Fruits: হুবহু লিচুর মতো দেখতে, কিন্তু লিচু নয়...! চিনির মতো মিষ্টি, একবার খেলে বারবার চাইবেন, কোথায় পাবেন?

Last Updated:

Fruits: দেখতে অনেকটা লিচুর মতো তবে আকারে একটু ছোট গোলাকার এই ফল। খেতেও লিচুর থেকে অনেক সুস্বাদু মিষ্টি। 

+
থাইল্যান্ডের

থাইল্যান্ডের লঙ্গন 

মালদহ: থাইল্যান্ডের ফল চাষ করে নতুন দিশা দেখাচ্ছেন মালদহের যুবক। দেখতে অনেকটা লিচুর মতো তবে আকারে একটু ছোট গোলাকার এই ফল।  দেখতে কাঠ লিচু বা আঁশ ফলের মত। কিন্তু এই ফল কাঠলিচু নয়। থাইল্যান্ডের এই ফলের নাম লঙ্গন। মালদহ তথা উত্তরবঙ্গে প্রথম এই ফল চাষ করছেন দীপক রাজবংশী। পশ্চিমবঙ্গে কাঠলিচুর চাষ হলেও লঙ্গন তেমন ভাবে চাষ হয়না।
পুরাতন মালদহের কৃষক দীপক রাজবংশী পরীক্ষামূলক ভাবে তাঁর বাগানে দুইটি লঙ্গনের গাছ লাগিয়েছিলেন। আপাতত একটি গাছে গত বছর থেকে ফলন হচ্ছে। বাজারে বিক্রি পর্যন্ত হচ্ছে এই ফল। তবে মালদহবাসী এই ফল সম্পর্কে এখনও জানেন না। তাই দাম খুব একটা মিলছে না।
advertisement
advertisement
গত বছর তিনি এই ফল পাইকারি মূল্যে ১০০ টাকা কেজি দরে বিক্রি করেছিলেন। তবে সাধারণত এই ফল বাজারে প্রায় ৩০০ টাকা কেজি দরে বিক্রি হয়ে থাকে। দীপক রাজবংশী বলেন, দেখতে অনেকটা আঁশফল বা কাঠ লিচুর মত হলেও এই ফলের নাম লঙ্গন। মূলত থাইল্যান্ডের এই ফল। মালদহে প্রথম আমি চাষ করছি। আগামীতে এই ফলের বাগান তৈরির পরিকল্পনা রয়েছে। কারণ এই ফল সুস্বাদু বাজারে চাহিদা ভাল।
advertisement
থাইল্যান্ডের এই ফলের গাছ দীপক রাজবংশী রায়গঞ্জের একটি নার্সারি থেকে নিয়ে এসেছিলেন। ফলটি বেশ ভাল বাজারের চাহিদা রয়েছে। এমনকি এই ফল লিচু ও কাঠ লিচুর পড়ে পাকতে শুরু করে। তাই বাজারে এই ফল ব্যাপক দামে বিক্রিও হচ্ছে। খেতেও লিচুর থেকে অনেক সুস্বাদু মিষ্টি।
advertisement
আগামীতে এই থাইল্যান্ডের ফলের বাগান তৈরির পরিকল্পনা রয়েছে দীপক রাজবংশীর। কারণ বাণিজ্যিকভাবে এই ফল চাষ করে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই ফল খেতেও ভাল। এমনকি মালদহের মাটিতে এই গাছ সহজেই বাড়ছে। ফলে গাছের তেমন পরিচর্যারও প্রয়োজন হচ্ছে না। সহজেই গাছ হয়ে যাচ্ছে। তাই আগামীতে এই ফল চাষ করে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন দীপক বাবু।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Fruits: হুবহু লিচুর মতো দেখতে, কিন্তু লিচু নয়...! চিনির মতো মিষ্টি, একবার খেলে বারবার চাইবেন, কোথায় পাবেন?
Next Article
advertisement
সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি, নিয়তির আশ্চর্য সমাপতন, নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা সুলক্ষণা পণ্ডিত
সঞ্জীব কুমারকে ভালবেসেও বিয়ে হয়নি,নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা
  • সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি

  • নিয়তির আশ্চর্য সমাপতন

  • নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা

VIEW MORE
advertisement
advertisement