#নয়াদিল্লি: আর মাত্র ২ দিন ৷ এরপরই কৃষকদের অ্যাকাউন্টে চলে আসতে চলেছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (PM Kisan Samman Nidhi Yojana) দশম কিস্তির টাকা ৷ কিন্তু প্রায় ২ কোটির বেশি কৃষকরা দশম কিস্তির ২০০০ টাকা পাবেন না ৷ এই যোজনায় প্রতি বছর কৃষকদের ৬০০০ টাকার আর্থিক সাহায্য করে থাকে কেন্দ্র সরকার ৷ যোজনার টাকা তিনটি কিস্তিতে কৃষকেদর অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয় ৷
আরও পড়ুন: বছরে খরচ মাত্র ২৫ হাজার টাকা, প্রতি মাসে এই ব্যবসায় লাভ হবে ২ লাখ টাকা!
১০ কোটি কৃষকরা পাবেন এই টাকা
এই যোজনায় ১০ কোটির বেশি সুবিধাভোগী কৃষকদের জন্য ২০ হাজার কোটি টাকার দশম কিস্তি জারি করা হবে ৷ পিএম কিষান পোর্টালে দেওয়া তথ্য অনুযায়ী, এই যোজনায় ১২.৩০ কোটির বেশি কিষান রেজিস্টার্ড রয়েছেন এবং ১ জানুয়ারি ১০ কোটি কৃষকদের অ্যাকাউন্টে ২০০০ টাকা করে ট্রান্সফার করা হবে ৷ তবে প্রায় ২ কোটির বেশি সুবিধাভোগীদের এই সুবিধা থেকে বঞ্চিত থাকতে হতে পারে ৷
আরও পড়ুন: টাটার এই মাল্টিব্যাগার স্টক ১ বছরে দিয়েছে প্রায় ২০০০ শতাংশ রিটার্ন, দেখে নিন এক নজরে!
গতবারও ১০ কোটি কৃষকরা পেয়েছিলেন টাকা
আগের কিস্তির সময়ও ১২.৩০ কোটির বেশি কৃষকদের মধ্যে কেবল ১০ কোটি ৪১ লক্ষ ৬৭ হাজার ৫৬৪ সুবিধাভোগীদের অ্যাকাউন্টে ২০০০ টাকা করে ক্রেডিট করা হয়েছিল ৷ ৭৪ লক্ষের বেশি কৃষকদের ক্ষেত্রে পেমেন্ট ফেল হয়ে গিয়েছিল ৷ এবং ৪০ লক্ষের বেশি কৃষকদের কিস্তির টাকা আটকে রয়েছে ৷
কেওয়াইসি না করা থাকলেও আসবে টাকা
দশম কিস্তির টাকা বিনা কেওয়াইসি করা কৃষকদের অ্যাকাউন্টেও ক্রেডিট করা হবে ৷ কৃষি বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, e kyc এর জন্য কৃষকদের এখনই চিন্তা করতে হবে না ৷ ডিসেম্বর-মার্চের পরের কিস্তির ক্ষেত্রে বাধ্যতামূলক হবে e kyc ৷
আরও পড়ুন: Nykaa ও Zomato-র বদলে এই বছর অন্যান্য কোম্পানির IPO দিয়েছে বেশি ভালো রিটার্ন, দেখে নিন এক নজরে!
কী কী ভুলের ক্ষেত্রে আটকে যেতে পারে কিস্তির টাকা?
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।