Agriculture News: আধুনিক প্রযুক্তিতে আলু বীজ উৎপাদন শুরু, জলপাইগুড়ির কৃষকদের স্বনির্ভরতার পথে নতুন দিগন্ত

Last Updated:

Agriculture News: নেট হাউসের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে এই বীজ তৈরি করা হচ্ছে, যা কৃষকদের জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছে।

+
আধুনিক

আধুনিক আলুর বীজ

জলপাইগুড়ি: কৃষকদের জন্য সুখবর! এবার নিজের জেলায়ই উৎপাদন হচ্ছে উন্নত আলু বীজ। জলপাইগুড়ির কৃষকদের আর ভিন রাজ্য থেকে আলু বীজ আনতে গিয়ে খরচের বোঝা বইতে হবে না। কৃষি দফতরের পরীক্ষামূলক প্রকল্পের মাধ্যমে জেলার প্রতিটি ব্লকে এখন উৎপাদিত হচ্ছে উন্নত, রোগমুক্ত আলু বীজ। নেট হাউসের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে এই বীজ তৈরি করা হচ্ছে, যা কৃষকদের জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছে।
এতদিন কৃষকদের বাইরে থেকে আলু বীজ কিনতে হতো, যা ছিল খরচসাপেক্ষ এবং রোগ-বালাইয়ের ঝুঁকিপূর্ণ। কিন্তু এখন, সরকারের সহায়তায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে নিজেদের জেলাতেই তৈরি হচ্ছে উন্নতমানের আলু বীজ। এতে একদিকে খরচ কমছে, অন্যদিকে ফলনও বাড়ছে। সবচেয়ে বড় বিষয়, এই বীজের মধ্যে কোনও রোগ নেই, ফলে কৃষকদের ক্ষতির আশঙ্কাও কম।
advertisement
advertisement
জলপাইগুড়ি সদর ব্লক ও মোহিতনগর কৃষি ফার্মে আধুনিক পলি হাউস পদ্ধতিতে আলু চারা তৈরি হচ্ছে। কোক পিটে জন্মানো এই চারাগুলো সম্পূর্ণ রোগমুক্ত, যা ভবিষ্যতে কৃষকদের লাভবান করবে।
সরকার পরীক্ষামূলকভাবে এই প্রকল্পের আওতায় কৃষকদের ৫০% ভর্তুকি দিচ্ছে। স্থানীয় কৃষকদের কথায়, “এতদিন বাইরে থেকে কেনার ঝামেলা ছিল, এখন নিজের জেলাতেই ভালো মানের বীজ পাবো। সাশ্রয়ী ও নিরাপদ হবে অনেকটা।”এই প্রকল্প সফল হলে ভবিষ্যতে জলপাইগুড়ি হতে পারে আলু চাষের অন্যতম কেন্দ্র, যা কৃষকদের স্বনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।
advertisement
সুরজিৎ দে
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Agriculture News: আধুনিক প্রযুক্তিতে আলু বীজ উৎপাদন শুরু, জলপাইগুড়ির কৃষকদের স্বনির্ভরতার পথে নতুন দিগন্ত
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement