কম বাজেটে গাড়ি কিনতে চান? তা-হলে আর একটু অপেক্ষা করে যান! শীঘ্রই বাজারে আসতে চলেছে ‘ছোট’ গাড়ি!

Last Updated:

মারুতি কোম্পানি তাদের জনপ্রিয় গাড়ি মারুতি স্যুইফ্টকেও আগামী দিনে একটি নতুন ধাঁচে বাজারে আনতে চলেছে।

#কলকাতা: ভারতে এসইউভি সেগমেন্টের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। আসলে ভারতে ছোট গাড়ির চাহিদার অন্যতম মূল কারণ হল এর দাম। এই গাড়ির মূল্য কম হওয়ায় মধ্যবিত্তরা সাধ্যের মধ্যেই নিজেদের গাড়ির শখ পূরণ করে নিতে পারেন। যাঁরা একেবারে নতুন বা প্রথম বার গাড়ি কিনছেন, মূলত সেই সব ক্রেতাদের ধরাই কোম্পানিগুলির অন্যতম লক্ষ্য থাকে। এর আওতায় সবচেয়ে বেশি রয়েছে টিয়ার-১ এবং টিয়ার-২ শহরের গ্রাহকরাই।
এই গ্রাহকদের কথা মাথায় রেখেই মারুতি, সিট্রান এবং এমজি-র মতো গাড়ি প্রস্তুতকারী ব্র্যান্ডগুলি ছোট হ্যাচব্যাক গাড়ি লঞ্চ করতে চলেছে। মারুতি কোম্পানি তাদের জনপ্রিয় গাড়ি মারুতি স্যুইফ্টকেও আগামী দিনে একটি নতুন ধাঁচে বাজারে আনতে চলেছে। হুন্ডাই-ও Nios Grand i10 মডেল লঞ্চ করতে চলেছে।
Maruti Suzuki Swift:
ডিসেম্বর মাসে নেক্সট জেনারেশন সুজুকি স্যুইফ্ট গাড়ির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে বলেও জানা গিয়েছে এবং ২০২৩ সালে জানুয়ারি মাস থেকে তা বাজারে আসবে বলে খবর। গ্রাহকরা এই গাড়ির জন্য অপেক্ষায় রয়েছেন। হ্যাচব্যাকের নতুন মডেলটি হার্টেক্ট প্ল্যাটফর্মের পরিবর্তিত সংস্করণের উপর ভিত্তি করে তৈরি করা হবে। এই গাড়িতে আরও ভাল এবং উন্নত কৌণিক ডিজাইন-সহ একাধিক ফিচার্স থাকবে।
advertisement
advertisement
২০২৩ সালের এই নতুন মারুতি সুজুকি স্যুইফ্ট গাড়িতে ওয়্যারলেস স্মার্টফোন কানেক্টিভিটি, সুজুকি কানেক্ট কানেক্টেড কার টেকের সঙ্গে নতুন স্মার্টপ্লে প্রো+ টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম থাকবে বলে আশা করা হচ্ছে। একাধিক রিপোর্ট অনুযায়ী, এই নতুন গাড়িতে ১.২ লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন থাকবে, যা মাইল্ড হাইব্রিড প্রযুক্তি-সহ এবং ওই প্রযুক্তি-ছাড়াও পাওয়া যাবে।
advertisement
Hyundai Nios Grand i10:
হুন্ডাই কোম্পানি ২০২৩ সালের যে কোনও সময় Hyundai Nios Grand i10 ফেসলিফ্ট রোল আউট করতে পারে। ইতিমধ্যেই ভারতে এই গাড়ির টেস্টিং শুরু হয়ে গিয়েছে। স্পাই ইমেজ থেকে জানা গিয়েছে যে, নতুন নিয়োস গ্র্যান্ড আই১০ গাড়ির ভিতরে এবং বাইরে ছোটখাটো পরিবর্তন দেখা থাকবে। একটি নতুন ইন্টেরিয়র থিমও থাকবে। সামনের দিকে সামান্য আপডেটেড গ্রিল এবং এলইডি ডিআরএল-সহ হেডল্যাম্প মডিফাই করা হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
কম বাজেটে গাড়ি কিনতে চান? তা-হলে আর একটু অপেক্ষা করে যান! শীঘ্রই বাজারে আসতে চলেছে ‘ছোট’ গাড়ি!
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement