GK | ভারতীয় নোটে ছাপা রয়েছে এই ৬টি 'মনুমেন্টের' ছবি! জানেন কোনগুলো? ক'টি ঐতিহাসিক স্থাপত্য আপনি দেখেছেন?
- Published by:Tias Banerjee
Last Updated:
Monuments Picture on Indian Currency: ভারতীয় মুদ্রা শুধু লেনদেনের মাধ্যম নয়, দেশের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যেরও প্রতিচ্ছবি। প্রতিদিন হাত ঘুরে চলা নোটগুলোর উল্টো পিঠে নজর রাখলে চোখে পড়ে ভারতের বিভিন্ন প্রান্তের ছয়টি ঐতিহাসিক স্থাপত্যের ছবি। মহাত্মা গান্ধী নিউ সিরিজের এই নোটগুলিতে ছাপা স্মৃতিস্তম্ভগুলি ভারতের শিল্প, স্থাপত্য ও সভ্যতার গৌরবময় ইতিহাসকে তুলে ধরে। কোন কোন মনুমেন্ট রয়েছে এই নোটগুলিতে, আর তার মধ্যে কতগুলো আপনার দেখা—সেই কৌতূহল থেকেই এই তালিকা।
ভারতীয় মুদ্রা শুধু লেনদেনের মাধ্যম নয়, দেশের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যেরও প্রতিচ্ছবি। প্রতিটি নোটের উল্টো পিঠে ছাপা রয়েছে ভারতের বিভিন্ন প্রান্তের ঐতিহাসিক স্থাপত্য ও স্মৃতিচিহ্ন। ২০১৬ সালে ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের পর ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্ক মহাত্মা গান্ধী নিউ সিরিজ চালু করে, যার মাধ্যমে দেশের ঐতিহ্যকে তুলে ধরা হয় নতুন নোটগুলিতে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement









