Mutual Fund: হারিয়ে যাওয়া বিনিয়োগের তথ্য কীভাবে ট্র্যাক করবেন? জেনে নিন পদ্ধতি!

Last Updated:

Mutual Fund Investment: কীভাবে পুরনো মিউচুয়াল ফান্ড বিনিয়োগ ফিরে পাওয়া যায়

invested in mutual funds during paper and cheque era here is how you can track them- Photo- Representative
invested in mutual funds during paper and cheque era here is how you can track them- Photo- Representative
#নয়াদিল্লি: অনলাইন ব্যাঙ্কিং (Online Banking), অনলাইন লেনদেন এবং অনালাইন বিনিয়োগের সুবিধা আসার আগে সমস্ত কাজকর্মের ক্ষেত্রে কাগজ কলমের চল ছিল। মিউচুয়াল ফান্ড (Mutual Fund) সহ প্রায় সমস্ত রকমের বিনিয়োগই (Investment) চেক বা অন্যান্য নথির মাধ্যমে সম্পূর্ণ করা হত। এমন অনেকেই রয়েছেন যাঁরা কাগজ কলমের যুগে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছেন কিন্তু ইন্টারনেট আসার পর সেগুলির ট্র্যাক হারিয়ে ফেলেছেন। কীভাবে পুরনো মিউচুয়াল ফান্ড (Mutual Fund) বিনিয়োগ ফিরে পাওয়া যায়? নিচে বিস্তারিত আলোচনা করা হল।
এমএফ সেন্ট্রাল (MF Central)
পুরনো মিউচুয়াল ফান্ড ((Mutual Fund)) বিনিয়োগ (Investment) ট্র্যাক করার অন্যতম একটি মাধ্যম হল এমএফ সেন্ট্রাল। এমএফ সেন্ট্রাল হল একটি অনলাইম প্ল্যাটফর্ম যার সাহায্যে হারিয়ে যাওয়া মিউচুয়াল ফান্ড খুঁজে বের করা যায়। এর একটি শর্ত হল পুরনো মিউচুয়াল ফান্ডের সঙ্গে প্যান কার্ড (PAN Card) যুক্ত করা থাকতে হবে। এমএফ সেন্ট্রালে প্রথমে মোবাইল নম্বর এবং প্যান কার্ড নম্বর ব্যবহার করে রেজিস্টার করতে হবে। এরপর এই প্ল্যাটফর্মটি বিনিয়োগকারীর সমস্ত রকম লগ্নি পোর্টফোলিও সামনে নিয়ে আসবে। এই তালিকায় শুধুমাত্র সেই সমস্ত বিনিয়োগগুলি থাকবে যার সাথে মোবাইল নম্বর এবং প্যান কার্ড নম্বর লিঙ্ক করা রয়েছে।
advertisement
advertisement
কনসোলিডেট অ্যাকাউন্ট স্টেটম্যান্ট (Consolidated account statement)
যে সমস্ত মিউচুয়াল ফান্ডের সঙ্গে ই-মেইল আইডি যুক্ত করা আছে সেই সমস্ত বিনিয়োগ ট্র্যাক করা উপযুক্ত মাধ্যম হল কনসোলিডেট অ্যাকাউন্ট স্টেটম্যান্ট বা CAS। কে-ফিন (K-Fin) বা সিএএমএস (CAMS) পোর্টাল হল কনসোলিডেট অ্যাকাউন্ট স্টেটম্যান্টের রেজিস্ট্রার এবং ট্রান্সফার এজেন্ট (RTAs)। এই দুটি পোর্টাল ব্যবহার করে পুরনো মিউচুয়াল ফান্ড লগ্নি ট্র্যাক করা যাবে। এই ক্ষেত্রে প্যান কার্ড নম্বর বাধ্যতামূলক নয়। যদি একাধিক বিনিয়োগের জন্য ভিন্ন ভিন্ন ই-মেইল আইফডি ব্যবহার করা হয়ে থাকে তবে সেগুলি ব্যবহার করে সিএএস বের করতে হবে। এই প্ল্যাটফর্মগুলিতে একটি নির্দিষ্ট সময়সীমা ব্যবহার করে শুধুমাত্র ওই সময়ের মিউচুয়াল ফান্ড বিনিয়োগের বিবরণ পাওয়া যায়।
advertisement
যদি এই দুই পদ্ধতি কাজ না করে?
যদি পুরনো মিউচুয়াল ফান্ড (Mutual Fund) বিনিয়োগের (Investment) সঙ্গে মোবাইল নম্বর, ই-মেইল বা প্যান নম্বর যুক্ত করা না থাকে তবে সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ড ট্র্যাক করা সহজ নাও হতে পারে। বিনিয়োগকারীকে রেজিস্ট্রার এবং ট্রান্সফার এজেন্ট (RTAs) অফিসে গিয়ে নাম, প্যান নম্বর, মোবাইল নম্বর, ই-মেইল আইডি এবং ঠিকানা সহ আবেদন করতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Mutual Fund: হারিয়ে যাওয়া বিনিয়োগের তথ্য কীভাবে ট্র্যাক করবেন? জেনে নিন পদ্ধতি!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement