Money Making Tips: উল দিয়ে ঝালর বুনে স্বাবলম্বী হচ্ছে পাহাড়ের মহিলারা! কি এই ঝালর জানেন?

Last Updated:

Money Making Ideas: এই ঝালর বিক্রি করে রোজগার হচ্ছে ভাল এবং আগামী দিনের যুবক-যুবতীদের নতুন করে আয়ের দিশা দেখাচ্ছে।

+
পাহাড়ের

পাহাড়ের রাস্তায় বসে ঝালর বুনছে এক স্থানীয় মহিলা

দার্জিলিং: উত্তরবঙ্গ মানেই পাহাড় জঙ্গল নদী দিয়ে ঘেরা এক মন মুগ্ধ করা পরিবেশ তার সঙ্গে রয়েছে উত্তরবঙ্গ জুড়ে পুরনো দিনের ঐতিহ্যের ছোঁয়া। বর্তমানে উত্তরবঙ্গের পাহাড়ের বেশ কিছু জায়গায় নিজের চেষ্টায় কাজ করে স্বাবলম্বী হচ্ছে পাহাড়ের স্থানীয় মহিলারা। কেউবা তৈরি করছে পাহাড়ের স্থানীয় খাবার কেউ বা চাষবাস আবার কেউ নিজের হাতের তৈরি জিনিসের সারা ফেলছে সকলের মনে।।
বর্তমানে পশ্চিমবঙ্গ সিকিমের লাইফ লাইন বলা হয় ১০ নং জাতীয় সড়ককে। এবার শিলিগুড়ি থেকে সিকিম গাভি সেই ১০ নং জাতীয় সড়কের মধ্যেই ২০ মাইলের কাছে রাস্তার ধারে বসে নিজের হাতের কাজেই সকলের মনে সাড়া ফেলছে সেই এলাকার স্থানীয় এক মহিলা। বর্তমানে রাস্তার ধারে বসে নিজের হাতে উল দিয়ে বুনে ঝালর বানিয়ে চলেছে হনুমানঝোড়া ২০ মাইল এলাকার বাসিন্দা সংগীতা।
advertisement
advertisement
ঝালর সাধারণত বিভিন্ন ও বড় বড় ট্রাকে এবং ছোট গাড়িতে সৌন্দর্যায়নের জন্য লাগানো হয় এছাড়াও কেউ চাইলে নিজের বাড়ির মূল প্রবেশ দ্বারে এই ঝালর লাগিয়ে থাকে। সাধারণত পাহাড়ি বিভিন্ন বাড়িতে এই ঝালর দেখা যায়। উলের তৈরি বিভিন্ন রংবেরঙের কারুকার্যে ফুটিয়ে তোলা হয় এ ঝালর। এই প্রসঙ্গে সঙ্গীতা বিশ্বকর্মা বলেন বহু বছর থেকে এই কাজ করে আসছি, বর্তমানে কোন কাজ নেই সেই অর্থে এই ঝালর বুনতে বেশ ভালো লাগে,এবং বহুদিন থেকে বিভিন্ন দোকানে এই ঝালর বিক্রি করে আসছি এছাড়াও রাস্তার ধারে বিভিন্ন ট্রাক সাজানোর জন্য এই ঝালর বিক্রি হয় এতে আয়ও ভালো হচ্ছে।
advertisement
বর্তমানে শিলিগুড়ি সিকিমগামী ১০ নং জাতীয় সড়কের হনুমান ঝোড়া ইসমাইলের কাছে বহু মহিলা এই কাজকে নিজের পেশা হিসেবে বেছে নিয়েছে। বর্তমানে রাস্তায় বসে নিজের হাতে উল দিয়ে এই ঝালুর বুনছে সঙ্গীতা বিশ্বকর্মা। তার এই কাজ আগামী দিনে বহু মহিলাকে আয়ের পথ দেখাচ্ছে। বর্তমানে তিনি রাস্তার ধারে এই ঝালর বিক্রি করে রোজগার করছে এবং আগামী দিনের যুবক-যুবতীদের নতুন করে আয়ের দিশা দেখাচ্ছে।
advertisement
সুজয় ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: উল দিয়ে ঝালর বুনে স্বাবলম্বী হচ্ছে পাহাড়ের মহিলারা! কি এই ঝালর জানেন?
Next Article
advertisement
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
  • অমিত শাহ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছেন, অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে.

  • জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদ, পেশায় চিকিৎসক, বিস্ফোরক গাড়িটি চালাচ্ছিলেন.

  • দিল্লি, গুরগাঁও, নোয়ডা এবং গাজিয়াবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে কড়া তল্লাশি.

VIEW MORE
advertisement
advertisement