ঢাকা: তিনি গাইবেন এবং শো সুপারহিট হবে না, তা কি কখনও হতে পারে ? তাঁর জাদুকরি সুরে রাজধানী ঢাকা-সহ গোটা বাংলাদেশ মাতালেন এ আর রহমান (AR Rahman) ৷ ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত অনুষ্ঠানে মঙ্গলবার গান গাইলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক রহমান ৷ সঙ্গে ছিলেন বাংলাদেশের শিল্পী মোমতাজ বেগম ও মাইলস ব্যান্ড (AR Rahman in Bangladesh) ৷
আরও পড়ুন-সূর্যাস্তের পরে নখ কাটা কুসংস্কার নয়, এর পিছনে লুকিয়ে রয়েছে অন্য কারণ!
বিসিবি আয়োজিত এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল ‘এ আর রহমান কনসার্ট’। মোমতাজ বেগম এবং মাইলসকে দিয়েই অনুষ্ঠান শুরু হয়। তার পর এআর রহমান মঞ্চে আসতেই জমে ওঠে অনুষ্ঠান। এদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে রহমানের অনুষ্ঠান। প্রায় ৩৫টি গান গেয়েছেন তিনি (AR Rahman's concert in Bangladesh) ৷
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০’ অনুষ্ঠানে গান গেয়ে মুগ্ধ করেছেন অস্কারজয়ী এই সংগীতপরিচালক।
আরও পড়ুন-নেই আলো, এমনকী জলের ব্যবস্থাও, তাও এই কুঁড়েঘরের দাম উঠেছে ২ কোটি টাকা!
মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত টেলিভিশনের কল্যাণে অস্কারজয়ী এই শিল্পীর সুর ছুঁয়ে গেছে অসংখ্য দর্শক-শ্রোতার হৃদয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: AR Rahman, Bangladesh