Money Making Tips: সংসার সামলেও গড়ে তুলেছেন এক অন্য জগত! কামরাবাদের গৃহবধূরা দেখাচ্ছেন নতুন আয়ের পথ
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Money Making Ideas: সংসার চালানোর পাশাপাশি নিজেদের পায়ে দাঁড়িয়েছেন কামরাবাদের একদল গৃহবধূ। কেউ করছেন হস্তশিল্প, কেউ গড়ে তুলেছেন ছোট ব্যবসা। এই মহিলারা প্রমাণ করেছেন, ইচ্ছা থাকলে ঘর-সংসার সামলেও গড়ে তোলা যায় স্বপ্নের এক নতুন জগৎ।
সোনারপুর: গ্রামের এক কোণায়, ব্যস্ত জীবনের ফাঁকে অবসর সময়কে সঙ্গী করে গড়ে উঠেছে এক ছোট্ট শিল্পের রাজ্য। সোনারপুর ব্লকের কামরাবাদ গ্রামের একদল গৃহবধূ যারা এখন শুধুই সংসার সামলান না,তারা নিজেরাও গড়ে তুলেছেন নতুন এক পরিচয়।
এই পথচলার রূপকার। ২০০০ সালে যাদবপুরের এক প্রশিক্ষণ কেন্দ্র থেকে শিখেছিলেন পুতুল তৈরির কাজ। আর ফিরে এসে, নিজের গ্রামের পাড়ার অন্য গৃহবধূদের পাশে দাঁড়িয়ে তাদেরও শেখালেন কীভাবে অবসর সময়কে রূপ দেওয়া যায় কর্মযজ্ঞে। তাঁদের হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে ছোটদের প্রিয় কমিক চরিত্র ছোটা ভিম, ছুটকি, সোনালী, ও আরও অনেক।
advertisement
advertisement
এই সব পুতুল বানানো হয় বাড়ির ছোট্ট ঘরে বসেই, কিন্তু চাহিদা ছড়িয়ে পড়েছে রাজ্যের নানা প্রান্তে। কামরাবাদ থেকে তৈরি পুতুল পৌঁছাচ্ছে বড়বাজার হয়ে রাজ্যের নানা প্রান্তে। উৎপাদন আর উপার্জনের এই সরল সমীকরণে হাসি ফুটেছে শুক্লা মন্ডল, টগরি, রাখী, প্রতিমা সহ আরও অনেক মুখে। আজ তারা নিজের উপার্জনে আত্মবিশ্বাসী,নিজেদের মতো করে গড়ে তুলছেন নতুন ভবিষ্যৎ।
advertisement
সংসার সামলে সময় পেলেই হাতে নিচ্ছেন তুলো, সুতো, কাপড়। আর সেই হাতের ছোঁয়ায় প্রাণ পাচ্ছে পুতুল, যা একদিকে যেমন খুশি দিচ্ছে শিশুদের, অন্যদিকে এনে দিচ্ছে আয়ের এক নতুন দিশা। এ গল্প শুধুই পুতুল তৈরির নয়, এ গল্প আত্মনির্ভর হওয়ার, নিজেকে খুঁজে পাওয়ার। এ গল্প দেখিয়ে দেয় যেখানে ইচ্ছা, সেখানেই পথ। এই উদ্যোগ আরও অনেক গ্রামের অনুপ্রেরণা। যেখানে ঘরের মেয়েরা কেবল সংসার নয়, নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়া দিশাও দেখাচ্ছেন তারা।
advertisement
সুমন সাহা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 10, 2025 7:49 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: সংসার সামলেও গড়ে তুলেছেন এক অন্য জগত! কামরাবাদের গৃহবধূরা দেখাচ্ছেন নতুন আয়ের পথ
