Money Making Ideas: এই ফুল গাছ থেকে বছরে সহজেই আয় করতে পারবেন কয়েক লক্ষ টাকা
- Reported by:SUSMITA GOSWAMI
- hyperlocal
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Money Making Tips: এই গাছ বছরে মোটামুটি তিন বার ফুল দেয়। গাছের গোড়ায় যেন আগাছা না জন্মে সেদিকে খেয়াল রাখতে হবে।
দক্ষিণ দিনাজপুর : দেখতে গোলাপের মতহলেও নাম টা একদমই আলাদা ও ভিন্ন প্রজাতির। রোজি ভ্যারাইটির অ্যাডিনিয়াম চাষ কিন্তু যথেষ্টই লাভজনক এবং তা থেকে মোটা টাকা উপার্জন সম্ভব৷ কারণ অন্যান্য ফুল গাছের তুলনায় অ্যাডেনিয়ামের দামও বেশি হয়৷ অ্যাডেনিয়াম চাষের সঙ্গে যাঁরা যুক্ত, তাদের দাবি, এই ফুল গাছ চাষ করে বছরে কয়েক লক্ষ টাকা পর্যন্ত আয় করা সম্ভব। এই গাছের আর এক নাম ‘মরুর গোলাপ’। একই টবে দশ বিশ বছর রেখে দিলে তা স্বভাবগতভাবেই বনসাই গাছে রূপ নেয়।
অ্যাডিনিয়াম গাছের পরিচর্যা অন্যান্য গাছের তুলনায় খুবই সহজ। চাইলেই বাড়ির ছাদে অথবা বাড়ির উঠোনে এই ফুলের চাষ করা যেতে পারে। এটি মরুভূমি অঞ্চলের গাছ হওয়াতে তেমন যত্নের প্রয়োজন হয় না। এই গাছ তার কান্ডে জল এবং কার্বোহাইড্রেড জমা রাখতে পারে।
advertisement
advertisement
অ্যাডেনিয়াম ওবেসম প্রজাতির একটি গাছ৷ অ্যাডেনিয়ামকে ‘ডেজার্ট রোজ’ ও বলা হয়৷ এই গাছের ব্যবহার বিভিন্ন রোগের নিরাময়েও প্রয়োজন হয়৷ সেই কারণেই অ্যাডেনিয়ামের কদর এত বেশি৷ অ্যাডেনিয়াম এমন একটি গাছ যা প্রখর গরম এবং প্রবল ঠান্ডা, উভয়ই সহ্য করতে সক্ষম৷ মাত্র কয়েক হাজার টাকা বিনিয়োগ করে বাড়ির ছাদেই অ্যাডেনিয়াম চাষ শুরু করা সম্ভব৷ এতেই বড় মুনাফা মিলবে। মূলত বীজ কিনেই অ্যাডেনিয়ামের চারা তৈরি করা যায়৷ পরবর্তী সময়ে গ্রাফটিংয়ের মাধ্যমে অ্যাডেনিয়ামের চারা তৈরি করা যায়৷
advertisement
এই গাছের মাটি প্রস্তুতি এমনভাবে করতে হবে যাতে এর জল নিষ্কাশন ভাল হয়। অর্থাৎ জল দেওয়ার সঙ্গে সঙ্গেই যেন তা মাটিতে জমে না থেকে ভালমত নিষ্কাশন হয়। দোআঁশ অথবা বেলে দোআঁশ মাটিতে অ্যাডেনিয়াম ফুলের চাষ সবচাইতে ভাল হয়। এক্ষেত্রে মাটির সঙ্গে কম্পোস্ট আর নুড়ি বালি মিশিয়ে অ্যাডিনিয়াম গাছের জন্য পটিং তৈরি করে নিতে হবে। আর এই গাছের জন্য বেশি বড় টবের প্রয়োজন হয় না।
advertisement
৬ ইঞ্চি – ১২ ইঞ্চি টবে এই ফুল বেশ ভালই হয়। এই গাছ একটি নির্দিষ্ট টবে বছরের পর বছর কাটিয়ে দিতে পারে। আর সেই সঙ্গে এটি তার বৈশিষ্ঠ্যগত কারণেই ছোট আকারের হয়ে থাকে। এই গাছ বছরে মোটামুটি তিন বার ফুল দেয়। গাছের গোড়ায় যেন আগাছা না জন্মে সেদিকে খেয়াল রাখতে হবে। এবং নিয়মিত আগাছা পরিষ্কার করলে তবেই এই রোজি অ্যাডিনিয়াম চাষে সহজেই মালামাল হওয়া সম্ভব।
advertisement
সুস্মিতা গোস্বামী
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 30, 2025 11:01 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Ideas: এই ফুল গাছ থেকে বছরে সহজেই আয় করতে পারবেন কয়েক লক্ষ টাকা





