LPG Gas Cylinder Price: আগামিকাল থেকে বিপুল দাম বাড়তে পারে রান্নার গ্যাসের
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
LPG Gas Cylinder Price: রাশিয়া-ইউক্রেন সংঙ্কটের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের পাশাপাশি রান্নার গ্যাসের বিপুল দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ৷
#নয়াদিল্লি: তেল সংস্থাগুলি পয়লা মার্চ থেকে রান্নার গ্যাসের (Cooking Gas) দাম নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে ৷ আগামী এক মাসের রান্নার গ্যাসের দাম কত হবে তা মঙ্গলবার জানা যাবে ৷ সাধারণত প্রতি মাসের পয়লা তারিখ তেলের ও এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে একটি সমীক্ষা বৈঠক হয় ৷ এই বৈঠকের পর তেল ও রান্নার গ্যাসের দাম কমানো বা বাড়ানো হয় ৷ রান্নার গ্যাসের দাম সাধারণত পেট্রোলিয়াম সংস্থাগুলি নিয়ে থাকে ৷ এবারের বৈঠকে রাশিয়া ও ইউক্রেনের (Russia Ukraine War) প্রভাব পড়তে চলেছে বলে অনুমান করা হচ্ছে ৷ রাশিয়া-ইউক্রেন সংঙ্কটের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের পাশাপাশি রান্নার গ্যাসের বিপুল দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ৷
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে একাধিক দেশে গ্যাসের দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধি তেলের দাম প্রায় ১০০ ডলার প্রতি ব্যারেল পেরিয়ে গিয়েছে ৷ বিশেষজ্ঞরা অনুমান করছেন আগামী দিনে দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের পাশাপাশি রান্নার গ্যাসের দাম বাড়াতে পারে ৷ এর প্রভাব একাধিক সেক্টরে পড়তে চলেছে ৷
advertisement
advertisement
আন্তর্জাতিক বাজারে দামের হিসেবে তেল ও রান্নার গ্যাসের দাম বাড়ানো ও কমানো হতে পারে ৷ বর্তমানে ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন চলছে ৷ মনে করা হচ্ছে এর জেরে পেট্রোল ও ডিজেল ও রান্নার গ্যাসের দাম আপাতত স্থির রাখা হয়েছে ৷ তবে আন্তর্জাতিক বাজারে যে ভাবে তেলের দাম বাড়ছে তাতে আগামী দিনে দাম বাড়তে চলেছে সমস্ত জিনিসের ৷
advertisement
গত কয়েক মাস ধরে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করা হয়নি ৷ গত বছর দীপাবলির আগে এলপিজি গ্যাস সিলিন্ডারের ২৬৬ টাকা বাড়ানো হয়েছিল ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 28, 2022 6:24 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LPG Gas Cylinder Price: আগামিকাল থেকে বিপুল দাম বাড়তে পারে রান্নার গ্যাসের