New Business Strategy: মাল্টিক্রপ সিস্টেমে চাষ করুন, একই জমিতে ফলবে নানান ফসল! উপচে পড়বে পকেট
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
এই পথে চলে আপনিও একই চাষের জমিতে বিজ্ঞানসম্মত উপায়ে একাধিক ফসল চাষ করে মালামাল হতে পারবেন
পশ্চিম মেদিনীপুর: বর্তমানে ধান চাষ করে ঠিকঠাক লাভ হচ্ছে না। তাই বাধ্য হয়ে অন্যান্য পেশায় ঝুঁকছেন বহু চাষি। এমনই একটা জটিল সময়ে একই জমিতে একাধিক চাষ করে বাড়তি মুনাফা অর্জনের দিশা দেখালেন এক যুবক। শুধুমাত্র এক ধরনের চাষ নয়, বিজ্ঞানসম্মত উপায়ে একাধিক চাষ করে বাড়তি লাভের এক দেখাচ্ছেন পিংলার কৃষক শান্তনু সামন্ত।
ওই কৃষকের দেখানো পথে চলে আপনিও একই চাষের জমিতে বিজ্ঞানসম্মত উপায়ে একাধিক ফসল চাষ করে মালামাল হতে পারবেন। যেমন জমিতে কোনও সবজি চাষ করুন এবং সবজির মাঝে মাঝে ড্রাগন বা সূর্যমুখী ফুল ফলান। পাশাপাশি মাঠের আল বরাবর করতে পারেন ভুট্টার চাষ। এভাবেই একটা জমিকে একাধিক ফসল চাষের জন্য একই মরশুমে ব্যবহার করে পর্যাপ্ত আয়ের পথ করে নিয়েছেন ওই কৃষক। একই খরচ ও একই সার, ওষুধ প্রয়োগে তিনটি ক্ষেত্র থেকে মুনাফা হবে। স্বল্প বিনিয়োগে বিভিন্ন ঋতুকালীন সবজি কিংবা ফুলের চাষ করে বাড়তি লাভের দিশা পেতে পারেন চাষিরা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
পশ্চিম মেদিনীপুরের পিংলার জামনা এলাকায় বাড়ি শান্তনু সামন্তের। একই জমিতে মিশ্র চাষ করে লাভের মুখ দেখছেন তিনি। তিনি বেশ কয়েক ডেসিমেল জায়গাতে একইসঙ্গে লাগিয়েছেন বাঁধাকপি, ভুট্টা ও সূর্যমুখী। তিনি জানিয়েছেন সম্পূর্ণ বিজ্ঞানকে কাজে লাগিয়ে এইভাবে চাষ করেই রীতিমত ভাল আয় করতে পারছেন।
advertisement
রঞ্জন চন্দ
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 11, 2024 5:22 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Strategy: মাল্টিক্রপ সিস্টেমে চাষ করুন, একই জমিতে ফলবে নানান ফসল! উপচে পড়বে পকেট