F Residences Merlin: মার্লিন গ্রুপ ও ফ্যাশন টিভির মিলিত উদ্যোগ, কলকাতায় তৈরি হতে চলেছে নতুন বিলাসবহুল আবাসন!
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
F Residences in Kolkata: গ্লোবাল ফ্যাশন ও লাইফস্টাইল সংস্থা ফ্যাশন টিভি (FTV)-এর সঙ্গে এই বিলাসবহুল আবাসন তৈরি হচ্ছে কলকাতার রাজারহাটে। জীবনযাত্রার অভিজ্ঞতাকে নতুন মাত্রায় নিয়ে যেতে তৈরি হচ্ছে এই আন্তর্জাতিক মানের আবাসন প্রকল্প।
কলকাতা: কলকাতায় প্রথমবারের মতো বিলাসবহুল আবাসন প্রকল্প তৈরি করতে চলেছে ভারতের শীর্ষস্থানীয় রিয়াল এস্টেট সংস্থা মার্লিন গ্রুপ (Merlin Group)। যা শুধু কলকাতায় নয়, সমগ্র পূর্ব ভারতের মধ্যে এই প্রথম। গ্লোবাল ফ্যাশন ও লাইফস্টাইল সংস্থা ফ্যাশন টিভি (FTV)-এর সঙ্গে এই বিলাসবহুল আবাসন তৈরি হচ্ছে কলকাতার রাজারহাটে। জীবনযাত্রার অভিজ্ঞতাকে নতুন মাত্রায় নিয়ে যেতে তৈরি হচ্ছে এই আন্তর্জাতিক মানের আবাসন প্রকল্প।
ফ্যাশন টিভি বিশ্বজুড়ে বিলাসবহুল জীবনযাপন ও ফ্যাশন সম্প্রচারের ক্ষেত্রে এক অগ্রণী সংস্থা হিসাবে পরিচিত। পোল্যান্ডের ‘Warsaw Master Plan’, বালির ‘Diamond Cabanas Residences & Resorts’ এবং দুবাইয়ের ‘Fashionz’-এর মতো প্রকল্পের অংশীদারিত্ব করার পর এবার পুর্ব ভারতের কলকাতায় মার্লিন গ্রুপের সঙ্গে তারা তাদের প্রথম বিলাসবহুল আবাসন তৈরি করছে। মার্লিন গ্রুপ ও ফ্যাশন টিভির এই যুগান্তকারী পার্টনারশিপ কলকাতার রিয়াল এস্টেট ক্ষেত্রে নতুন মাত্রা নিয়ে আসবে। মার্লিন গ্রুপের মোর টু লাইফ – (More to Life) প্রজেক্টের মধ্যে দিয়ে শহরের মানুষদের জন্য বিশ্বমানের আবাসন তৈরি করতে চলেছে।
advertisement
advertisement

এই নতুন আবাসন প্রসঙ্গে মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, সাকেত মোহতা বলেন, ‘‘কলকাতায় প্রথমবারের মতো এফ রেসিডেন্সেস (F Residences) আনতে পেরে আমরা গর্বিত। এই প্রকল্প ফ্যাশন ও বিলাসিতার এক অনন্য সংমিশ্রণ হতে চলেছে, যেখানে আন্তর্জাতিক মানের ডিজাইন ও অত্যাধুনিক সুযোগ-সুবিধা থাকছে। প্রতিটি অ্যাপার্টমেন্ট এফ টিভির – FTV-এর ফ্যাশন স্টাইল অনুযায়ী ডিজাইন করা হয়েছে, যা ক্রেতাদের কাছে এক নতুন অভিজ্ঞতা তুলে ধরবে।’’
advertisement
ফ্যাশন টিভি গ্লোবালের ম্যানেজিং ডিরেক্টর, কাশিফ খান বলেন, এফ রেসিডেন্সেস (F Residences) শুধুমাত্র একটি আবাসন প্রকল্প নয়, এটি একটি বিলাসবহুল জীবনযাত্রার প্রতীক। মার্লিন গ্রুপের সঙ্গে আমাদের এই সহযোগিতা কলকাতার আবাসন শিল্পে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।”
advertisement
রাজারহাট ও নিউটাউনের মধ্যে ৮ একর জমির উপর নির্মিত মার্লিন গ্রুপের এই নবনির্মিত এফ রেসিডেন্সেস- এর মধ্যে থাকছে – অত্যাধুনিক ডিজাইনের ৩ ও ৪ BHK এয়ার-কন্ডিশনড অ্যাপার্টমেন্ট, দুটি লেভেলের সুইমিং পুল – যা কলকাতায় প্রথমবার। এক্সক্লুসিভ লাক্সারি ক্লাবহাউস, রুফটপ ক্লাউড ফরেস্ট ও আরও অনেক কিছু। প্রকল্পের প্রথম পর্যায়ে ১১টি টাওয়ারে ১৩ তলা বিশিষ্ট ৮৮০টি অ্যাপার্টমেন্ট নির্মাণ করা হবে, যার প্রাথমিক মূল্য শুরু ১. ২ কোটি টাকা থেকে। ২০৩০ সালের মধ্যে প্রথম পর্যায়ের নির্মাণ সম্পন্ন হবে এবং পরবর্তী পর্যায়ে আরও ৫-৬টি টাওয়ার নির্মাণের পরিকল্পনা রয়েছে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 15, 2025 6:33 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
F Residences Merlin: মার্লিন গ্রুপ ও ফ্যাশন টিভির মিলিত উদ্যোগ, কলকাতায় তৈরি হতে চলেছে নতুন বিলাসবহুল আবাসন!