Money Making Tips : মাশরুম চাষের মধ্যে দিয়ে নতুন আয়ের দিশা দেখাচ্ছে পড়ুয়া ও মায়েরা

Last Updated:

Money Making Tips: বাড়তি রোজগারের আশায় অনেকেই এখন বিকল্প চাষের দিকে ঝুকছেন।

+
মাশরুম

মাশরুম চাষ

পুরুলিয়া : কৃষি ক্ষেত্রে ধীরে , ধীরে অগ্রণীর ভূমিকা পালন করছে জঙ্গলমহল পুরুলিয়া। বিকল্প বিভিন্ন ধরনের চাষ হচ্ছে এই জেলায়। তার মধ্যে মাশরুম চাষ গুরুত্বপূর্ণ। অর্থকারী একটি ফসল মাশরুম। এবার মাশরুম চাষ করে নতুন আয়ের দিশা দেখাচ্ছে পড়ুয়া ও মায়েরা। মানবাজার গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয় পড়ুয়া ও তাদের মায়েরা কায়িক শ্রমিক কয়েক কুইন্টাল মাশরুম উৎপাদন করেছে।
পুরুলিয়া জেলা উদ্যান পালন দফতর এবং মানবাজার এক নম্বর ব্লক প্রশাসনের সহযোগিতায় প্রায় ৫০০ সিলিন্ডার মাশরুম উৎপাদন করে তাক লাগিয়ে দিয়েছেন তারা। দরিদ্র অভিভাবকদের বিকল্প রোজগারের রাস্তা দেখাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই মাশরুম যেমন স্কুলের মিড ডে মিলে ব্যবহৃত হবে , তেমনই যে সমস্ত মায়েরা কায়িক শ্রম দিয়ে এই মাশরুম উৎপাদন করছেন তারাও নিজেদের বাড়িতেই নিয়ে যেতে পারবেন। এরই পাশাপাশি আগামী দিনে পড়ুয়াদের মায়েরা এই কাজকে নিজেদের জীবন জীবিকা হিসেবে গ্রহণ করতে পারবেন।
advertisement
advertisement
এ বিষয়ে মানবাজার ১ নং ব্লক উদ্যানপালন দফতরের ফিল্ড কনসালটেন্ট অসীম মিশ্র বলেন, গ্রামের মহিলাদের বিকল্প রোজগারের রাস্তা করে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথমে তাদের ট্রেনিং দেওয়া হয়েছিল মাশরুম চাষের। তারপর তারা এই চাষ করেছেন। এতে আগামী দিনে তারা বিকল্প রোজগারের পথ খুঁজে পেয়েছেন। ‌ তারাও অনেকটাই উপকৃত হবেন। কিছুটা হল আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন তারা।
advertisement
রুক্ষ লালমাটির জেলা পুরুলিয়া। মূলত এই জেলাতে ধান চাষ বেশি হয়ে থাকে। জেলার বেশিরভাগ জমি এক ফসলী। তাই বিকল্প চাষ খুব কম হতে দেখা যায়। তবে বাড়তি রোজগারের আশায় অনেকেই এখন বিকল্প চাষের দিকে ঝুকছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মাশরুম চাষ। এই চাষের মধ্যে দিয়ে বিকল্প রোজগারের পথ খুঁজে পাচ্ছেন অনেকে। আর এই মাশরুম চাষের মধ্যে দিয়ে নতুন আয়ের দিশা দেখাচ্ছে পড়ুয়া ও মায়েরা।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips : মাশরুম চাষের মধ্যে দিয়ে নতুন আয়ের দিশা দেখাচ্ছে পড়ুয়া ও মায়েরা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement