AR Rahman in Bangladesh: ‘‘ধন্যবাদ বাংলাদেশ...!’’ সুরের মূর্ছনায় ঢাকা মাতালেন এ আর রহমান

Last Updated:

AR Rahman's concert in Bangladesh: বিসিবি আয়োজিত এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল ‘এআর রহমান কনসার্ট’।

Photo Courtesy: AR Rahman/Facebook Page
Photo Courtesy: AR Rahman/Facebook Page
ঢাকা: তিনি গাইবেন এবং শো সুপারহিট হবে না, তা কি কখনও হতে পারে ? তাঁর জাদুকরি সুরে রাজধানী ঢাকা-সহ গোটা বাংলাদেশ মাতালেন এ আর রহমান (AR Rahman) ৷ ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত অনুষ্ঠানে মঙ্গলবার গান গাইলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক রহমান ৷ সঙ্গে ছিলেন বাংলাদেশের শিল্পী মোমতাজ বেগম ও মাইলস ব্যান্ড (AR Rahman in Bangladesh) ৷
বিসিবি আয়োজিত এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল ‘এ আর রহমান কনসার্ট’। মোমতাজ বেগম এবং মাইলসকে দিয়েই অনুষ্ঠান শুরু হয়। তার পর এআর রহমান মঞ্চে আসতেই জমে ওঠে অনুষ্ঠান। এদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে রহমানের অনুষ্ঠান। প্রায় ৩৫টি গান গেয়েছেন তিনি (AR Rahman's concert in Bangladesh) ৷
advertisement
advertisement
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০’ অনুষ্ঠানে গান গেয়ে মুগ্ধ করেছেন অস্কারজয়ী এই সংগীতপরিচালক।
মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত টেলিভিশনের কল্যাণে অস্কারজয়ী এই শিল্পীর সুর ছুঁয়ে গেছে অসংখ্য দর্শক-শ্রোতার হৃদয়।
বাংলা খবর/ খবর/বিদেশ/
AR Rahman in Bangladesh: ‘‘ধন্যবাদ বাংলাদেশ...!’’ সুরের মূর্ছনায় ঢাকা মাতালেন এ আর রহমান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement