সঞ্চয়ের বিশ্বস্ত মাধ্যম, পোস্ট অফিসের এই স্কিমে ৬০ মাসে ১০ লাখ টাকা হয়েছে ১৪ লাখ টাকা!

Last Updated:

পোস্ট অফিসের এই সেভিংস স্কিম ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট একা এবং জয়েন্ট দুইভাবেই খোলা যায়।

IRCTC-এর এই নতুন স্কিমের ফলে প্রত্যন্ত গ্রাম্য এলাকার মানুষ সবচেয়ে বেশি সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে। কারণ বহু গ্রাম্য এলাকা রয়েছে, যেগুলি স্টেশন থেকে বহু দূরে। একইসঙ্গে সেই এলাকায় এজেন্টদেরও তেমন সুবিধা নেই। তবে Post Office রয়েছে। সেই মানুষেরা এবার Post Office থেকেই এবার রেলের টিকিট বুকিং করতে পারবেন।
IRCTC-এর এই নতুন স্কিমের ফলে প্রত্যন্ত গ্রাম্য এলাকার মানুষ সবচেয়ে বেশি সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে। কারণ বহু গ্রাম্য এলাকা রয়েছে, যেগুলি স্টেশন থেকে বহু দূরে। একইসঙ্গে সেই এলাকায় এজেন্টদেরও তেমন সুবিধা নেই। তবে Post Office রয়েছে। সেই মানুষেরা এবার Post Office থেকেই এবার রেলের টিকিট বুকিং করতে পারবেন।
#নয়াদিল্লি: পোস্ট অফিসের একটি খুবই জনপ্রিয় সেভিংস স্কিম হল ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (National Saving Certificate)। পোস্ট অফিসের এই জনপ্রিয় সেভিংস স্কিম ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে পাওয়া যায় ভালো রিটার্ন। পোস্ট অফিসের এই সেভিংস স্কিমে সেকশন ৮০সি অনুযায়ী ট্যাক্স ছাড়ের সুবিধা পাওয়া যাবে। প্রায় সকল ফিনান্সিয়াল প্ল্যানারই পোস্ট অফিসের এই সেভিংস স্কিম ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে বিনিয়োগ করার পরামর্শ দিয়ে থাকে। বয়স্ক নাগরিকরা এই স্কিমের মাধ্যমে মাসিক আয়ের সুবিধা পেতে পারে। পোস্ট অফিসের এই সেভিংস স্কিম ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট একা এবং জয়েন্ট দুইভাবেই খোলা যায়।
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের সুদের হার
কেন্দ্রীয় সরকার প্রতি কোয়ার্টারে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের সুদের হার নির্ধারণ করে দেয়। অক্টোবর-নভেম্বর মাসের কোয়ার্টারে কেন্দ্রীয় সরকার ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের সুদের হার নির্ধারণ করেছে ৬.৮ শতাংশ। কেউ যদি এখন ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে ১০০০ টাকা বিনিয়োগ করে থাকে, তাহলে ৫ বছর পরে সে ১৩৮৯ টাকা রিটার্ন পাবে। পোস্ট অফিসের এই সেভিংস স্কিম ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে বিনিয়োগ করার কোনও লিমিট নেই। পোস্ট অফিসের এই সেভিংস স্কিম ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে, যে যত খুশি টাকা বিনিয়োগ করতে পারে। যদি কেউ এখন পোস্ট অফিসের এই সেভিংস স্কিম ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে ১০ লাখ টাকা বিনিয়োগ করে থাকে, তাহলে সে ৫ বছর পরে রিটার্ন পাবে প্রায় ১৩.৮৯ লাখ টাকা।
advertisement
advertisement
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের ট্যাক্স ছাড়
পোস্ট অফিসের এই সেভিংস স্কিম ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে প্রতি আর্থিক বর্ষে ১.৫ লাখ টাকা বিনিয়োগ করলে তার থেকে ইনকাম ট্যাক্স কাটা হয়। সেকশন ৮০সি অনুযায়ী পোস্ট অফিসের এই সেভিংস স্কিম ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে প্রতি আর্থিক বর্ষে ১.৫ লাখ টাকা বিনিয়োগ করলে, সেই টাকা ম্যাচিউরিটির সময় কাটা হয় ইনকাম ট্যাক্স।
advertisement
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের সময়সীমা
পোস্ট অফিসের এই সেভিংস স্কিম ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে নির্দিষ্ট সময়সীমার আগে টাকা তোলা যায়। কিন্তু এক্ষেত্রে নির্দিষ্ট তিনটি কারণের ভিত্তিতেই ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট প্ল্যানের নির্দিষ্ট সময়সীমার আগে টাকা তোলা যায়। যদি কোনও বিনিয়োগকারী মারা যায়, তাহলে এই সেভিংস স্কিম শেষ হওয়ার আগেই এর টাকা তোলা যায়। এছাড়াও কেউ যদি ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে বিনিয়োগের ১ বছরের মধ্যে টাকা তুলতে চায়, সেক্ষেত্রে তাকে তার জমানো টাকাই রিটার্ন করা হবে। সেই সময় কোনও সুদ দেওয়া হবে না।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সঞ্চয়ের বিশ্বস্ত মাধ্যম, পোস্ট অফিসের এই স্কিমে ৬০ মাসে ১০ লাখ টাকা হয়েছে ১৪ লাখ টাকা!
Next Article
advertisement
Second Hooghly Bridge: রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
  • ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

  • রবিবার ভোর ৪:০০ টা থেকে রাত ৯:৩০ টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল

  • ব্রিজ মেরামতি কাজের জন্য টানা প্রায় ১৬:৩০ ঘণ্টা বন্ধ থাকবে

VIEW MORE
advertisement
advertisement