Medicine Price Hike: জ্বালানির পর এবার মহার্ঘ ওষুধ, প্যারাসিটামল-সহ ৮০০ ওষুধের দাম বাড়ছে !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Medicine Price Hike: প্যারাসিটামল-সহ প্রায় ৮০০ ওষুধের দাম বাড়ানোর অনুমতি দিয়েছে ন্যাশনাল ফার্মাসিটিউক্যাল প্রাইসিং অথারিটি অফ ইন্ডিয়া।
কলকাতা: আরও জ্বালা বাড়ছে মধ্যবিত্তের । এবার মহার্ঘ ওষুধ ! প্যারাসিটামল-সহ প্রায় ৮০০ ওষুধের দাম বাড়ানোর অনুমতি দিয়েছে ন্যাশনাল ফার্মাসিটিউক্যাল প্রাইসিং অথারিটি অফ ইন্ডিয়া। এপ্রিল থেকেই কার্যকর হবে নয়া দাম (Medicine Price Hike)।
একা জ্বালানিতে রক্ষে নেই। এবার ওষুধ দোসর। সাধারণ মানুষের উপর ফের বড়সড় ধাক্কা। পয়লা এপ্রিল থেকে প্রায় আটশো ওষুধের দামও বাড়তে চলেছে। ওষুধগুলির মধ্যে রয়েছে সাধারণ জ্বর-ব্যথার দাওয়াই । প্যারাসিটামল থেকে শুরু করে পেট খারাপের ওষুধ এমনকী, গ্যাসের ওষুধেরও একটা বড় অংশ (Medicine Price Hike)।
advertisement
advertisement
জ্বর, অ্যান্টিবায়োটিক, অ্যান্টি-ইনফেকটিভ, রক্তাল্পতা, হৃদরোগ এবং ত্বকের কিছু ওষুধের দাম বাড়ছে প্যারাসিটামল থেকে শুরু করে নার্ভ, কোলেস্টোরলের ওষুধও দামি হবে ৷ প্রয়োজনীয় ওষুধের দাম সরাসরি ১০.৭৬ শতাংশ বাড়তে চলেছে। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি বা এনপিপিএ)-র বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
ওষুধের দাম বাড়ায় উদ্বিগ্ন চিকিৎসকেরা। সামান্য জ্বর থেকে অ্যাসিডিটি । অ্যান্টিবায়োটিক থেকে জীবনদায়ী ওষুধ। দামের ধাক্কায় নাভিশ্বাস আম জনতা। জ্বালানির জ্বালা। আগুনে হেঁশেল। ওষুধে নাভিশ্বাস। অনিশ্চিত মধ্যবিত্ত জীবন। জ্বালানির পর এবার মহার্ঘ ওষুধ ৷ প্যারাসিটামল-সহ ৮০০ ওষুধের দাম বাড়ছে ৷ এপ্রিল থেকেই কার্যকর হবে নয়া দাম ৷
advertisement
বেশ কিছু ওষধের দাম বেড়ে গিয়েছে এ মাস থেকেই ৷ এপ্রিল থেকে ৮০০ টি ওষুধের দাম বাড়তে চলেছে। অ্যাসিডিটির ওষুধ, গড়ে দাম ছিল ২৪ টাকা, বেড়ে হয়েছে ৩৬ টাকা ৷ নার্ভের ওষুধ সি পি কোলিন জেনেরিক দাম বেড়েছে ৷ কোলেস্টরেল ওষুধ অ্যাকেয়োধাসটেটিন দাম ছিল ২৪০ টাকা ৷ এখন তা ৩৫০ টাকা ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 30, 2022 12:06 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Medicine Price Hike: জ্বালানির পর এবার মহার্ঘ ওষুধ, প্যারাসিটামল-সহ ৮০০ ওষুধের দাম বাড়ছে !