PM Kisan: ২ কোটির বেশি কৃষকরা পাবেন না দশম কিস্তির ২০০০ টাকা
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
PM Kisan: কী কী ভুলের ক্ষেত্রে আটকে যেতে পারে কিস্তির টাকা?
#নয়াদিল্লি: আর মাত্র ২ দিন ৷ এরপরই কৃষকদের অ্যাকাউন্টে চলে আসতে চলেছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (PM Kisan Samman Nidhi Yojana) দশম কিস্তির টাকা ৷ কিন্তু প্রায় ২ কোটির বেশি কৃষকরা দশম কিস্তির ২০০০ টাকা পাবেন না ৷ এই যোজনায় প্রতি বছর কৃষকদের ৬০০০ টাকার আর্থিক সাহায্য করে থাকে কেন্দ্র সরকার ৷ যোজনার টাকা তিনটি কিস্তিতে কৃষকেদর অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয় ৷
১০ কোটি কৃষকরা পাবেন এই টাকা
এই যোজনায় ১০ কোটির বেশি সুবিধাভোগী কৃষকদের জন্য ২০ হাজার কোটি টাকার দশম কিস্তি জারি করা হবে ৷ পিএম কিষান পোর্টালে দেওয়া তথ্য অনুযায়ী, এই যোজনায় ১২.৩০ কোটির বেশি কিষান রেজিস্টার্ড রয়েছেন এবং ১ জানুয়ারি ১০ কোটি কৃষকদের অ্যাকাউন্টে ২০০০ টাকা করে ট্রান্সফার করা হবে ৷ তবে প্রায় ২ কোটির বেশি সুবিধাভোগীদের এই সুবিধা থেকে বঞ্চিত থাকতে হতে পারে ৷
advertisement
advertisement
গতবারও ১০ কোটি কৃষকরা পেয়েছিলেন টাকা
আগের কিস্তির সময়ও ১২.৩০ কোটির বেশি কৃষকদের মধ্যে কেবল ১০ কোটি ৪১ লক্ষ ৬৭ হাজার ৫৬৪ সুবিধাভোগীদের অ্যাকাউন্টে ২০০০ টাকা করে ক্রেডিট করা হয়েছিল ৷ ৭৪ লক্ষের বেশি কৃষকদের ক্ষেত্রে পেমেন্ট ফেল হয়ে গিয়েছিল ৷ এবং ৪০ লক্ষের বেশি কৃষকদের কিস্তির টাকা আটকে রয়েছে ৷
advertisement
কেওয়াইসি না করা থাকলেও আসবে টাকা
দশম কিস্তির টাকা বিনা কেওয়াইসি করা কৃষকদের অ্যাকাউন্টেও ক্রেডিট করা হবে ৷ কৃষি বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, e kyc এর জন্য কৃষকদের এখনই চিন্তা করতে হবে না ৷ ডিসেম্বর-মার্চের পরের কিস্তির ক্ষেত্রে বাধ্যতামূলক হবে e kyc ৷
আরও পড়ুন: Nykaa ও Zomato-র বদলে এই বছর অন্যান্য কোম্পানির IPO দিয়েছে বেশি ভালো রিটার্ন, দেখে নিন এক নজরে!
advertisement
কী কী ভুলের ক্ষেত্রে আটকে যেতে পারে কিস্তির টাকা?
- কৃষকদের নিজেদের নাম ইংরেজিতে লিখতে হবে ৷ হিন্দিতে নাম লিখলে সেটি বদলে ইংরেজিতে লিখতে হবে ৷
- আবেদনপত্রে নাম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম ও বানান এক হতে হবে ৷
- IFSC কোডে ভুল থাকলে হবে না ৷
- ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সঠিক না হসে টাকা ক্রেডিট হবে না ৷
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 30, 2021 1:00 PM IST