Money Making Ideas: গোলাপ, জবা, জুই আর নয়! এবার আরও লাভজনক চাষের দিশা দেখাচ্ছে উদ্যান পালন বিভাগ!
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Money Making Ideas: গোলাপ বা জুই নয়, এবার উদ্যান পালন বিভাগ দিচ্ছে নতুন পরামর্শ—একটি বিশেষ চাষের মাধ্যমে কৃষকেরা পেতে পারেন বহুগুণ বেশি আয়। জেনে নিন কোন ফসল দিচ্ছে এমন সুযোগ ও কীভাবে শুরু করবেন এই চাষ।
হাওড়া: কৃষকদের আরও বেশি লাভের মুখ দেখাতে উদ্যান পালনের বিশেষ উদ্যোগ! গাঁদা জুঁই জবা গোলাপ চাষ হাওড়া জেলার বাগনানের বেশ কিছু অঞ্চল বিখ্যাত। অন্যান্য চাষ ছেড়ে এই চাষের প্রতি, গত কয়েক বছরে কৃষকদের সংখ্যা আরও বেড়েছে। হাওড়ার বাগনানে গাঁদা দোপাটি জবা গোলাপ অপরাজিতা এবং জারবেরা সহ বিভিন্ন ফুল চাষ হচ্ছে।
ফুল চাষে প্রাকৃতিক দুর্যোগে যেমন ক্ষতি করে, সেই সঙ্গে বিভিন্ন সময় পোকামাকড়ের উপদ্রব দেখা যায়। যার ফলে কৃষকরা ক্ষতির সম্মুখীন হন। সেই সব সমস্যার সমাধান এর পাশাপাশি আরও নতুন ফুল এবং সবজি চাষ শব্দের আরও লাভবান করতে পারে। সেইদিক গুরুত্ব দিয়ে কৃষকদের আরও লাভের চাষে আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ উদ্যানপালন বিভাগের, বাগনানে, বাগনান এগ্রো প্রডিউসার কোম্পানি লিমিটেড ব্যবস্থাপনায় একটি শিবিরের আয়োজন হয়।
advertisement
advertisement
চাষের সমস্যার সমাধান এবং আরও বিভিন্ন ফুল ও উন্নত প্রজাতির সবজি লাভজনক চাষে কৃষকদের আগ্রহ বাড়ানোর উদ্যোগ। ফুল ও উন্নত মানের হাইব্রিড সবজি চাষে সমস্যা এবং নতুন চাষের ক্ষেত্রে কৃষকদের বিভিন্ন সহযোগিতা প্রদানের উদ্দেশ্যে হাওড়া জেলার বাগনান ১ ও ২ ব্লকের পাশাপাশি জেলার কৃষি এলাকাগুলিতে কৃষকদের উন্নতি সাধনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে ‘ বাগনান এগ্রো প্রডিউসার লিমিটেড ‘। সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা কৃষকদের প্রদানে কাজ করে চলেছে এই সংস্থা। জবা গাঁদা গোলাপ জুঁই দোপাটি’র সঙ্গে এশিয়াটিক লিলি, গ্ল্যাডুয়ালিয়াস্ জারবেরা, ডেড্রোবিয়াম অর্কিড, জিপ্সোফিলা চাষ করা যেতে পারে হাওড়ার আবহাওয়ায়।
advertisement
রাকেশ মাইতি
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 15, 2025 10:06 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Ideas: গোলাপ, জবা, জুই আর নয়! এবার আরও লাভজনক চাষের দিশা দেখাচ্ছে উদ্যান পালন বিভাগ!