LIC: দিনে জমান মাত্র ৬০ টাকা! লাখপতি বানানো পলিসি আনল LIC, জেনে নিন
- Published by:Suvam Mukherjee
Last Updated:
LIC: ৮ থেকে ৫৫ বছরের মধ্যে বয়স হলে তাঁরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য।
নয়া দিল্লি: এলআইসি দেশের প্রতিটি শ্রেণির মানুষের জন্য নতুন নতুন পলিসি নিয়ে আসছে। প্রায়শই মহিলারা বিমা পলিসি কেনার ক্ষেত্রে অনেক পিছিয়ে থাকে। এমন পরিস্থিতিতে মহিলাদের কথা মাথায় রেখে এলআইসি একটি বিশেষ বিমা পলিসি চালু করেছে।
এই পলিসির নাম এলআইসি আধার শিলা পলিসি। যে সমস্ত মহিলার বয়স ৮ থেকে ৫৫ বছরের মধ্যে, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। এই পলিসিতে যে কোনও মহিলা সর্বনিম্ন ৭৫ হাজার টাকা এবং সর্বোচ্চ ৩ লক্ষ টাকার বিমা কিনতে পারবেন। LIC-এর এই স্কিমের অধীনে আপনি ত্রৈমাসিক, অর্ধবার্ষিক এবং বার্ষিক ভিত্তিতে বিনিয়োগ করতে পারেন।
advertisement
advertisement
এই স্কিমের অধীনে সর্বনিম্ন ১০ বছর এবং সর্বোচ্চ ২০ বছরের জন্য বিনিয়োগ করা যায়। তে পারেন। প্রতিদিন প্রায় ৬০ টাকা জমা করে, আপনি এক বছরে LIC আধার শিলা যোজনায় ২১,৯১৮ টাকা জমা দিতে পারবেন। আপনি ২০ বছরে ৪,২৯,৩৯২ টাকা বিনিয়োগ করবেন এবং মেয়াদপূর্তিতে ৭,৯৪,০০০ টাকা রিটার্ন পাবেন।
কে এই সুবিধা নিতে পারে?
advertisement
LIC-এর আধারশিলা পলিসিতে নিরাপত্তা এবং সঞ্চয় উভয়ই প্রদান করে। শুধুমাত্র সেই মহিলারাই এই সুবিধা নিতে পারবেন, যাঁদের আধার কার্ড তৈরি হয়েছে। LIC-এর এই পরিকল্পনা পলিসিধারী এবং তাঁর মৃত্যুর পরে পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করে।
advertisement
পলিসির বিবরণ
ন্যূনতম অঙ্ক - ৭৫,০০০ টাকা
সর্বোচ্চ অঙ্ক- ৩,০০,০০০ টাকা
পলিসির মেয়াদ - ১০ থেকে ২০ বছর পর্যন্ত
প্রিমিয়াম জমা করার সময়কাল - ১০ থেকে ২০ বছর
ম্যাচিওর সময়- ৭০ বছর
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 04, 2023 6:38 PM IST