East Medinipur News: বাবার মৃত্যুর পরই ভাগ্যবদল! পর পর বাঁধল লটারি, শেষে কোটিপতি ছেলে
Last Updated:
বাবার মৃত্যুতে শোকার্ত পরিবার, লটারির সৌজন্যে রাতারাতি কোটিপতি মহিষাদলের টোটোচালক! এ যেন বাবার মৃত্যুর পরেই ভাগ্য খুলল ছেলের
মহিষাদল: পিতৃশোক ভুলিয়ে দিয়েছে লটারির এক কোটি টাকা। বাবা মারা গিয়েছেন মাত্র দিন ছয়েক আগে। আর কাতকালীয় ভাবে সেদিন থেকেই যেন ভাগ্যলক্ষ্মী ভর করেছিল পূর্ব মেদিনীপুরের মহিষাদলের এক্তারপুর গ্রামের মধুসূদন জানা। ৩৬ বছরের পেশায় টোটোচালক যুবক গত ৬ দিন ধরেই একের পর এক লটারির পুরস্কার জিতে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন এলাকাবাসীর। সব শেষে তাঁর ঝুলিতে এল ১ কোটি বিজেতার পুরস্কার।
শুক্রবার সন্ধ্যায় রাজ্যের চলতি জনপ্রিয় লটারির শেষ খেলায় প্রথম পুরস্কার জিতেছেন ওই যুবক। যাঁঁকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।
advertisement
টোটো চালানোর ফাঁকে প্রায়শই লটারির টিকিট কেটে ভাগ্য অন্বেষণের চেষ্টা চালান মধূসুদন। মাঝে মধ্যেই সামান্য পুরস্কার আসত। তবে হাল না ছেড়ে নিয়মিত লটারির টিকিট কেটে যেতেন তিনি। এরপর গত ৬ দিন আগে মধূসুদনের বাবার মৃত্যু হয়। আর সেদিনই কাকতালীয় ভাবে লটারিতে ৪ হাজার টাকা পুরষ্কার আসে মধূসুদনের। পরের দিন ১২০০ টাকা, তারপর দিন ৬০০ টাকা, পরের দিন আবারও ১২০০টাকা। এভাবেই বৃহস্পতিবার মধূসুদনের ঝুলিতে এল ১ কোটি টাকার পুরষ্কার।
advertisement
শোকার্ত পরিবারে ১ কোটির পুরস্কারের খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। স্থানীয়রা ভীড় জমান ওই পরিবারে। মধূসুদন জানান, বাড়িতে শোকের পরিবেশ। এই অবস্থাতেও লটারিতে পুরস্কার জিততে শুরু করি। প্রায় প্রতিদিনই লটারিতে পুরস্কার জিততে থাকায় টিকিট কাটা বন্ধ করিনি। তবে একেবারে ১ কোটি টাকা পুরস্কার পাব এটা কোনওদিন ভাবিনি। এই টাকায় আমার পরিবারের আর্থিক দুরবস্থা কাটবে বলেই আশা করছি।”
advertisement
Saikat Shee
Location :
Kolkata,West Bengal
First Published :
February 04, 2023 1:40 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: বাবার মৃত্যুর পরই ভাগ্যবদল! পর পর বাঁধল লটারি, শেষে কোটিপতি ছেলে