New Business Idea: 'শূন্য' বিনিয়োগ...! ব্যবসার 'নতুন' পথ দেখাচ্ছেন বাংলার মহিলা, মাসে মাসে ঘরে আসবে টাকা, হাসি ফুটবে পরিবারের মুখে
- Reported by:Susmita Goswami
- hyperlocal
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
New Business Idea: বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর এই তেরো পার্বণের মধ্যে অন্যতম প্রয়োজনীয় উপাদান হল কুশাসন। পুজো কিংবা বছরের অন্যান্য দিন সারা বছরই কুশাসনের প্রয়োজনীয়তা কম বেশি থেকেই যায়। তাই চাহিদাও ব্যাপক।
দক্ষিণ দিনাজপুর : বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর এই তেরো পার্বণের মধ্যে অন্যতম প্রয়োজনীয় উপাদান হল কুশাসন। পুজো কিংবা বছরের অন্যান্য দিন সারা বছরই কুশাসনের প্রয়োজনীয়তা কম বেশি থেকেই যায়। তাই চাহিদাও ব্যাপক।
দক্ষিণ দিনাজপুর জেলার শহর তীরবর্তী চকরাম গ্রামের বাসিন্দা ডলি বর্মন দীর্ঘদিন ধরেই কুশাসন তৈরি করে আয়ের দিশা দেখাচ্ছেন। দিন দিন এই কুশাসনের চাহিদা বেড়েই চলেছে। আর সেই চাহিদার জোগান দিতেই প্রায় কুড়ি বছর ধরে ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের চকরাম গ্রামের বাসিন্দা ডলি বর্মন তাঁর নিপুণ হাতে কুশ ঘাস দিয়ে কুশাসন বানিয়ে স্বনির্ভরতার দিশা দেখাচ্ছেন।
advertisement
advertisement
শুধুমাত্র তাই নয়, ডলি দেবীর পারদর্শিতা দেখে আশে পাশের সকল মহিলারাই অনুপ্রাণিত হচ্ছেন।ডলি দেবীর কথায়, “কাজের শুরুতে তেমন চাহিদা না থাকলেও বর্তমানে প্রতিটি পুজোতেই কম বেশি কুশাসনের চাহিদা থাকায় বাজারজাত করতে রীতিমত হিমশিম খেতে হয়। তবে, এই কাজের পিছনে রয়েছে হাড় ভাঙা পরিশ্রম। ফুল হওয়ার আগেই মাঠে গিয়ে কুশ ঘাস কেটে এনে তা বাড়িতে ভাল ভাবে শুকিয়ে সাইজ অনুযায়ী কেটে বাঁশ দিয়ে তৈরি বিশেষ যন্ত্রের মাধ্যমে বাঁধতে হয় আসনের মাপে। এইভাবেই তৈরি হয় কুশাসনগুলি।”
advertisement
বাঙালির পার্বনের সময় চাহিদা ভাল থাকায় দামও ভাল পেয়ে থাকেন তাঁরা। শ’ প্রতি দাম হয় ২০০ থেকে ৪০০ টাকা অবধি। একসঙ্গে বেশ কয়েকটা তৈরি হবার পরেই তা বাজারজাত করা হয়। তাই পুজোর সময় প্রায় নাওয়া খাওয়া ভুলে দিনরাত পরিশ্রম করে কুশাসন তৈরিতে ব্যস্ত থাকেন ডলি বর্মন। কাঠফাঁটা রোদে ঘাস কেটে কুশাসন বানানোর কাজ করে স্বামীর পাশে দাঁড়ানোর পাশাপাশি সন্তানদের মুখে হাসি ফোটাতে ভোর থেকেই যুদ্ধ শুরু করেন ডলি।
advertisement
স্বামী যেটুকু অর্থ উপার্জন করেন তাতে সংসার অতিবাহিত করাই দুষ্কর, তার উপর বাচ্চাদের পড়াশুনা-সহ আনুষঙ্গিক খরচ কুলিয়ে ওঠা মুশকিল হয়ে পড়ে দিনের পর দিন। তাই সংসার সামলে প্রতিদিন সকাল থেকেই এই কাজে নিজেকে নিয়োগ করে পরিবারের অনেক চাহিদা মেটাতে পেড়ে খুশি ডলি বর্মন।
সুস্মিতা গোস্বামী
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 17, 2024 6:15 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Idea: 'শূন্য' বিনিয়োগ...! ব্যবসার 'নতুন' পথ দেখাচ্ছেন বাংলার মহিলা, মাসে মাসে ঘরে আসবে টাকা, হাসি ফুটবে পরিবারের মুখে







