আজ লঞ্চ হচ্ছে নতুন Income Tax পোর্টাল, কী কী সুবিধা মিলবে দেখে নিন...

Last Updated:

নতুন পোর্টালে কী কী ফিচার রয়েছে দেখে নিন এক নজরে-

#নয়াদিল্লি: অর্থ মন্ত্রকের নতুন ইনকাম ট্যাক্স পোর্টাল www।incometax.gov.in আজ লঞ্চ হতে চলেছে ৷ জানা গিয়েছে, নতুন পোর্টালে একাধিক আধুনিক ফিচার রয়েছে এবং এখানে ট্যাক্স ফাইল করা আরও সহজ হতে চলেছে ৷ এই পোর্টালটি এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে করদাতাদের ট্যাক্স ফাইল করতে সমস্যা না হয় ৷ এতদিন পর্যন্ত ইনকাম ট্যাক্স রিটার্ন ও ফর্ম জমা দেওয়া হত www.incometaxindiaefiling.gov।in পোর্টালে ৷ আগে এই পোর্টালে ইনকাম ট্যাক্স রির্টান, অডিট রিপোর্ট ও অন্যান্য ফর্ম অনলাইনে জমা দেওয়ার সুবিধা মিলত ৷ যে পোর্টালটি ছিল সেটা ঠিকঠাক কাজ করত কিন্ত নির্দিষ্ট তারিখ কাছাকাছি আসতে কাজে সমস্যা দেখা দিতে শুরু করত ৷ ডকুমেন্ট আপলোড করতে বেশ মুশকিলে পড়তে হত ৷
নতুন পোর্টালে কী কী ফিচার রয়েছে দেখে নিন এক নজরে-
১. নতুন পোর্টালে তৎকাল ইনকাম ট্যাক্স রিটার্ন (ITR) প্রসেস করতে পারবেন যাতে শীঘ্রই রিফান্ড পেয়ে যেতে পারেন ৷
২. সমস্ত আপলোড, পেন্ডিং অ্যাকশন সিঙ্গল ড্যাশবোর্ডে দেখা যাবে ৷
advertisement
৩. বিনামূল্যে ITR প্রিপেরেশন সফ্টওয়্যার অনলাইন ও অফলাইন দু’ভাবেই পাওয়া যাবে ৷ এখানে ইন্টারেক্টিভ প্রশ্ন থাকবে যার মাধ্যমে করদাতার ট্যাক্স সংক্রান্ত না জানলেও সহজেই আইটিআর জমা করতে পারবেন ৷ এখানে তথ্য প্রিফিল্ড থাকবে এবং করদাতাদের ডেটা এন্ট্রির কাজ কম হয়ে যাবে ৷
advertisement
৪. করদাতাদের জন্য নতুন কল সেন্টার থাকবে যেখানে এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে ৷ এর পাশাপাশি টিউটোরিয়াল, ভিডিও ও চ্যাটবট লাইফ এজেন্টও থাকবে ৷
৫. নতুন পোর্টালে নয়া অনলাইন টাক্স পেমেন্ট লাগু করা হবে ৷ এবং এখানে একাধিক নতুন পেমেন্ট অপশন দেওয়া হবে ৷ এখানে নেটব্যাঙ্কিং, UPI, ক্রেডিট কার্ড ও RTGS/NEFT পেমেন্ট অপশন থাকবে ৷ করদাতা যে কোনও ব্যাঙ্কে থেকে ট্যাক্স দিতে পারবেন ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আজ লঞ্চ হচ্ছে নতুন Income Tax পোর্টাল, কী কী সুবিধা মিলবে দেখে নিন...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement