Money Making Ideas: অবসরে দু তিন ঘণ্টা কাজেই ভাল রোজগার! স্বাবলম্বী হচ্ছেন মহিলারা

Last Updated:

Money Making Tips: মাত্র দু’তিন ঘণ্টা কাজ করেই বাড়িতে বসে রোজগার করছেন অসংখ্য মহিলা। কেউ অনলাইন কাজ করছেন, কেউ ছোট ব্যবসা শুরু করেছেন। জানুন কীভাবে তাঁরা স্বাবলম্বী হচ্ছেন ও ঘরে বসে আয় করছেন ভাল টাকা।

+
হাতের

হাতের তৈরি ফুল

জয়নগর : নিজেকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে শোলার ফুল তৈরি করে মাসে আট  থেকে দশ হাজার টাকা আয় করেন জয়নগর এলাকার বহু মহিলারা। তাদের নিজেদের সংসারের কাজ করে অবসর সময় শোলার ফুল তৈরি করেন। আর এই কৃত্রিম শোলার ফুল বিক্রি করে আর্থিকভাবে এখন বেশ স্বাবলম্বী হয়েছেন এলাকার মহিলা শিল্পীরা।
বিভিন্ন পুজো অনুষ্ঠান ঘিরে বিভিন্ন হাট বাজারে শোলার ফুলের বেশ কদর হয়ে ওঠে। শুধু তাই নয়, শোলার তৈরি বিভিন্ন মালা ও ফুল হাটবাজার শোভা পাই। দুর্গাপুজোর পাশাপাশি লক্ষ্মীপুজো, কালীপুজো, ঘটপুজো ও মাঘী পূর্ণিমায় শোলার ফুলের চাহিদা বেশি থাকে। এ ধরনের বিভিন্ন পুজোকে সামনে রেখে কারুশিল্পীরা বাহারি নকশায় শোলার ফুল তৈরি করে বাজারে খুচরা ও পাইকারি বিক্রির কাজে ব্যস্ত সময় পার করছেন।
advertisement
আরও পড়ুন: সোনা আসল না নকল ? এবার ঘরে বসেই কয়েক মিনিটে সোনার বিশুদ্ধতা পরীক্ষা করতে পারবেন !
advertisement
মূলত এরা বিভিন্ন এলাকা থেকে শোলা সংগ্রহ করে কয়েকদিন রোদে শুকিয়ে পুজোর উপকরণ হিসেবে মজুত করে রাখে। এ প্রসঙ্গে এক মহিলা কারিগর তিনি জানান তাদের নিজেদের সংসার সামলে কাজের ফাঁকে অবসর সময় শোলা সংগ্রহ ও ফুল তৈরি করে সিজনে হাজার হাজার টাকা আয় করেন। বাজারে সবকিছুর মূল্যবৃদ্ধির কারণে এ বছর শোলার ফুলের দাম তুলনামূলকভাবে অনেকটা বেশি হবে বলে মনে করেন তারা।
advertisement
৪০ থেকে ৩০০ টাকা বা তারও বেশি দামের ফুল রয়েছে তাদের কাছে। বহু প্রজন্ম ধরে তারা এই গ্রামের অনেকেই শোলার ফুল তৈরি করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন। এই এলাকায় ১০/১৫জন কারুশিল্পী রয়েছে। তারা পূর্ব পুরুষের ঐতিহ্যকে ধরে রেখেছেন। শোলার ফুল তৈরি করে সিজনে তাদের মধ্যে অনেকেই লাখ টাকারও বেশি আয় করছেন।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Ideas: অবসরে দু তিন ঘণ্টা কাজেই ভাল রোজগার! স্বাবলম্বী হচ্ছেন মহিলারা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement