New Rule: বড় সরকারি ব্যাঙ্ক বদলাচ্ছে চেক ক্লিয়ারেন্সের নিয়ম, চেক ইস্যু করার আগে অবশ্যই জেনে নিন....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Bank of Baroda একটি ট্যুইটের মাধ্যমে জানিয়েছেন পয়লা অগাস্ট থেকে চেক পেমেন্টের নিয়ম বদলে গিয়েছে ৷
#নয়াদিল্লি: দেশের বড় সরকারি ব্যাঙ্কগুলির মধ্যে একটি ব্যাঙ্ক অফ বরোদা তাদের চেক পেমেন্টের নিয়মে জরুরি বদল করেছে ৷ নয়া নিয়ম ১ অগাস্ট অর্থাৎ আগামী মাসের ১ তারিখ থেকে লাগু করা হবে ৷ ব্যাঙ্ক তাদের গ্রাহকদের এই সংক্রান্ত তথ্য দেওয়া শুরু করে দিয়েছে যাতে ১ অগাস্টের পর গ্রাহকদের সমস্যা না হয় ৷
Bank of Baroda একটি ট্যুইটের মাধ্যমে জানিয়েছেন পয়লা অগাস্ট থেকে চেক পেমেন্টের নিয়ম বদলে গিয়েছে ৷ কেন্দ্রীয় ব্যাঙ্ক RBI এর গাইডলাইনস মেনে পাবলিক সেক্টর ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদা তাদের চেক পেমেন্টের নিয়মে বেশ কিছু পরিবর্তন করেছে ৷ ব্যাঙ্ক অফ বরোদা তাদের গ্রাহকদের জানিয়েছেন ১ অগাস্ট থেকে ৫ লক্ষ বা তার বেশি অ্যামাউন্টের চেক পেমেন্টের জন্য পজিটিভ পে সিস্টেম (Positive Pay System) বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ এছাড়া চেক পেমেন্ট করা যাবে না ৷
advertisement
advertisement
কী এই পজিটিভ পে সিস্টেম ?
গত কয়েকদিনে চেক সংক্রান্ত ফ্রডের ঘটনা অনেকটাই বেড়েছে ৷ এর জেরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্কগুলিকে এই নিয়ম জারি করার পরামর্শ দিয়েছিল ৷ এই নিয়ম অনুযায়ী, চেকের ভ্যালু ৫ লক্ষের বেশি হলে চেক প্রসেস করার আগে ফের একবার কনফার্ম করতে হবে, তাহলেই চেক জারি করা হবে ৷
advertisement

চেক ইস্যু করবেন যে ব্যক্তিরা তাঁদের নিজেদের বিষয়ে তথ্য দিতে হবে যেমন চেক নম্বর, চেকের তারিখ, যাঁকে পে করছেন তাঁর নাম, অ্যাকাউন্ট নম্বর ইত্যাদি ৷
এর আগে ব্যাঙ্কের তরফে ১ জুলাই থেকে নিয়ম লাগু করা হয়েছিল ৷ কিন্তু সেটা ২ লক্ষ এবং তার উপরের অ্যামাউন্টের জন্য ৷ অর্থাৎ ২ লক্ষ টাকার বেশি অ্যামাউন্টের চেক লিখলে সেটা রি-কনফার্ম করতে হবে ৷ এবার এই নিয়ম ৫ লক্ষ টাকার নিয়মের জন্য লাগু করা হবে ৷ তবে ব্যাঙ্কের তরফে এই বিষয়ে জানানো হয়নি যে পুরনো নিয়ম বদল করে নতুন নিয়ম লাগু করা হচ্ছে না হচ্ছে না ৷ তবে অনুমান করা হচ্ছে, ১ অগাস্ট থেকে ২ লক্ষের জায়গায় ৫ লক্ষ টাকার বেশি অ্যামাউন্টের জন্য এই প্রক্রিয়া মেনে চলা হবে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 06, 2022 4:08 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Rule: বড় সরকারি ব্যাঙ্ক বদলাচ্ছে চেক ক্লিয়ারেন্সের নিয়ম, চেক ইস্যু করার আগে অবশ্যই জেনে নিন....