New Business Idea: ঘরের মধ্যেই কেশর চাষ করে সফল ব্যারাকপুরের নিলয়! নতুন আয়ের দিশা দক্ষিণবঙ্গে
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Money Making Tips: জেলায় পরীক্ষামূলকভাবে কেশর চাষ করে সফল নিলয়, দেখাচ্ছেন লাভের দিশা
উত্তর ২৪ পরগনা: বাড়ির ভিতরেই যেন এক টুকরো কাশ্মীর।শুনে অবাক হলেও এটাই বাস্তবে করে দেখিয়েছেন জেলার এই ছেলে। বাড়ির ভিতর জাফরান অর্থাৎ কেশর চাষ করে এবং সফলভাবে তা বাস্তবায়ন করে নজির সৃষ্টি করেছে উত্তর ২৪ পরগনা নিউ ব্যারাকপুরের নিলয় বিশ্বাস। এই কেশর বা জাফরান মূলত ভূসর্গ কাশ্মীরেই চাষ হয়। সেখানকার আবহাওয়ায় কেশর উৎপন্ন করা সম্ভব।
পশ্চিমবঙ্গের আবহাওয়া যা কোনদিনই সম্ভব নয়, কিন্ত নিলয় সেই কাশ্মীরের আবহাওয়া তার ৬/৬ ঘরের মধ্যেই তৈরি করেছেন। নিলয় ডেয়ারি টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছেন, ফলে দ্বিতীয় বছরে তার এই চেষ্টা অনেকটাই সফল বলে দাবি করেছেন। দীর্ঘদিন ধরে জাফরান চাষ নিয়ে রিসার্চ, তারপর ১ লক্ষ্য ২০ হাজার টাকা খরচ করে বিশেষ ঘর তৈরি করেন।
advertisement
advertisement
সেই ঘরের টেম্পারেচার মাপার জন্য রয়েছে বেশ কিছু মেশিন, প্রয়োজনীয় আলো, যা সূর্যের আলোর অভাব মেটাতে পারে, ঘরে রয়েছে দুটি এসিও। এরোপনিক পদ্ধতিতে হাওয়ার মাধ্যমে জল দিয়ে এবছর ৭০০ বীজের উপর এই চাষ করেন তিনি। সেখান থেকেই ১০ থেকে ১২ গ্রামের মত কেশর মিলেছে বলে জানান নিলয়।
advertisement
প্রটো টাইপ প্রোজেক্ট হওয়ায় প্রায় দু লক্ষ টাকা মতো খরচ হলেও, বৃহৎ আকার এই চাষ করতে পাঁচ থেকে সাত লক্ষ টাকা মত খরচ হয়। আগামী দিনে এই চাষ জেলার বুকে সফলভাবে বৃহৎ আকারে করারও ইচ্ছা রয়েছে তার বলেই জানান। ফলে আগামী দিনে এই চাষ জেলার অন্যান্য উৎসাহী চাষীদেরও লাভের মুখ দেখাতে পারে বলেই মনে করা হচ্ছে।
advertisement
Rudra Narayan Roy
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 12, 2025 8:00 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Idea: ঘরের মধ্যেই কেশর চাষ করে সফল ব্যারাকপুরের নিলয়! নতুন আয়ের দিশা দক্ষিণবঙ্গে