PM Kisan: শীঘ্রই আসতে চলেছে যোজনার টাকা, কারা পাবেন না ২০তম কিস্তির টাকা ? জেনে নিন

Last Updated:
PM Kisan: PM-কিষাণ যোজনার ২০তম কিস্তির টাকা খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হবে। কিন্তু কিছু কৃষক এই কিস্তির টাকা পাবেন না। কেন তারা বাদ পড়বেন, কী কী ভুলের জন্য টাকা আটকে যেতে পারে—জেনে নিন বিস্তারিত।
1/7
চলতি মাসেই আসতে পারে পিএম কিষান যোজনার ২০তম কিস্তির টাকা ৷ এরই মধ্যে বুধবার কৃষি মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ এখানে জানানো হয়েছে আগামী কিস্তির টাকা পাওয়ার জন্য ৬টি গুরুত্বপূরণ শর্ত অবশ্যই পূরণ করতে হবে কৃষকদের ৷ না হলে আটকে যেতে পারে ২০০০ টাকা ৷
চলতি মাসেই আসতে পারে পিএম কিষান যোজনার ২০তম কিস্তির টাকা ৷ এরই মধ্যে বুধবার কৃষি মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ এখানে জানানো হয়েছে আগামী কিস্তির টাকা পাওয়ার জন্য ৬টি গুরুত্বপূরণ শর্ত অবশ্যই পূরণ করতে হবে কৃষকদের ৷ না হলে আটকে যেতে পারে ২০০০ টাকা ৷
advertisement
2/7
২০তম কিস্তির টাকা নিয়ে এখনও পর্যন্ত সরকারের তরফে কোনও ঘোষণা করা হয়নি ৷ তবে অনুমান করা হচ্ছে জুলাইয়ের শেষ সপ্তাহে যোজনার টাকা জারি করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
২০তম কিস্তির টাকা নিয়ে এখনও পর্যন্ত সরকারের তরফে কোনও ঘোষণা করা হয়নি ৷ তবে অনুমান করা হচ্ছে জুলাইয়ের শেষ সপ্তাহে যোজনার টাকা জারি করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
advertisement
3/7
২০তম কিস্তির টাকার জন্য কী কী করতে হবে জেনে নিন এক নজরে-
২০তম কিস্তির টাকার জন্য কী কী করতে হবে জেনে নিন এক নজরে-
advertisement
4/7
ই-কেওয়াইসি সম্পূর্ণ করুন – e-KYC ছাড়া কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে না।ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করুন – আপনার দেওয়া তথ্য না মিললে আবেদন বাতিল হতে পারে।
ই-কেওয়াইসি সম্পূর্ণ করুন – e-KYC ছাড়া কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে না।
ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করুন – আপনার দেওয়া তথ্য না মিললে আবেদন বাতিল হতে পারে।
advertisement
5/7
ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ যাচাই করুন – ভুল IFSC কোড বা অ্যাকাউন্ট নম্বর থাকলে টাকা পাঠানো সম্ভব নয়।জমির নথি সংক্রান্ত সমস্যা মেটান – জমির মালিকানা ডিজিটাল রেকর্ডে প্রমাণযোগ্য হতে হবে।
ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ যাচাই করুন – ভুল IFSC কোড বা অ্যাকাউন্ট নম্বর থাকলে টাকা পাঠানো সম্ভব নয়।
জমির নথি সংক্রান্ত সমস্যা মেটান – জমির মালিকানা ডিজিটাল রেকর্ডে প্রমাণযোগ্য হতে হবে।
advertisement
6/7
উপভোক্তার স্ট্যাটাস চেক করুন – pmkisan.gov.in-এ গিয়ে দেখুন আপনার নাম তালিকায় আছে কি না।মোবাইল নম্বর আপডেট করুন – OTP ও সরকারিভাবে পাঠানো নোটিফিকেশন পেতে এটি আবশ্যক।
উপভোক্তার স্ট্যাটাস চেক করুন – pmkisan.gov.in-এ গিয়ে দেখুন আপনার নাম তালিকায় আছে কি না।
মোবাইল নম্বর আপডেট করুন – OTP ও সরকারিভাবে পাঠানো নোটিফিকেশন পেতে এটি আবশ্যক।
advertisement
7/7
সাধারণত PM কিষাণ যোজনার কিস্তি ফেব্রুয়ারি, জুন এবং অক্টোবরে আসে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় । অনেকেই ভেবেছিলেন এই বছরও একই সময়সূচি অনুসরণ করা হবে। তবে এ’বার ২০তম কিস্তি এখনও পর্যন্ত সরকারিভাবে ঘোষণা করা হয়নি ৷

সাধারণত PM কিষাণ যোজনার কিস্তি ফেব্রুয়ারি, জুন এবং অক্টোবরে আসে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় । অনেকেই ভেবেছিলেন এই বছরও একই সময়সূচি অনুসরণ করা হবে। তবে এ’বার ২০তম কিস্তি এখনও পর্যন্ত সরকারিভাবে ঘোষণা করা হয়নি ৷
advertisement
advertisement
advertisement