New Business Idea: সুন্দরবনে উন্নত প্রজাতির গোলমরিচ চাষে নতুন দিশা, রোজগার আগের থেকেও অনেক বেশিই
- Reported by:JULFIKAR MOLLA
- news18 bangla
- Published by:Arjun Neogi
Last Updated:
বাণিজ্যিকভাবে চাষে এই গাছই হতে পারে বিকল্প আয়ের উৎস। বিশেষ করে, বাড়িতে বাগান কিংবা উঠান থাকলে সেখানে ছায়াযুক্ত গাছ কিংবা আম, জাম, নারকেল, সুপারি বা তালগাছ গাছেও লতিয়ে ওঠে সহজেও।
উত্তর ২৪ পরগনা: সুন্দরবনে উন্নত প্রজাতির গোলমরিচ চাষে নতুন দিশা।লতা জাতীয় মশলা গাছ। এই গাছ নিজে পরজীবী হলেও আপনাকে স্বনির্ভর করতে পারে খুব সহজেই। এবার সুন্দরবনের মাটিতেও ফলছে মূল্যবান গোলমরিচ। পরীক্ষামূলকভাবে উন্নত প্রজাতির থাই ভ্যারাইটির গোলমরিচ চাষ করেছেন। এই গোল মরিচ যা সাধারণত দেশি ও গোলমরিচের তুলনায় স্বাদ ও গন্ধে অনেকটাই এগিয়ে।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
বেশ কয়েকটি গাছ রোপন করেছেন উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার হাসনাবাদ রামেশ্বরপুরের জয়দেব পাল বাড়িতেই এই গাছ থেকে ভাল ফলন পেয়েছেন। তবে আগামী দিনে বাণিজ্যিকভাবে চাষে এই গাছই হতে পারে বিকল্প আয়ের উৎস। বিশেষ করে, বাড়িতে বাগান কিংবা উঠান থাকলে সেখানে ছায়াযুক্ত গাছ কিংবা আম, জাম, নারকেল, সুপারি বা তালগাছ গাছেও লতিয়ে ওঠে সহজেও।
advertisement
advertisement
আরও পড়ুন: Reserve Bank of India: ১০০, ২০০ টাকার নোট নিয়ে RBI বিরাট নির্দেশিকা! রাতের ঘুম উড়েছে ব্যাঙ্ক আধিকারিকদের
আবার কেউবা মাচা তৈরি করেও বাণিজ্যিকভাবে গোলমরিচের চাষ করতে পারেন। একবার চারা লাগানোর পর সামান্য যত্ন নিলেই বছরে ভাল ফলন পাওয়া সম্ভব। আর থাই ভ্যারাইটির এই গোলমরিচে স্বাদ ও গন্ধের পাশাপাশি ফলন ভাল হাওয়াই এর বাণিজ্যিক চাহিদাও ভাল বলে জানান তিনি। আম বাগান কিংবা বিভিন্ন বড় গাছে যদি গোলমরিচ চাষ করা হয়, তা হলে বাড়তি অর্থ উপার্জন করা সম্ভব। আর এভাবেই সঠিক পরিকল্পনা এবং সামান্য পরিশ্রমেই বাড়তি আয়ের এই সহজ উপায়কে কাজে লাগানো সম্ভব!
advertisement
জুলফিকার মোল্যা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 30, 2025 8:14 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Idea: সুন্দরবনে উন্নত প্রজাতির গোলমরিচ চাষে নতুন দিশা, রোজগার আগের থেকেও অনেক বেশিই









