LPG Gas Cylinder Price: আগামিকাল থেকে বিপুল দাম বাড়তে পারে রান্নার গ্যাসের

Last Updated:

LPG Gas Cylinder Price: রাশিয়া-ইউক্রেন সংঙ্কটের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের পাশাপাশি রান্নার গ্যাসের বিপুল দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ৷

#নয়াদিল্লি: তেল সংস্থাগুলি পয়লা মার্চ থেকে রান্নার গ্যাসের (Cooking Gas) দাম নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে ৷ আগামী এক মাসের রান্নার গ্যাসের দাম কত হবে তা মঙ্গলবার জানা যাবে ৷ সাধারণত প্রতি মাসের পয়লা তারিখ তেলের ও এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে একটি সমীক্ষা বৈঠক হয় ৷ এই বৈঠকের পর তেল ও রান্নার গ্যাসের দাম কমানো বা বাড়ানো হয় ৷ রান্নার গ্যাসের দাম সাধারণত পেট্রোলিয়াম সংস্থাগুলি নিয়ে থাকে ৷ এবারের বৈঠকে রাশিয়া ও ইউক্রেনের (Russia Ukraine War) প্রভাব পড়তে চলেছে বলে অনুমান করা হচ্ছে ৷ রাশিয়া-ইউক্রেন সংঙ্কটের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের পাশাপাশি রান্নার গ্যাসের বিপুল দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ৷
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে একাধিক দেশে গ্যাসের দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধি তেলের দাম প্রায় ১০০ ডলার প্রতি ব্যারেল পেরিয়ে গিয়েছে ৷ বিশেষজ্ঞরা অনুমান করছেন আগামী দিনে দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের পাশাপাশি রান্নার গ্যাসের দাম বাড়াতে পারে ৷ এর প্রভাব একাধিক সেক্টরে পড়তে চলেছে ৷
advertisement
advertisement
আন্তর্জাতিক বাজারে দামের হিসেবে তেল ও রান্নার গ্যাসের দাম বাড়ানো ও কমানো হতে পারে ৷ বর্তমানে ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন চলছে ৷ মনে করা হচ্ছে এর জেরে পেট্রোল ও ডিজেল ও রান্নার গ্যাসের দাম আপাতত স্থির রাখা হয়েছে ৷ তবে আন্তর্জাতিক বাজারে যে ভাবে তেলের দাম বাড়ছে তাতে আগামী দিনে দাম বাড়তে চলেছে সমস্ত জিনিসের ৷
advertisement
গত কয়েক মাস ধরে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করা হয়নি ৷ গত বছর দীপাবলির আগে এলপিজি গ্যাস সিলিন্ডারের ২৬৬ টাকা বাড়ানো হয়েছিল ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LPG Gas Cylinder Price: আগামিকাল থেকে বিপুল দাম বাড়তে পারে রান্নার গ্যাসের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement