পুরনো ওয়াশিং মেশিন কিনছে বিশ্বের নামী কোম্পানিগুলি, কেন? পুরো বিষয়টা জানুন!

Last Updated:

ব্যাপারটা কী? আচমকা পুরনো ওয়াশিং মেশিন কেন কিনছে নামিদামী কোম্পানিগুলো!

#নয়াদিল্লি: বিশ্বের অনেক কোম্পানিই ইদানীং পুরনো ব্যবহৃত ওয়াশিং মেশিন কিনে নিচ্ছে। ব্যাপারটা কী? আচমকা পুরনো ওয়াশিং মেশিন কেন কিনছে নামিদামী কোম্পানিগুলো! এর উত্তর হল, চিপ সংকট। এই মুহূর্তে সারা বিশ্বে সেমিকন্ডাক্টর চিপের ঘাটতি দেখা দিয়েছে। আর সেই ঘাটতি পূরণ করতেই এই পদ্ধতি অবলম্বন করেছে কিছু কোম্পানি।
এই প্রসঙ্গে চিপ তৈরি ও সরবরাহ সংক্রান্ত কোম্পানি এএসএমএল হোল্ডিং এনভির সিইও পিটার ওয়েঙ্কি বুধবার এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা পুরনো ওয়াশিং মেশিন কিনছি। তারপর তার ভিতর থেকে কন্ডাক্টর বের করে তা চিপ মডিউলে ব্যবহার করা হচ্ছে। এভাবে সেমি কন্ডাক্টরের ঘাটতি মিটিয়ে সরবরাহ চালু রাখার একটা চেষ্টা চলছে’। আগামীদিনেও সেমিকন্ডাক্টরের ঘাটতি থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন ওয়েঙ্কি। তবে চাহিদার কমতি হবে না।
advertisement
advertisement
গত কয়েক বছর ধরে বিশ্বব্যাপী সেমি-কন্ডাকটর চিপের ঘাটতি রয়েছে। চাহিদার তুলনায় জোগান নেই। বিশেষত গাড়ি উত্পাদকরা সমস্যায় পড়ছে। চিপের অভাবে কমে যাচ্ছে উৎপাদনের সংখ্যাও। ফলে সেই ঘাটতি পূরণ করতে নানা পন্থা অবলম্বন করছে কোম্পানিগুলো। আন্তর্জাতিক বাজারে সেমি-কন্ডাকটর চিপের চাহিদা তুঙ্গে। তুলনায় উৎপাদন একেবারেই কম। ফলে সরবরাহে বড় ঘাটতি থেকে যাচ্ছে।
advertisement
কোম্পানির উৎপাদন হ্রাস: সেমিকনডাক্টর চিপের উৎপাদন ঘাটতির ফলে সমস্যায় পড়েছে টেসলার মতো বিশ্বের শীর্ষ স্থানীয় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা সংস্থাও। তারা জানাচ্ছে, চাহিদার তুলনায় উৎপাদন হচ্ছে অল্প। ফলে সেমিকন্ডাক্টর চিপের দামও বাড়ছে হু-হু করে। এর ফলে ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানিয়েছে ভক্সওয়াগন। সেমিকন্ডাক্টর চিপের ব্যাপক ঘাটতির ফলে এক ধাক্কায় ১ লাখ ইউনিট উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হয়েছে টাটা মোটরস। সব মিলিয়ে গাড়ি শিল্পে হাহাকার পড়ে গিয়েছে।
advertisement
বিশ্বের বৃহত্তম সেমিকন্ডাক্টর চিপের অন্যতম জোগানদার তাইওয়ানের একটি কোম্পানি। কিন্তু আশার আলো দেখাতে পারছে না তারাও। ওই কোম্পানির দাবি, ২০২২ সাল জুড়েই চিপের ঘাটতি থাকবে। কবে অবস্থার উন্নতি হতে পারে, সেই নিয়ে কোনও আলোকপাত করতে পারেনি তারা।
advertisement
ব্লুমবার্গ ইন্টেলিজেন্স জানাচ্ছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে কাঁচামাল সরবরাহে তীব্র ঘাটতি দেখা দিয়েছে। ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে। বাজারে এই ধারা অব্যাহত থাকলে ২০২২ সালে ব্যাপক ধাক্কা খাবে ইউরোপের গাড়ি শিল্প। করোনা অতিমারী শুরুর আগে থেকেই গাড়ি বিক্রি কমেছে। সব মিলিয়ে ইউরোপের ৫টি বাজারে গাড়ি বিক্রি প্রায় ৪০ শতাংশ কমেছে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
পুরনো ওয়াশিং মেশিন কিনছে বিশ্বের নামী কোম্পানিগুলি, কেন? পুরো বিষয়টা জানুন!
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement