১৭ টি ব্যবসার খোঁজ, যেখানে লাগবে শুধু ইন্টারনেট

১.কনটেন্ট মার্কেটিং:

কনটেন্ট মার্কেটার্সদের কাজ হল ছবি, লেখা বা ভিডিও-র মাধ্যমে কোনও কোম্পানির বিজ্ঞাপন তৈরি করা

২.গ্রাফিক ডিজাইনার: 

কোনও কোম্পানির পণ্য বা পরিষেবা কয়েকটা তুলির টানে বা আকর্ষণীয় উপায়ে ফুটিয়ে তুলতে হয়।

৩.ওয়ার্ডপ্রেস ডেভেলপার:ওয়েবসাইট তৈরির জগতে, ওয়ার্ডপ্রেস নিঃসন্দেহে সবচেয়ে জনপ্রিয় বিকল্প

৪.অ্যাফিলিয়েট মার্কেটিং: অ্যাফিলিয়েট মার্কেটিং হল অন্যের ব্যবসায় বিক্রি করা পণ্যের প্রচার।

৫.এসইও স্পেশালিস্ট: এই অনলাইন ব্যবসা এই মুহূর্তে সোনার খনি। টেক স্যাভিদের জন্য আদর্শ

৬.ই কমার্স স্টোরের মালিক: 

ইন্টারনেট সংযোগ আছে এমন যে কেউ অনলাইন স্টোরের দ্বারা কয়েক মিনিটের মধ্যে পণ্য বিক্রি শুরু করতে পারেন।

৭.অ্যাপ এবং ওয়েবসাইট তৈরি: কোডিং করতে জানলে, দক্ষ হলে এই ব্যবসা আদর্শ

৮.ডোমেইন নেম কেনা এবং বেচা:ডোমেইন নেম ছাড়া ওয়েবসাইট হয় না

রিয়েল এস্টেটের মতো অনেক উদ্যোক্তা লাভের জন্য ডোমেইন নেম কিনে আবার বেচে দেন

৯.কনটেন্ট ক্রিয়েটর: নতুন নতুন আইডিয়া মাথায় খেলে যায়? তাহলে হতেই পারেন কনটেন্ট ক্রিয়েটর

 ১০.অনলাইন কোর্স বিক্রি: একটি জনপ্রিয় অনলাইন ব্যবসা হল ‘অনলাইন কোর্স বিক্রি’

১১.এমপ্লয়ি রিক্রুটমেন্ট সার্ভিস: এই ব্যবসায় সংস্থা কিংবা কোম্পানিকে দক্ষ লোক খুঁজে দিতে হয়

১২.রিভিউ ওয়েবসাইট তৈরি: আরেকটি লাভজনক অনলাইন ব্যবসা হল রিভিউ ওয়েবসাইট তৈরি।

১৩.পিআর কনসাল্টিং: এই অনলাইন ব্যবসা শুরু করতে চাইলে ব্র্যান্ডিং এবং বিপণন জ্ঞান অপরিহার্য

১৪.প্রুফরিডার: পড়তে ভালোবাসলে প্রুফরিডিংয়ের কাজ উপযুক্ত। 

লেখকের বই বা গবেষণাপত্র প্রকাশের আগে তার পান্ডুলিপি দেখে দেওয়াটাই কাজ

১৫.সোশ্যাল মিডিয়া ম্যানেজার: 

বেশিরভাগ কোম্পানিই তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল সামলানোর জন্য ফ্রিলান্সার নিয়োগ করে

১৬পডকাস্ট: পডকাস্ট মানে অডিও ফাইল৷ ইদানীং পডকাস্ট লাভজনক অনলাইন ব্যবসা

১৭.ট্রানস্লেটর: একাধিক ভাষায় দক্ষ? তাহলে ট্রানস্লেশনের কাজ আদর্শ

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন