CPIM: মহিলাদের কাজ শুধু স্বামীর শয্যাসঙ্গিনী হওয়া! কেরলের সিপিএম নেতার মন্তব্যে নিন্দার ঝড়

Last Updated:

মাজিদ নামে ওই সিপিএম প্রার্থী ৬৬৬টি ভোট পান৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের প্রার্থীকে পরাজিত করেন৷

কেরলের সিপিএম নেতা সৈয়দ আলি মাজিদের বিতর্কিত মন্তব্য৷
কেরলের সিপিএম নেতা সৈয়দ আলি মাজিদের বিতর্কিত মন্তব্য৷
মহিলাদের কাজ শুধু স্বামীদের সঙ্গে সংসার করা এবং তাঁদের শয্যাসঙ্গিনী হওয়া৷ এমনই মন্তব্য করলেন কেরলের এক সিপিএম নেতা৷ পঞ্চায়েত ভোটে জয়ের পরই এই কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে সিপিএম নেতা সৈয়দ আলি মাজিদের বিরুদ্ধে৷
কেরলের মল্লপুরম জেলার থেন্নেলা পঞ্চায়েত ওয়ার্ডের নির্বাচনে মাত্র ৪৭ ভোটে জয়ী হন তিনি৷ ফল প্রকাশের পরই বিজয় ভাষণ রাখতে গিয়ে এই বিতর্কিত মন্তব্য করেন সিপিএম প্রার্থী৷
জানা গিয়েছে, মাজিদ নামে ওই সিপিএম প্রার্থী ৬৬৬টি ভোট পান৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের প্রার্থীকে পরাজিত করেন৷ সিপিএমের লোকাল সেক্রেটারি পদ থেকে ইস্তফা দিয়ে নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়েন তিনি৷
advertisement
advertisement
ভোটে জয়ের পরই বিজয় ভাষণ দিতে গিয়ে সিপিএম নেতা মাজিদ মহিলাদের উদ্দেশ্যে আপত্তিজনক মন্তব্য করেন বলে অভিযোগ৷ বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বাড়ির মহিলাদের ভোট চাওয়ার জন্য অথবা তাঁকে পরাজিত করার জন্য অপরিচিতদের সামনে আনাই উচিতই নয়৷ দ্য টাইমস অফ ইন্ডিয়া-র একটি রিপোর্ট অনুযায়ী, সিপিএম নেতা আরও বলেন, মহিলাদের কাজ শুধু স্বামীদের সঙ্গে সংসার করা এবং তাঁদের শয্যাসঙ্গিনী হওয়া৷
advertisement
সিপিএম নেতার এই মন্তব্য দ্রুত সমাজমাধ্যমে ভাইরাল হয়৷ তাঁর এই মন্তব্যে নিন্দার ঝড় উঠেছে৷ নারী অধিকার নিয়ে কাজ করা সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক, প্রত্যেকেই তাঁর এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে৷
সম্প্রতি আইইউএমএল-এর মহিলা শাখা উমেন্স লিগ-এর সভানেত্রীরও সমালোচনা করেন৷ তিনি বলেন, যে মহিলারা সমালোচনা সহ্য করতে পারবেন, তাঁদেরই রাজনীতিতে আসা উচিত৷ তা না হলে মহিলাদের গৃহবধূ হয়ে বাড়ির ভিতরেই থাকা উচিত বলেও মন্তব্য করেন ওই সিপিএম নেতা৷ যদিও এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সিপিএম-এর পক্ষ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
CPIM: মহিলাদের কাজ শুধু স্বামীর শয্যাসঙ্গিনী হওয়া! কেরলের সিপিএম নেতার মন্তব্যে নিন্দার ঝড়
Next Article
advertisement
CPIM: মহিলাদের কাজ শুধু স্বামীর শয্যাসঙ্গিনী হওয়া! কেরলের সিপিএম নেতার মন্তব্যে নিন্দার ঝড়
মহিলাদের কাজ শুধু স্বামীর শয্যাসঙ্গিনী হওয়া! কেরলের সিপিএম নেতার মন্তব্যে নিন্দার ঝড়
  • কেরলের সিপিআইএম নেতার বিতর্কিত মন্তব্য৷

  • মহিলাদের কাজ শুধু স্বামীদের শয্যাসঙ্গিনী হওয়া, দাবি সিপিএম নেতার৷

  • বিতর্কিত সিপিএম নেতা সৈয়দ আলি মাজিদ৷

VIEW MORE
advertisement
advertisement