Rules Changing: ১ নভেম্বর থেকে বদলে যাচ্ছে এই চার নিয়ম, আগে থেকে না জানলে জরিমানা দিতে হবে

Last Updated:

প্রতি মাসের পয়লা তারিখে বেশ কিছু পরিবর্তন হয়। এর সরাসরি প্রভাব পড়ে আমজনতার পকেটে। ১ নভেম্বর থেকেও বেশ কিছু বদল ঘটতে চলেছে।

কলকাতা: অক্টোবর শেষ হতে আর হাতে গোনা চারদিন। তারপর শুরু হবে নভেম্বর মাস। প্রতি মাসের পয়লা তারিখে বেশ কিছু পরিবর্তন হয়। এর সরাসরি প্রভাব পড়ে আমজনতার পকেটে। ১ নভেম্বর থেকেও বেশ কিছু বদল ঘটতে চলেছে। এগুলো সম্পর্কে আগে থেকে ওয়াকিবহাল থাকা গুরুত্বপূর্ণ। না হলে লোকসান হতে পারে। নভেম্বরে জিএসটি নিয়ম থেকে ল্যাপটপ আমদানি পর্যন্ত, বেশ কিছু পরিবর্তন হতে চলেছে। দেখে নেওয়া যাক সেগুলো।
পণ্য ও পরিষেবা করে (জিএসটি) পরিবর্তন: ১০০ কোটি বা তার বেশি টার্নওভার হলে ১ নভেম্বরের পর ৩০ দিনের মধ্যে ই-ইনভয়েস পোর্টালে জিএসটি চালান আপলোড করা বাধ্যতামূলক। সেপ্টেম্বর মাসেই এই সিদ্ধান্ত নেয় জিএসটি কাউন্সিল। তাই ওই পরিমাণ টার্নওভার থাকলে শীঘ্রই চালান আপলোড করতে হবে। না হলে জরিমানা হতে পারে।
advertisement
advertisement
ল্যাপটপ আমদানির নতুন নিয়ম: কেন্দ্রীয় সরকার ৩০ অক্টোবর পর্যন্ত ৮৭৪১ ক্যাটাগরিতে ল্যাপটপ, ট্যাবলেট ও পার্সোনাল কম্পিউটার আমদানিতে ছাড় দিয়েছিল। ১ নভেম্বর থেকে কী হবে? এই বিষয়ে এখনও কোনও তথ্য দেওয়া হয়নি। তবে আমদানির জন্য নয়া আইন ১ নভেম্বর থেকে কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।
ইক্যুইটি ডেরিভেটিভ সেগমেন্টে ফি: আগেই ঘোষণা করা হয়েছিল যে ১ নভেম্বর থেকে ইক্যুইটি ডেরিভেটিভ সেগমেন্টে ফি আরোপ করা হবে। কিন্তু ঘোষণার পরপরই তুমুল বিরোধ শুরু হয়। বিশেষ করে খুচরো বিনিয়োগকারী এবং ছোট ব্যবসায়ীদের উপর বিরূপ প্রভাব পড়বে বলে মনে করেন অনেকেই। তবে বিরোধ হলেও সিদ্ধান্তের কোনও পরিবর্তন হয়নি। ১ নভেম্বর থেকে ইক্যুইটি ডেরিভেটিভ সেগমেন্টে ফি দিতে হবে।
advertisement
অ্যামাজন কিন্ডার লিডার: অ্যামাজন জানিয়েছে, ১ নভেম্বর থেকে তারা কিন্ডলে মোবি (mobi, azw, prc)-সহ কিছু সমর্থিত ফাইল ডিলিট করে দেবে। তাই যে সব কিন্ডল ব্যবহারকারী মোবি (mobi, azw, prc) ফাইল পাঠাচ্ছেন, তাঁরা সমস্যার মুখে পড়তে পারেন।
advertisement
এছাড়া প্রতি মাসের ১ তারিখে এলপিজি সিলিন্ডারের দাম পর্যালোচনা করা হয়। তাই ১ নভেম্বর এলপিজি সিলিন্ডারের দাম বাড়া বা কমার সম্ভাবনাও রয়েছে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Rules Changing: ১ নভেম্বর থেকে বদলে যাচ্ছে এই চার নিয়ম, আগে থেকে না জানলে জরিমানা দিতে হবে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement