Money Making Ideas: সর্ষের ফলন হবে দ্বিগুনের বেশি! শুধু মাত্র এই পদ্ধতিতে প্রয়োগ করুন সার

Last Updated:

Money Making Ideas: কৃষকরা যেন ভাল ফলন পান তার জন্য কৃষি দফতরের পক্ষ থেকে সরিষা চাষের বেশ কিছু পরামর্শ দেওয়া হচ্ছে।

+
সরিষা

সরিষা চাষ

মালদহ: বীজ শোধনের বিকল্প নেই। পাশাপাশি সারে অনুপাত ঠিক ভাবে প্রয়োগ করতে হবে জমিতে। তারপর জমিতে বীজ প্রয়োগ করতে হবে। তাহলেই সরিষায় ভাল ফলন হবে। এমনকি উৎপাদিত সরিষায় তেলের পরিমাণ বেশি থাকবে। সরিষা চাষে মূল সার হিসাবে ইউরিয়া, ফসফেট, পটাশ ও সালফার ব্যবহার করতে হবে। এই সমস্ত সার সমান অনুপাতে মিশিয়ে জমিতে প্রয়োগ করতে হবে।
কৃষি দফতরের কর্তারা জানাচ্ছেন এই পদ্ধতিতে সরিষা চাষ করলে ভাল ফলন হবে। মালদহ জেলা কৃষি দফতরের আধিকারিক দিবানাথ মজুমদার বলেন, মালদহে এই সময় সরিষার চাষ শুরু হচ্ছে। সঠিক অনুপাতে সমস্ত সার প্রয়োগ করতে হবে।  এই সমস্ত পরামর্শ এখন কৃষকদের দেওয়া হচ্ছে।
advertisement
advertisement
মালদহ জেলায় ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সরিষা চাষের লক্ষ্যমাত্রা। গত বছর মালদহে প্রায় ৪২ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছিল।সরিষা বীজ বপনের সঠিক সময় অক্টোবর থেকে নভেম্বর। তবে মালদহে আমন ধান চাষ হওয়ায় নভেম্বর থেকে শুরু হয় সরিষা চাষ। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চলে বীজ বপন। এখন কৃষকেরা বীজ বপন করছেন। কৃষকরা যেন ভাল ফলন পান তার জন্য কৃষি দফতরের পক্ষ থেকে সরিষা চাষের বেশ কিছু পরামর্শ দেওয়া হচ্ছে।
advertisement
বর্তমানে কৃষি জমির উর্বরতা ক্রমশ কমে আসছে তাই সরিষা চাষের সময় জৈব সার প্রয়োগ করতে হবে। জৈব সার প্রয়োগের সঠিক কোন হিসেব নেই কৃষকেরা যত বেশি জৈব সার দিতে পারবেন ততই লাভবান হবেন। জৈব সার ও বীজ শোধন করে চাষ করলে ফলন ভাল হবেই বলে জানেন কৃষিকর্তারা।এছাড়াও নাইট্রোজেন, ফসফেট, পটাশিয়াম এই সমস্ত সার একেবারেই পর্যাপ্ত পরিমাণে দিতে হবে।
advertisement
অনেক সময় কৃষকেরা এই সার বেশি দিয়ে থাকেন এতে সরিষা চাষের পক্ষে ক্ষতি। গাছ হয়ে যাওয়ার পর নির্দিষ্ট সময় অন্তর অন্তর নিয়ম মেনে বোরন স্প্রে করতে হবে। ২০ থেকে ২৫ দিনের মাথায় একবার ও ৪০ থেকে ৪৫ দিনের মাথায় দ্বিতীয়বার বোরন স্প্রে করতে হবে। এই পদ্ধতি মেনে সরিষা চাষ করতে পারলে ১৫ থেকে ২০ শতাংশ ফলন বৃদ্ধি পাবে বলে জানান কৃষি কর্তারা।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Ideas: সর্ষের ফলন হবে দ্বিগুনের বেশি! শুধু মাত্র এই পদ্ধতিতে প্রয়োগ করুন সার
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement