Plywood Door Making: জলের দরে সস্তা, হচ্ছে বিরাট লাভ! কয়েক ঘণ্টার মধ্যে তৈরি হয়ে যাচ্ছে আধুনিক ডিজাইনের দরজা

Last Updated:

Plywood Door Making: দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকাতে তৈরি হচ্ছে একের পর এক প্লাইয়ের দরজা। যা মধ্যবিত্তদের হাতের নাগালের মধ্যে এবং বাণিজ্যিক ভাবে লাভবান হচ্ছে এই ধরনের ছোট ছোট ব্যবসায়ীরা।

+
তৈরি

তৈরি হচ্ছে প্লাই এর দরজা 

দক্ষিণ ২৪ পরগনা: কাঠের দরজা বাড়ির সৌন্দর্যের জন্য অনেকেই লাগায়। তবে কাঠের দাম যেভাবে হু হু করে বাড়ছে তাতে মধ্যবিত্ত পরিবারে মাথায় হাত পড়ে যাচ্ছে কাঠের দরজা বানাতে। আর এখন কাঠের দরজা থেকে আরও ভাল এবং আরও মজবুত এবং বাণিজ্যিক ভাবে লাভবান হচ্ছে এই প্লাই-এর দরজা।
আর এখন দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকাতে তৈরি হচ্ছে একের পর এক প্লাইয়ের দরজা। যা মধ্যবিত্তদের হাতের নাগালের মধ্যে এবং বাণিজ্যিক ভাবে লাভবান হচ্ছে এই ধরনের ছোট ছোট ব্যবসায়ীরা। কম দামে সুন্দর ডিজাইনের নকশা হাতে পেয়ে যাচ্ছে সাধারণ মানুষ।
advertisement
advertisement
যেখানে একটি কাঠের দরজা বানাতে ১৪০০০ থেকে ১৫০০০ টাকা দাম পড়ে যায়। বিশেষ করে শাল সেগুনের ধারে গাছে এখন মানুষ ঘেষতে পারবে না। তবে শাল সেগুন নয় প্লাইয়ের দরজাতে ডিজাইনে মিলে যাচ্ছে শাল সেগুনের নকশা। আর সেখানে একটি প্লাইয়ের দরজা কাঠের থেকেআরও বেশি সৌন্দর্য এবং দাম অর্ধেকেরও কম। যেখানে একটা দরজা তৈরি হতে ১০ থেকে ১৫ দিন সময় লেগে যায়। আর এখানে একটি প্লাইয়ের দরজা কয়েক ঘণ্টার মধ্যে তৈরি হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের নকশায়।
advertisement
শুধুমাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা আর তার মধ্যে আপনার চোখের সামনে যে কোনও ডিজাইনের দরজা তৈরি হয়ে যাচ্ছে সে আপনার নিজের ছবি ও হতে পারে তাছাড়াও আপনার পছন্দসই যে কোনও ডিজাইন কয়েক ঘণ্টার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন। আর চাহিদা বেশি থাকায় জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছে এই কারিগরেরা।
সুমন সাহা
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Plywood Door Making: জলের দরে সস্তা, হচ্ছে বিরাট লাভ! কয়েক ঘণ্টার মধ্যে তৈরি হয়ে যাচ্ছে আধুনিক ডিজাইনের দরজা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement