Sovereign Gold Bond: আজ থেকে মিলবে সস্তায় সোনা, দেখে নিন ১ গ্রামের দাম

Last Updated:

Sovereign Gold Bond: কে কত টাকা ইনভেস্ট করতে পারবেন ?

#নয়াদিল্লি: সস্তায় সোনা কেনার দারুণ সুযোগ দিচ্ছে সরকার ৷ দেরি না করে এখুনি ইনভেস্ট করুন ৷ ২৮ ফেব্রুয়ারি ২০২২ থেকে সস্তায় সোনা কিনতে পারবেন সোনা ৷ চলতি মাসের শেষ দিন সার্বভৌম গোল্ড বন্ডের (Sovereign Gold Bond Scheme 10th Series) দশম কিস্তি জারি করতে চলেছে সরকার ৷ এর জন্য ইস্যু প্রাইস (Issue Price) ৫১০৯ টাকা প্রতি গ্রাম রাখা হয়েছে ৷
সোনায় ইনভেস্ট করে বেশি লাভ করতে চাইছেন ? তাহলে সার্বভৌম গোল্ড বন্ডের (Sovereign Gold Bond) জন্য ২৮ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার থেকে আবেদন (when will SGB Scheme open) করতে পারবেন ৷ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) জানিয়েছেন সার্বভৌম গোল্ড বন্ডের স্কিম ২০২১-২২ এর দশম কিস্তির জন্য ৪ মার্চ ২০২২ পর্যন্ত আবেদন করতে পারবেন ৷
advertisement
advertisement
রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানিয়েছেন, পাঁচ দিনের জন্য এসজিবি স্কিমের অনলাইন আবেদন করার জন্য বিনিয়োগ করলে ৫০ টাকা প্রতি গ্রামে (Discount on SGB) ছাড় পাওয়া যাবে ৷ এই ডিসকাউন্ট পাওয়ার জন্য ডিজিাল পেমেন্ট করতে হবে (Digital Payment) ৷ অনলাইন আবেদনকারীদের জন্য ইস্যু প্রাইস ৫০৫৯ টাকা প্রতি গ্রামে ৷
advertisement
রিজার্ভ ব্যাঙ্কের তরফে এসজিবি-র দশম কিস্তি জারি করা হবে ৷ এই বন্ড সমস্ত ব্যাঙ্ক, স্টক হোল্ডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (SHCIL), ডাকঘর (Post Office) ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ(NSE) ও বম্বে স্টক এক্সচেঞ্জের (BSE) মাধ্যমে বিক্রি করা হবে ৷ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (Small finance banks) ও পেমেন্ট ব্যাঙ্কে (Payment banks) গোল্ড বন্ড বিক্রি হয় না ৷
advertisement
কে কত টাকা ইনভেস্ট করতে পারবেন ?সার্বভৌম গোল্ড বন্ডে একজন ব্যক্তি অধিকতম ৪ কিলো গোল্ড বন্ড (maximum investment in SGB) কিনতে পারবেন ৷ ন্যূনতম ১ গ্রাম ইনভেস্ট করা বাধ্যতামূলক ৷ ট্রাস্ট বা অন্যান্য সংস্থা এক আর্থিক বছরে ২০ কিলোগ্রাম পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Sovereign Gold Bond: আজ থেকে মিলবে সস্তায় সোনা, দেখে নিন ১ গ্রামের দাম
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement