PM Kisan : স্বামী-স্ত্রী দু’জনেই পাবেন পিএম কিষান সম্মান নিধির টাকা ? জেনে নিন সত্যিটা....

Last Updated:

PM Kisan: কারা পাবেন না পিএম কিষানের সুবিধা ?

#নয়াদিল্লি: পিএম কিষান সম্মান নিধি যোজনার সুবিধা স্বামী ও স্ত্রী দু’জনেই কি পাবেন ? কৃষকদের তরফে একাধিকবার এই প্রশ্ন করা হয়েছিল ৷ সত্যিটা হল স্বামী ও স্ত্রী দু’জনে এক সঙ্গে এই যোজনার সুবিধা পাবেন না ৷ অর্থাৎ স্বামী ও স্ত্রীর নামে আলাদা আলাদা ২-২ হাজার টাকার কিস্তি আসবে না ৷ এরকম একাধিক ঘটনা যেখানে স্বামী ও স্ত্রী দু’জনেই যোজনার টাকা নিচ্ছেন তাদের উপর তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে সরকার ৷
সরকারের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, যদি কোনও ব্যক্তি বেআইনি ভাবে কিষান সম্মান নিধির সুবিধা নিয়ে থাকেন তাহলে তাদের থেকে সমস্ত কিস্তির টাকা ফেরত নেওয়া হবে ৷ ফলে যে স্বামী-স্ত্রী দু’জনের নামেই যোজনার সুবিধা নিচ্ছেন তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হবে ৷ পাশাপাশি যে কৃষকদের নিজেদের নামে চাষের জমি নেই তাঁরাও যোজনার সুবিধা পাবেন না ৷
advertisement
advertisement
দেশের কৃষকদের আর্থিক সাহায্য করার উদ্দেশ্যে এই যোজনা শুরু করা হয়েছিল ৷ যোজনায় নথিভুক্ত কৃষকদের অ্যাকাউন্টে ৬০০০ টাকা ট্রান্সফার করে সরকার ৷ এই টাকাটা তিনটি কিস্তিতে দেওয়া হয়ে থাকে ৷ শুরু হওয়ার পর থেকে এই যোজনার একাধিক নিয়ম বদল করা হয়েছে ৷
advertisement
পিএম কিষান যোজনার সুবিধাভোগীদের জন্য সরকার ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ কেওয়াইসি করার শেষ দিন ৩১ জুলাই ২০২২ ৷ সরকারের তরফে জানানো হয়েছে, কেওয়াইসি না করালে কৃষকরা ১২তম কিস্তির টাকা পাবেন না ৷ আপনিও পিএম কিষান যোজনার সুবিধাভোগী হলে অবশ্যই করিয়ে নিন কেওয়াইসি ৷
advertisement
কারা পাবেন না পিএম কিষানের সুবিধা ?
  • যে কৃষকদের কাছে সরকারি জমি, কোনও ট্রাস্টের জমি রয়েছে তাঁরা এই সুবিধা পাবেন না ৷
  • কৃষকের পরিবার কোনও ব্যক্তি সরকারি চাকরি করলে ৷ পেনশনভোগীরাও এই সুবিধা পাবেন না ৷
  • সংসদ ও বিধায়করা পাবেন না এই সুবিধা ৷
  • আইটিআর ফাইল করলে মিলবে না সুবিধা ৷
  • ইঞ্জিনিয়র, চিকিৎসক, আইনজীবী, চার্টাড অ্যাকাউন্টরা এবং অন্যান্য পেশার সংস্থার সাথে যুক্ত ব্যক্তিরাও এই প্রকল্পের অংশ হতে পারবেন না।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan : স্বামী-স্ত্রী দু’জনেই পাবেন পিএম কিষান সম্মান নিধির টাকা ? জেনে নিন সত্যিটা....
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement