New Business Ideas: মাত্র ৮০ দিনেই হবে বড়, এই সোনালি মুরগি পালনে বিপুল লাভ
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
অপরদিকে ব্রয়লার মুরগির মাংসের প্রতি অনেকের অনীহা থাকলেও সোনালি মুরগির মাংসের চাহিদা ব্যাপক।
বসিরহাট: সোনালী মুরগিপালন করেই স্বনির্ভর হতে পারবেন বেকার যুবকরা। দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে আমাদের রাজ্যে। এর অন্যতম কারণ সোনালি মুরগির রোগ-প্রতিরোধ ক্ষমতা এবং এর বাজার চাহিদা। তবে এবার অল্প দামে সোনালি মুরগির বাচ্চা নিয়ে বাণিজ্যিকভাবে বাড়িতে উন্নত প্রজাতির সোনালী মুরগির পালন করে ভাল লাভের মুখ দেখতে পারেন।
উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটের বাদুড়িয়ার যদুরাটি এলাকায় ইলেট্রিক মেশিনের মাধ্যমে ডিম ফুটিয়ে সোনালী মুরগি ও হাঁসের বাচ্চা তৈরি করে বিক্রি হচ্ছে। উদ্যোক্তারা জানান ডিম ফুটিয়ে সোনালী মুরগির বাচ্চা তৈরি করে বিক্রি করতে ৮০ দিন সময় লাগে।
advertisement
সোনালি মুরগির জাত রাজ্যের আবহাওয়া উপযোগী। অন্যদিকে এর রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো। অন্যান্য হাইব্রিড জাতের তুলনায় সোনালি মুরগির রোগ-বালাই বেশ কম। সাধারণ আবহাওয়া পরিবর্তনের তেমন প্রভাব এর উপর পড়েনা।
advertisement
অপরদিকে ব্রয়লার মুরগির মাংসের প্রতি অনেকের অনীহা থাকলেও সোনালি মুরগির মাংসের চাহিদা ব্যাপক। বাজার দর বেশ ভালো থাকায় এর বানিজ্যিক গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সব মিলিয়ে উন্নত প্রজাতির সোনালী মুরগির পালনে বেকার যুবকরা যে স্বনির্ভরতার পথ দেখতে পারবে তা বলাই বাহুল্য।
advertisement
জুলফিকার মোল্যা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 30, 2024 5:11 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Ideas: মাত্র ৮০ দিনেই হবে বড়, এই সোনালি মুরগি পালনে বিপুল লাভ