PM Kisan: কবে মিলবে PM KISAN যোজনার আগামী কিস্তির টাকা ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
PM Kisan: কৃষকদের অ্যাকাউন্টে কবে ক্রেডিট হবে পিএম কিষান যোজনার টাকা ? জেনে নিন
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা (PM Kisan) কেন্দ্র সরকারের অত্যন্ত জনপ্রিয় একটি প্রকল্প ৷ দেশের কোটি কোটি কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করার উদ্দেশ্যে এই যোজনা চালু করা হয়েছিল ৷ কেন্দ্রীয় সরকার পরিচালিত যোজনার মাধ্যমে কৃষকদের বছরে মোট ৬,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়, যা তিনটি কিস্তিতে (প্রতি কিস্তি ২,০০০ টাকা করে) সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়।
advertisement
advertisement
কারা পাবেন এই যোজনার সুবিধা ?১.ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা (Small & Marginal Farmers)যাঁদের জমির পরিমাণ ২ হেক্টর (প্রায় ৫ একর) বা তার কম, তাঁরা এই স্কিমের অধীনে যোগ্য।২. জমির মালিক- কৃষকরা (Landholding Farmers)যাঁদের নামে চাষযোগ্য জমির মালিকানা রেকর্ডে আছে, অর্থাৎ ল্যান্ড রেকর্ডে তাঁদের নাম নথিভুক্ত, তাঁরা এই স্কিমের আওতায় আসবেন।
advertisement
৩. একক বা যৌথ জমির মালিকরা- একাধিক পরিবারের সদস্য মিলে যদি জমি মালিকানায় থাকেন, তবে প্রত্যেক যোগ্য কৃষক এই সুবিধা পেতে পারেন, যদি তাঁদের নামে জমির ভাগ নিবন্ধিত থাকে।৪. আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টধারী -কৃষকরাযাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে, তাঁদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয় (DBT পদ্ধতিতে)।
advertisement
advertisement