাশাপাশি ২০১৭ সালে এপ্রিল মাস থেকে AU তাদের ব্যাঙ্কিং অপারেশন চালু করেছে এবং এখন ১০০০ ব্যাঙ্কিং টাচপয়েন্ট জুড়ে কাজ চালানোর পাশাপাশি ২৮,৬৭৭ জন কর্মীর মাধ্যমে দেশের ২০টি রাজ্য এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে ৩৩.৩ লক্ষ গ্রাহককে পরিষেবা প্রদান করছে।
advertisement
২০২২ সালের ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত এই ব্যাঙ্কের শেয়ারহোল্ডার ফান্ডের পরিমাণ ছিল ₹১০,১১৪ কোটি, ডিপোজিট বেসের পরিমাণ ₹৫৮,৩৩৫ কোটি এবং মোট অ্যাডভান্সের পরিমাণ ছিল ₹৫২,৪৫২ কোটি। AU ব্যাঙ্কের প্রতি বড় বড় বিনিয়োগকারীরা ভরসা দেখিয়েছেন এবং দেশের দুইটি বড় স্টক এক্সচেঞ্জ অর্থাৎ NSE ও BSE উভয়েই এটি লিস্টেড রয়েছে। এই ব্যাঙ্ক সমস্ত বড় রেটিং এজেন্সি যেমন CRISIL, CARE রেটিং এবং ইন্ডিয়া রেটিং-এর মতো সংস্থার কাছ থেকে টানা হাই এক্সটার্নাল ক্রেডিট রেটিং বজায় রেখেছে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 16, 2022 12:32 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মানবিক পরিষেবায় নতুন পথের হদিশ দিয়েছেন যাঁরা তাঁদের সম্মান জানাতে অভিনব উদ্যোগ