Bank Holidays in March 2022 : আগামী মাসে ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এটিএম ও ডিজিটাল ব্যাঙ্কিং কী প্রভাবিত হবে ?

Last Updated:

Bank Holidays in March 2022 : মার্চ ২০২২-তে উৎসহ ও অন্যান্য বিশেষ অনুষ্ঠানের জেরে আলাদা আলাদা জোনে মোট ৭দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷

#নয়াদিল্লি: ডিজিটাল ব্যাঙ্কিংয়ের জেরে এখন বেশির ভাগ ব্যাঙ্কের কাজই বাড়িতে থেকে করা সম্ভব হয়ে গিয়েছে ৷ কিন্তু তা সত্ত্বেও বেশ কিছু এমন কাজ রয়েছে যা এখনও ব্যাঙ্কের শাখায় গিয়ে করতে হয় ৷ ফলে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে আগে থেকে জেনে নিন ৷
রিজার্ভ ব্যাঙ্কের তরফে মার্চ মাসের জন্য ব্যাঙ্কের ছুটির দিন ঘোষণা করে দিয়েছে ৷ ১ মার্চ মঙ্গলবার মহাশিবরাত্রির ছুটি ৷ আরবিআই-এর তথ্য অনুযায়ী, মার্চ ২০২২-তে উৎসহ ও অন্যান্য বিশেষ অনুষ্ঠানের জেরে আলাদা আলাদা জোনে মোট ৭দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ এছাড় রবিবারগুলি ও প্রত্যেক মাসের দ্বিতীয় ও তৃতীয় শনিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷
advertisement
advertisement
  • ১ মার্চ (মহা শিবরাত্রী)- আগড়তলা, আইজল, চেন্নাই, গ্যাংটক, গুয়াহাটি, ইম্ফল, কলকাতা, নয়াদিল্লি, পানাজি, পটনা ও শিলং ছাড়া অন্যান্য জায়গায় ব্যাঙ্ক বন্ধ ৷
  • ৩ মার্চ (লোসার)- গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ
  • ৪ মার্চ (চপচার কুট)- আইজলে ব্যাঙ্ক বন্ধ
  • ৬ মার্চ (রবিবার)- সাপ্তাহিক ছুটি
  • ১২ মার্চ (শনিবার)- মাসের দ্বিতীয় শনিবার
  • ১৩ মার্চ (রবিবার)- সাপ্তাহিক ছুটি
  • ১৭ মার্চ (হোলিকা দহন)- দেরাদুন, কানপুর, লখনউ ও রাঁচিতে ব্যাঙ্ক বন্ধ
  • ১৮ মার্চ (হোলি/ দোল যাত্রা)- বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, ইম্ফল, কোচি, কলকাতা, তিরুঅনন্তপুরম ছাড়া অন্যান্য জায়গায় ব্যাঙ্ক বন্ধ
  • ১৯ মার্চ (হোলি)- ভুবনেশ্বর, ইম্ফল ও পটনায় ব্যাঙ্ক বন্ধ
  • ২০ মার্চ (রবিবার)- সাপ্তাহিক ছুটি
  • ২২ মার্চ (বিহার দিবস)- পটনায় ব্যাঙ্ক বন্ধ
  • ২৬ মার্চ (শনিবার)- মাসের চতুর্থ শনিবার
  • ২৭ মার্চ (রবিবার)- সাপ্তাহিক ছুটি
advertisement
এটিএম ও ডিজিটাল ব্যাঙ্কিংয়ে কোনও প্রভাব পড়বে না
RBI এর তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, মার্চ মাসে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও ATM ও Digital Banking পরিষেবায় কোনও প্রভাব পড়বে না ৷ এই ছুটির জেরে কেবল সেই গ্রাহকরাই প্রভাবিত হবেন যাঁদের ব্যাঙ্কের শাখায় গিয়ে কোনও কাজ করতে হবে ৷ এর মধ্যে চেক ক্লিয়ারেন্স ও কেওয়াইসি-র মতো পরিষেবা সামিল রয়েছে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank Holidays in March 2022 : আগামী মাসে ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এটিএম ও ডিজিটাল ব্যাঙ্কিং কী প্রভাবিত হবে ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement