Money Making Tips: উল দিয়ে ঝালর বুনে স্বাবলম্বী হচ্ছে পাহাড়ের মহিলারা! কি এই ঝালর জানেন?
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
Money Making Ideas: এই ঝালর বিক্রি করে রোজগার হচ্ছে ভাল এবং আগামী দিনের যুবক-যুবতীদের নতুন করে আয়ের দিশা দেখাচ্ছে।
দার্জিলিং: উত্তরবঙ্গ মানেই পাহাড় জঙ্গল নদী দিয়ে ঘেরা এক মন মুগ্ধ করা পরিবেশ তার সঙ্গে রয়েছে উত্তরবঙ্গ জুড়ে পুরনো দিনের ঐতিহ্যের ছোঁয়া। বর্তমানে উত্তরবঙ্গের পাহাড়ের বেশ কিছু জায়গায় নিজের চেষ্টায় কাজ করে স্বাবলম্বী হচ্ছে পাহাড়ের স্থানীয় মহিলারা। কেউবা তৈরি করছে পাহাড়ের স্থানীয় খাবার কেউ বা চাষবাস আবার কেউ নিজের হাতের তৈরি জিনিসের সারা ফেলছে সকলের মনে।।
বর্তমানে পশ্চিমবঙ্গ সিকিমের লাইফ লাইন বলা হয় ১০ নং জাতীয় সড়ককে। এবার শিলিগুড়ি থেকে সিকিম গাভি সেই ১০ নং জাতীয় সড়কের মধ্যেই ২০ মাইলের কাছে রাস্তার ধারে বসে নিজের হাতের কাজেই সকলের মনে সাড়া ফেলছে সেই এলাকার স্থানীয় এক মহিলা। বর্তমানে রাস্তার ধারে বসে নিজের হাতে উল দিয়ে বুনে ঝালর বানিয়ে চলেছে হনুমানঝোড়া ২০ মাইল এলাকার বাসিন্দা সংগীতা।
advertisement
আরও পড়ুন: সবজি নয়, চা চাষ করে লাভের মুখ দেখছেন এই কৃষক
advertisement
ঝালর সাধারণত বিভিন্ন ও বড় বড় ট্রাকে এবং ছোট গাড়িতে সৌন্দর্যায়নের জন্য লাগানো হয় এছাড়াও কেউ চাইলে নিজের বাড়ির মূল প্রবেশ দ্বারে এই ঝালর লাগিয়ে থাকে। সাধারণত পাহাড়ি বিভিন্ন বাড়িতে এই ঝালর দেখা যায়। উলের তৈরি বিভিন্ন রংবেরঙের কারুকার্যে ফুটিয়ে তোলা হয় এ ঝালর। এই প্রসঙ্গে সঙ্গীতা বিশ্বকর্মা বলেন বহু বছর থেকে এই কাজ করে আসছি, বর্তমানে কোন কাজ নেই সেই অর্থে এই ঝালর বুনতে বেশ ভালো লাগে,এবং বহুদিন থেকে বিভিন্ন দোকানে এই ঝালর বিক্রি করে আসছি এছাড়াও রাস্তার ধারে বিভিন্ন ট্রাক সাজানোর জন্য এই ঝালর বিক্রি হয় এতে আয়ও ভালো হচ্ছে।
advertisement
বর্তমানে শিলিগুড়ি সিকিমগামী ১০ নং জাতীয় সড়কের হনুমান ঝোড়া ইসমাইলের কাছে বহু মহিলা এই কাজকে নিজের পেশা হিসেবে বেছে নিয়েছে। বর্তমানে রাস্তায় বসে নিজের হাতে উল দিয়ে এই ঝালুর বুনছে সঙ্গীতা বিশ্বকর্মা। তার এই কাজ আগামী দিনে বহু মহিলাকে আয়ের পথ দেখাচ্ছে। বর্তমানে তিনি রাস্তার ধারে এই ঝালর বিক্রি করে রোজগার করছে এবং আগামী দিনের যুবক-যুবতীদের নতুন করে আয়ের দিশা দেখাচ্ছে।
advertisement
সুজয় ঘোষ
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 21, 2025 4:19 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: উল দিয়ে ঝালর বুনে স্বাবলম্বী হচ্ছে পাহাড়ের মহিলারা! কি এই ঝালর জানেন?