Nykaa ও Zomato-র বদলে এই বছর অন্যান্য কোম্পানির IPO দিয়েছে বেশি ভালো রিটার্ন, দেখে নিন এক নজরে!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
এক নজরে দেখে নেওয়া যাক ২০২১ সালে কোন কোন কোম্পানির IPO দিয়েছে ভালো রিটার্ন।
#নয়াদিল্লি: এই বছর সকলেই কয়েকটি কোম্পানির IPO-র দিকে নজর রেখেছিল। কিন্তু পরে দেখা গিয়েছে সেই সকল কোম্পানির IPO-র বদলে অন্যান্য কোম্পানির IPO দিয়েছে ভালো রিটার্ন। এক নজরে দেখে নেওয়া যাক ২০২১ সালে কোন কোন কোম্পানির IPO দিয়েছে ভালো রিটার্ন।
এই কোম্পানির IPO দিয়েছে ভালো রিটার্ন
পারস ডিফেন্সের শেয়ার (Paras Defence Stock) রেশিও ২৮৫ শতাংশের অনেকটাই বড়। বর্তমানে পারস ডিফেন্সের শেয়ার ৭৩৪ টাকায় ট্রেড করছে। পারস ডিফেন্সের শেয়ারের দাম ছিল ১৬৫ টাকা থেকে ১৭৫ টাকা। অক্টোবরে এই পারস ডিফেন্সের স্টক রেকর্ড ১১৯৮ টাকায় পৌঁছে গিয়েছে। অন্য দিকে, নুরেকার শেয়ার (Nureca Stock) বর্তমানে ১,৩৮৭ টাকায় ট্রেড করছে। অক্টোবর মাসে নুরেকার শেয়ার ২১০০ টাকার স্তর পার করে গিয়েছে। নুরেকার রেশিও প্রাইজ ৩৯৬ টাকা ৪০০ টাকা প্রতি শেয়ার ছিল।
advertisement
advertisement
অন্যান্য কোম্পানির IPO
সবথেকে বেশি যে কোম্পানির IPO এর ওপরে সকলের নজর ছিল সেটি হল Nykaa ও Zomato। কিন্তু এই বছর এই কোম্পানি দু'টির বদলে অন্যান্য কোম্পানির IPO দিয়েছে বেশি ভালো রিটার্ন। এক নজরে দেখে নেওয়া যাক সেই সকল কোম্পানির রিটার্ন কত ছিল।
advertisement
- লক্ষ্মী অর্গানিক্স (Laxmi Organics Stock) কোম্পানির শেয়ার দিয়েছে প্রায় ২৩০ শতাংশ রিটার্ন।
- ইজি ট্রিপ (Easy Trip Stock) কোম্পানির শেয়ার দিয়েছে প্রায় ১৭৫ শতাংশ রিটার্ন।
- ক্লিন সায়েন্স (Clean Science Stock) কোম্পানির শেয়ার দিয়েছে প্রায় ১৬৭ শতাংশ রিটার্ন।
- ম্যাক্রোটেক ডেভেলপার্স (MacroTech Developers Stock) কোম্পানির শেয়ার দিয়েছে প্রায় ১৫৩ শতাংশ রিটার্ন।
advertisement
- ল্যাটেন্ট ভিউ অ্যানালিটিক্স (Latent View Analytics Stock) কোম্পানির শেয়ার দিয়েছে প্রায় ১৫১ শতাংশ রিটার্ন।
- তত্ব চিন্তন (Tatva Chintan Stock) কোম্পানির শেয়ার দিয়েছে প্রায় ১৩১ শতাংশ রিটার্ন।
- নজর টেক (Nazara Tech Stock) কোম্পানির শেয়ার দিয়েছে প্রায় ১০৩ শতাংশ রিটার্ন।
advertisement
নতুন বছরের IPO
নতুন বছর ২০২২ সালে আসতে চলেছে বিভিন্ন বড় বড় কোম্পানির IPO। প্রাইস ডেটাবেসের তথ্য অনুযায়ী বর্তমানে প্রায় ৩৫টি কোম্পানি আগামী বছর অর্থাৎ ২০২২ সালে নিজেদের IPO-র জন্য সেবির (SEBI) অনুমতি নিয়ে নিয়েছে। সেখানে প্রায় ৫০,০০০ কোটি টাকা জোগাড় করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়াও অন্যান্য আরও প্রায় ৩৩টি কোম্পানি সেবির কাছ থেকে অনুমতি পাওয়ার অপেক্ষায় রয়েছে। এই সকল কোম্পানি IPO-র মাধ্যমে প্রায় ৬০,০০০ কোটি টাকা জোগাড় করতে চায়। এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল এলআইসি-র (LIC) IPO, যা ২০২২ সালে লঞ্চ করা হতে পারে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 30, 2021 12:12 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Nykaa ও Zomato-র বদলে এই বছর অন্যান্য কোম্পানির IPO দিয়েছে বেশি ভালো রিটার্ন, দেখে নিন এক নজরে!