করদাতারা শীঘ্রই সেরে নিন এই কাজটি, আজই লাস্ট ডেট
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
এই ৬টি উপায়ে ITR ভেরিফাই করতে পারবেন-
#নয়াদিল্লি: আয়কর বিভাগের তরফে করদাতাদের জন্য ইনকাম ট্যাক্স ফাইলের ভেরিফিকেশন/ ই-ভেরিফিকেশন জারি করার নোটিস জারি করা হয়েছে ৷ অর্থবর্ষ ২০১৯-২০-র জন্য আয়কর রিটার্নের ভেরিফিকেশন/ ই-ভেরিফিকেশনের ডেডলাইন বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি ২০২২ করা হয়েছিল ৷ আয়কর বিভাগ ট্যুইট করে এই বিষয়ে করদাতাদের ফের একবার ডেডলাইন মনে করিয়ে দিয়েছে ৷
কেন জরুরি ITR ভেরিফিকেশন ?
ভেরিফিকেশন না করালে আপনার আইটিআর অসম্পূর্ণ হিসেবে ধরা হবে ৷ ভেরিফিকেশনের পর আপনার আইটিআর প্রসেস করে আয়কর বিভাগ ৷ ভেরিফিকেশন না করালে আপনার রিফান্ড আটকে যাবে ৷ রিটার্ন ভরার ১২০ দিনের মধ্যে ভেরিফিকেশন করতে হয় ৷ না হলে ধরে নেওয়া হবে আইটিআর ফাইল করা হয়নি ৷ আইটিআর ভেরিফিকেশন অনলাইন এবং অফলাইন দু’ভাবে করা যায় ৷
advertisement
advertisement
ইনকাম ট্যাক্স রিটার্ন দেওয়ার ৪ মাসের মধ্যে আইটিআর ফাইল করতে হয় ৷ অনলাইনে আধারের মাধ্যমে ভেরিফিকেশন করতে পারবেন ৷ এছাড়া অফলাইন ভেরিফিকেশনের জন্য রিটার্ন দেওয়ার Acknowledgement ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বেঙ্গালুরু পাঠাতে হবে ৷
advertisement
এই ৬টি উপায়ে ITR ভেরিফাই করতে পারবেন
১. ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে
২. নেটব্যাঙ্কিংয়ের মাধ্যমে
৩. আধার ওটিপির মাধ্যমে
৪. ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে
৫. এটিএম-এর মাধ্যমে
৬. অফলাইনে
আধার ওটিপি-র মাধ্যমে এই ভাবে করতে পারবেন ITR ভেরিফাই
১. ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার জন্য প্যানের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে
২. ই-ফাইলিং পোর্টালে incometax.gov.in যেতে হবে
advertisement
৩. ই-ভেরিফাই লিঙ্কে ক্লিক করে ভেরিফাই রিটার্ন ইউজিং আধার ওটিপি অপশন সিলেক্ট করতে হবে
৪. আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে মেসেজ আসবে যার মাধ্যমে ভেরিফিকেশন করতে পারবেন
৫. আয়কর বিভাগের ওয়েবসাইটে এই ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়ে সাবমিট বটন ক্লিক করতেই আইটিআর ভেরিফাই হয়ে যাবে
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 28, 2022 2:44 PM IST