Nail Signalling Health Issue:শরীর কেমন আছে তা বোঝা যায় নখ দেখেই, নখেই ফুটে ওঠে জটিল রোগের ইঙ্গিত, যা বলছেন চিকিৎসক
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
শরীর ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ার আগে থেকেই একাধিক উপসর্গ দেখা দেয়। কিছু উপসর্গ আমরা চিনতে পারি, কিছু উপসর্গ আমাদের নজর এড়িয়ে যায়। অনেক অসুখেরই প্রাথমিক উপসর্গ ফুটে ওঠে হাত ও নখে।
advertisement
অ্যানেস্থেসিওলজিস্ট ও ইন্টারভেনশনাল পেইন মেডিসিন বিশেষজ্ঞ ডঃ কুনাল সুদের মতে, শরীরে বাসা বাঁধা একাধিক জটিল-কঠিন রোগের ইঙ্গিত দেখা দেয় হাতে ও নখে। ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে তিনি নখ ও হাতে দেখা যাওয়া এমন পাঁচটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা তুলে ধরেন, যা কঠিন রোগের ইঙ্গিত! জেনে নিন কোন ৫ লক্ষণ দেখলেই সাবধান হবেন--
advertisement
ক্লাবিং--এই পরিস্থিতিতে আঙুলের ডগা গোলাকার হয়ে যায় এবং নখ বাঁকা বা উঁচু দেখায়, কারণ নরম টিস্যু ধীরে ধীরে বড় হতে থাকে। ডা. সুদের মতে, এই শারীরিক পরিবর্তন ফুসফুস বা হৃদরোগের ইঙ্গিত দিতে পারে। তাঁর কথায়, “যখন মেগাকারিওসাইট ফুসফুসকে বাইপাস করে আঙুলের ডগায় পৌঁছে VEGF ও PDGF-এর মতো গ্রোথ ফ্যাক্টর নিঃসরণ করে, তখন এই অবস্থা দেখা দেয়।”তিনি আরও জানান, “ক্লাবিং দীর্ঘমেয়াদি ফুসফুসের রোগের সঙ্গে জড়িত থাকতে পারে—যেমন ফুসফুসের ক্যানসার, ব্রঙ্কিয়েকটেসিস, পালমোনারি ফাইব্রোসিস, সিস্টিক ফাইব্রোসিস। পাশাপাশি দীর্ঘদিন ধরে শরীরে অক্সিজেনের ঘাটতি থাকা হৃদরোগের ক্ষেত্রেও এটি দেখা যায়, যেমন সায়ানোটিক জন্মগত হৃদরোগ বা এন্ডোকার্ডাইটিস।”
advertisement
চামচের মতো নখ-- এই ধরনের নখকয়লোনাইকিয়া (Koilonychia) নামেও পরিচিত যা অ্যানিমিয়ার প্রাথমিক সংকেত। ডা. সুদ বলেন, “আয়রন-নির্ভর এনজাইম দুর্বল হয়ে পড়লে কেরাটিন তৈরিতে ব্যাঘাত ঘটে, ফলে নখ পাতলা ও ভেতরের দিকে বসে যায়, দেখতে অনেকটা চামচের মতো লাগে। রক্তক্ষরণ, খাবারে আয়রনের অভাব, আয়রন শোষণে সমস্যা বা গর্ভাবস্থায় আয়রনের চাহিদা বেড়ে যাওয়ার ফলে এই পরিস্থিতি দেখা যায়।''
advertisement
advertisement
advertisement









