মিউচুয়াল ফান্ডে কোথায় কীভাবে বিনিয়োগ করলে অঢেল রিটার্ন হবে নিশ্চিত জানুন

Last Updated:

মূল্যবৃদ্ধি এবং সুদের বৃদ্ধির মধ্যেও ২০২২ সালের জুলাই মাসে ইক্যুইটি স্কিমে বিনিয়োগ বেড়ে চলেছে। (Mutual Fund)

মিউচুয়াল ফান্ডে
মিউচুয়াল ফান্ডে
বর্তমানে সকলেই চান এমন জায়গায় বিনিয়োগ করতে, যেখানে মোটা টাকা রিটার্ন পাওয়া সম্ভব। অর্থাৎ সকলেই চান একটি সুরক্ষিত জায়গায় বিনিয়োগ করে ভাল টাকা রিটার্ন পেতে। কিন্তু অনেকেই বুঝতে পারেন না কোথায় বিনিয়োগ করবেন। কারণ বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের ফান্ড রয়েছে। কিন্তু এর মধ্যে মিউচুয়াল ফান্ড সবসময়ই বিনিয়োগকারীদের জন্য ভাল অপশন।
অনেক বিনিয়োগকারী নিজেদের আর্থিক লক্ষ্য পূরণ করার জন্য মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন। বিগত বেশ কয়েকদিন ধরেই বাজারে চড়াই-উতরাই লেগে রয়েছে। কিন্তু এর মধ্যেও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরিমাণ বেড়ে চলেছে। মূল্যবৃদ্ধি এবং সুদের বৃদ্ধির মধ্যেও ২০২২ সালের জুলাই মাসে ইক্যুইটি স্কিমে বিনিয়োগ বেড়ে চলেছে।
আরও পড়ুন: ৩৭০০ কেজি বিস্ফোরক ঠেসে দেওয়া হবে ট্যুইন টাওয়ারে, বহুতল গুঁড়িয়ে যাবে ১৫ সেকেন্ডে!
মিউচুয়াল ফান্ডে সবসময় বেশি সময়ের জন্য বিনিয়োগ করা দরকার। বেশি সময়ের জন্য বিনিয়োগ করলে মিউচুয়াল ফান্ড থেকে ভাল রিটার্ন পাওয়া সম্ভব। কিন্তু অনেক সময় মিউচুয়াল ফান্ডে নেগেটিভ কম্পাউন্ড দেখা যায়। এক্ষেত্রে প্রয়োজনীয় কয়েকটি উপায় বেছে নিলে মিউচুয়াল ফান্ড থেকে ভাল রিটার্ন পাওয়া সম্ভব। এক নজরে দেখে নেওয়া যাক মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সম্পর্কিত বিশেষজ্ঞদের মতামত।
advertisement
advertisement
বিপিএন ফিনকর্প-এর ডিরেক্টর একে নিগম জানিয়েছেন যে, এখন ইক্যুইটি (Equity) বাজারে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। একটি দেশের বাজারে ইক্যুইটি অন্য দেশের বাজারে প্রভাব বিস্তার করছে। এর ফলে বিভিন্ন ধরনের গ্লোবাল শেয়ার মার্কেটে পতন দেখা দিয়েছে। কিন্তু এই বাজার সবসময় একই রকম থাকবে না। ইতিমধ্যেই ধীরে ধীরে তা আবার ঘুরে দাঁড়াচ্ছে। সুতরাং যে সকল বিনিয়োগকারীদের টাকা এই ধরনের ফান্ডে বিনিয়োগ করা রয়েছে তাঁদের ভয় পাওয়ার প্রয়োজন নেই। বাজারে যে সময় পতন দেখা যায়, সেই সময়ে এসআইপি টপ আপ করার প্রয়োজন। এর ফলে বাজারে যখন বৃদ্ধি দেখা দেবে তখন এর থেকে ভাল রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
এই ধরনের ভুল করা যাবে না -
একে নিগম জানিয়েছেন যে বিনিয়োগকারীরা প্রায়ই একটি বড় ভুল করে থাকেন। বেশিরভাগ বিনিয়োগকারী সেই সকল স্কিমে বিনিয়োগ করেন যে সকল স্কিম ভাল প্রফিট দিয়ে চলেছে। অন্য দিকে, যে সকল স্কিমে রিটার্ন নেগেটিভ থাকে সেই সকল স্কিমের টাকা না তুলে, তাঁনরা আশা করে যে কোনও এক সময় সেটি আবার বৃদ্ধি পাবে। কিন্তু বিশেষজ্ঞদের মতে এই ধরনের স্কিম থেকে বেরিয়ে আসা প্রয়োজন। অর্থাৎ যে সকল স্কিম একটানা খারাপ ফল করে চলেছে, সেই সকল স্কিমে বিনিয়োগ করা উচিত নয়।
advertisement
কোথায় বিনিয়োগ করা দরকার?
একে নিগম জানিয়েছেন যে বিনিয়োগকারীদের একটু ঝুঁকি নিয়ে নিজেদের ফান্ড বেছে নিতে হবে। কারণ বর্তমানে বিভিন্ন ধরনের ফান্ডের বাজার একই রয়েছে। আলাদা আলাদা অর্থব্যবস্থা একে অপরকে প্রভাবিত করে চলেছে। বেশিরভাগ অর্থব্যবস্থা মূল্যবৃদ্ধির সঙ্গে লড়াই করছে। এর মধ্যে বিনিয়োগকারীদের এসআইপি (SIP) অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্লানে বিনিয়োগ করা দরকার। প্রতি মাসে নির্দিষ্ট কিছু টাকা এই প্ল্যানে বিনিয়োগ করলে ভবিষ্যতে এখান থেকে ভাল টাকা রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মিউচুয়াল ফান্ডে কোথায় কীভাবে বিনিয়োগ করলে অঢেল রিটার্ন হবে নিশ্চিত জানুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement