LPG Price Reduced: মাসের শুরুতেই সুখবর! একলাফে অনেকটা কমল গ্যাসের দাম, কলকাতায় কত কমল?
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
LPG Price Reduced: একলাফে অনেকটা কমল রান্নার গ্যাসের দাম। তবে গৃহস্থালির জন্য ব্যবহৃত রান্নার এলপিজি সিলিন্ডার নয়
মাসের শুরুতেই সুখবর। একলাফে অনেকটা কমল রান্নার গ্যাসের দাম। তবে গৃহস্থালির জন্য ব্যবহৃত রান্নার এলপিজি সিলিন্ডার নয়। ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম কমেছে। সরকারি পেট্রোলিয়াম সংস্থাগুলি এই মাসে এলপিজি সিলিন্ডারের দাম ৮৩.৫০ টাকা কমিয়েছে। ১লা জুন থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। তবে বাড়ির কাজে ব্যবহৃত ১৪ কেজির রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন আসেনি।
বাণিজ্যিক সিলিন্ডার দিল্লিতে ৮৩ টাকা ৫ পয়সা কমিয়ে ১,৭৭৩ টাকায় নেমে এসেছে। কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডার ৮৫ টাকা সস্তা হয়েছে। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার ১৯৬০ টাকা ৫০ পয়সা ১৮৭৫ টাকা ৫০ পয়সায় নেমে এসেছে। মুম্বইতে ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ১,৮০৮ টাকা ৫ পয়সা থেকে কমে হয়েছে ১,৭২৫ টাকা হয়েছে।
advertisement
advertisement
চেন্নাইতে ২,০২১ টাকা ৫০ পয়সা থেকে কমে ১,৯৩৭ টাকায় নেমে এসেছে।
গৃহস্থালির ১৪ কেজির রান্নার সিলিন্ডারের দাম কলকাতায়, ১,১২৯ টাকা, চেন্নাইতে ১১১৮.৫ টাকা, ভোপালে ১১০৮.৫ টাকা, ইন্দোরে ১১৩১, আহমেদাবাদে ১১১০ এবং আহমেদাবাদে ১,১১০ টাকা।
advertisement
আপনিও যদি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরীক্ষা করতে চান, তাহলে প্রথমে আপনাকে সরকারি তেল কোম্পানির ওয়েবসাইটে যেতে হবে https://iocl.com/Products/IndaneGas.aspx। এখানে কোম্পানিগুলো প্রতি মাসে নতুন রেট জারি করে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 01, 2023 9:36 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LPG Price Reduced: মাসের শুরুতেই সুখবর! একলাফে অনেকটা কমল গ্যাসের দাম, কলকাতায় কত কমল?