#নয়াদিল্লি: আয়কর বিভাগের তরফে করদাতাদের জন্য ইনকাম ট্যাক্স ফাইলের ভেরিফিকেশন/ ই-ভেরিফিকেশন জারি করার নোটিস জারি করা হয়েছে ৷ অর্থবর্ষ ২০১৯-২০-র জন্য আয়কর রিটার্নের ভেরিফিকেশন/ ই-ভেরিফিকেশনের ডেডলাইন বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি ২০২২ করা হয়েছিল ৷ আয়কর বিভাগ ট্যুইট করে এই বিষয়ে করদাতাদের ফের একবার ডেডলাইন মনে করিয়ে দিয়েছে ৷
আরও পড়ুন: সোনা-রুপোর দামে বড় চমক, দেখে নিন ১০ গ্রামের দাম কত হল
কেন জরুরি ITR ভেরিফিকেশন ?
ভেরিফিকেশন না করালে আপনার আইটিআর অসম্পূর্ণ হিসেবে ধরা হবে ৷ ভেরিফিকেশনের পর আপনার আইটিআর প্রসেস করে আয়কর বিভাগ ৷ ভেরিফিকেশন না করালে আপনার রিফান্ড আটকে যাবে ৷ রিটার্ন ভরার ১২০ দিনের মধ্যে ভেরিফিকেশন করতে হয় ৷ না হলে ধরে নেওয়া হবে আইটিআর ফাইল করা হয়নি ৷ আইটিআর ভেরিফিকেশন অনলাইন এবং অফলাইন দু’ভাবে করা যায় ৷
আরও পড়ুন: আজ থেকে মিলবে সস্তায় সোনা, দেখে নিন ১ গ্রামের দাম
ইনকাম ট্যাক্স রিটার্ন দেওয়ার ৪ মাসের মধ্যে আইটিআর ফাইল করতে হয় ৷ অনলাইনে আধারের মাধ্যমে ভেরিফিকেশন করতে পারবেন ৷ এছাড়া অফলাইন ভেরিফিকেশনের জন্য রিটার্ন দেওয়ার Acknowledgement ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বেঙ্গালুরু পাঠাতে হবে ৷
আরও পড়ুন: আগামী মাসে ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক,এটিএম ও ডিজিটাল ব্যাঙ্কিং কী প্রভাবিত হবে ?
এই ৬টি উপায়ে ITR ভেরিফাই করতে পারবেন
১. ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে
২. নেটব্যাঙ্কিংয়ের মাধ্যমে
৩. আধার ওটিপির মাধ্যমে
৪. ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে
৫. এটিএম-এর মাধ্যমে
৬. অফলাইনে
আধার ওটিপি-র মাধ্যমে এই ভাবে করতে পারবেন ITR ভেরিফাই
১. ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার জন্য প্যানের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে
২. ই-ফাইলিং পোর্টালে incometax.gov.in যেতে হবে
৩. ই-ভেরিফাই লিঙ্কে ক্লিক করে ভেরিফাই রিটার্ন ইউজিং আধার ওটিপি অপশন সিলেক্ট করতে হবে
৪. আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে মেসেজ আসবে যার মাধ্যমে ভেরিফিকেশন করতে পারবেন
৫. আয়কর বিভাগের ওয়েবসাইটে এই ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়ে সাবমিট বটন ক্লিক করতেই আইটিআর ভেরিফাই হয়ে যাবে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।