#নয়াদিল্লি: দেশের বাজারে ফের ঊর্ধ্বমুখী সোনার দাম ৷ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে বুধবার সকালে ২৪ ক্যারেট সোনার দাম ১১৫ টাকা বেড়ে প্রতি ১০ গ্রামে ৫১,৪১৭ টাকা হয়েছে ৷ এদিন মার্কেট শুরুর সময় সোনার দাম ছিল ৫১,৩৮২ টাকা ৷ তবে চাহিদা বাড়ার জেরে এবং সাপ্লাইয়ে প্রভাব পড়ার জেরে শীঘ্রই দাম বেড়ে ৫১,৪০০ টাকা হয়ে গিয়েছে ৷ আগের দিন থেকে এদিন সোনালি ধাতুর দাম ০.২২ শতাংশ বেড়ে ট্রেড করছে ৷ একদিন আগে এমসিএক্সে সোনার দাম ১.৫ শতাংশের বেশি পতন দেখা যায় ৷ এর জেরে সোনার দাম ৫২ হাজার টাকার নীচে নেমে গিয়েছিল ৷
আরও পড়ুন: স্বামী-স্ত্রী দু’জনেই পাবেন পিএম কিষান সম্মান নিধির টাকা ? জেনে নিন সত্যিটা....রুপোর দামে পতন জারি-
একদিন আগেই রুপোর দামে বড় পতন দেখা গিয়েছে ৷ ৫৭ হাজার টাকার নীচে রয়েছে রুপোর দাম ৷ এমসিএক্সে এদিন সকালে রুপোর দাম ১১৮ টাকা পড়ে ৫৬,৭৪৭ টাকায় ট্রেড করছে ৷ এর আগে মার্কেট খোলার সময় রুপোর দাম ছিল ৫৬,৯০০ টাকা ৷ কিন্তু চাহিদা কম থাকায় দাম অনেকটাই নীচে রয়েছে ৷ আগের দিন থেকে ০.২১ শতাংশ নীচে ট্রেডিং করছে রুপোর দাম ৷ মঙ্গলবার এমসিএক্সে রুপোর দাম প্রায় ৩ শতাংশ কমে গিয়েছে ৷
আরও পড়ুন: স্বল্প উর্ধ্বগতিতে খুলল বাজার! সেনসেক্স চড়ল ২৫০ পয়েন্ট; নিফটি-ও ১৫৮৫০-এর স্তরেভারতীয় বাজারের মতো গ্লোবাল মার্কেটে সোনা ও রুপোর দামে বিপুল ওঠা-নামা জারি রয়েছে ৷ মার্কিন বাজারে এদিন সকালে সোনার বর্তমান দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ১৭৭০.৭১ ডলার হয়েছে ৷ মঙ্গলবার দামে ২.৩ শতাংশের বড় পতন দেখা গিয়েছিল ৷ এর জেরে দাম ছিল প্রতি আউন্সে ১৭৬৭.৫৩ ডলার, যা ডিসেম্বর ২০২১-এর পর সবচেয়ে সর্বনিম্ন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Gold and Silver Price, Today Gold Price in Kolkata, Today Gold Rate in Kolkata