শীতে রাখে উষ্ণ, গ্রীষ্মে ঠান্ডা রাখে মাথা! পরিবেশবান্ধব এই টুপি বানিয়ে দারুণ জনপ্রিয়তা মহিলার! কত আয় জানেন?

Last Updated:

মধ্যপ্রদেশের ছত্রপুরে শুভা ভার্ভে ঘাস ও বাঁশ দিয়ে পরিবেশবান্ধব টুপি তৈরি করেন, যা শীত ও গ্রীষ্মে আরাম দেয়. তাঁর কাজ স্থানীয় ঐতিহ্য ও জীবিকার পরিচয়।

News18
News18
ঘাস ও বাঁশের মিশ্রণে তৈরি এক বিশেষ ধরনের টুপি এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে মধ্যপ্রদেশের ছত্রপুর এলাকায়। এই টুপির বিশেষত্ব হল—শীতকালে উষ্ণ অনুভূতি দেয়, আবার গ্রীষ্মকালে মাথা ঠান্ডা রাখে। পুরোপুরি পরিবেশবান্ধব এই টুপিগুলি তৈরি করছেন দিন্ডোরির বাসিন্দা শুভা ভার্ভে।
শিশুকাল থেকেই ঘাস ও বাঁশ দিয়ে নানা ধরনের জিনিস তৈরি করছেন শুভা। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই কাজই তাঁর পরিবারের ঐতিহ্য। ফুলের স্ট্যান্ড, ফুলের মালা, পেন স্ট্যান্ড, ঝুড়ি—বহু ধরনের সামগ্রী তৈরি করলেও ঘাস দিয়ে বানানো টুপিই তাঁকে আলাদা পরিচিতি এনে দিয়েছে। এই টুপির চাহিদা সবচেয়ে বেশি।
শুভার কথায়, এই টুপিগুলি পুরোপুরি আবহাওয়াবান্ধব। শীতে পরলে গরম লাগে, আর গ্রীষ্মে প্রচণ্ড তাপেও মাথা ঠান্ডা থাকে। মাথায় কোনও রকম চুলকানি বা অস্বস্তিও হয় না। একটি টুপি বানাতে তাঁর প্রায় একদিন সময় লাগে। টুপির দাম শুরু হয় ৩০০ টাকা থেকে, আকার ও কাজের জটিলতার উপর দাম বাড়ে।
advertisement
advertisement
টুপি ছাড়াও তিনি বাঁশ দিয়ে ফুলের স্ট্যান্ড তৈরি করেন, যার দাম প্রায় ১০০ টাকা। ঘাসের কাঠ দিয়ে বানানো পেন স্ট্যান্ডও বিক্রি হয় একই দামে। শুভা জানান, কোন জিনিস বানাতে কতটা কাঁচামাল লাগছে এবং কতটা সময় যাচ্ছে, সেই হিসাব করেই তিনি প্রতিটি পণ্যের দাম ঠিক করেন। যত বেশি জিনিস বানানো যায়, আয়ও তত বেশি হয়।
advertisement
শুভার হিসেব অনুযায়ী, যদি কোনও পণ্যে ১০০ টাকার কাঁচামাল লাগে, তাহলে তা বিক্রি করে তিনি প্রায় ৫০ টাকা লাভ করেন। অর্থাৎ ১০০ টাকার খরচে তৈরি পণ্য ১৫০ টাকায় বিক্রি হয়। তাঁর কথায়, এই কাজ এখনও চলছে কারণ মানুষ এই সামগ্রীগুলি কিনছেন। চাহিদা না থাকলে অনেক আগেই কাজ বন্ধ হয়ে যেত।
advertisement
তিনি আরও জানান, মধ্যপ্রদেশ সরকার তাঁকে বিভিন্ন বড় শহরে প্রদর্শনীতে অংশ নেওয়ার সুযোগ দেয় এবং নানা ভাবে সহায়তা করে। সম্প্রতি খাজুরাহোয় অনুষ্ঠিত আদিবর্ত স্থাপনা অনুষ্ঠানের তৃতীয় বর্ষপূর্তিতে নিজের তৈরি সামগ্রীর প্রদর্শনীও করেন শুভা। পরিবেশবান্ধব এই শিল্পকর্ম এখন শুধু জীবিকার মাধ্যম নয়, বরং স্থানীয় ঐতিহ্যেরও পরিচয় হয়ে উঠেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
শীতে রাখে উষ্ণ, গ্রীষ্মে ঠান্ডা রাখে মাথা! পরিবেশবান্ধব এই টুপি বানিয়ে দারুণ জনপ্রিয়তা মহিলার! কত আয় জানেন?
Next Article
advertisement
Narendra Modi: রাজ্যে ক্ষমতায় এলেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বড় পদক্ষেপ, হুঙ্কার মোদির! আশ্বাস মতুয়াদের
রাজ্যে ক্ষমতায় এলেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বড় পদক্ষেপ, হুঙ্কার মোদির!আশ্বাস মতুয়াদের
  • বাংলায় ক্ষমতায় এলেই অনুুপ্রবেশকারীদের বিরুদ্ধে বড় পদক্ষেপ৷

  • মালদহের সভা থেকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

  • অনুপ্রবেশকারী- তৃণমূল আঁতাঁতের অভিযোগ প্রধানমন্ত্রীর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement